
কৃষ্ণ সাগর এবং বাল্টিক অঞ্চলে রাশিয়ার প্রভাব ঠেকাতে প্রস্তুত হচ্ছে ন্যাটো। সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালীকে দেশটিকে বিভিন্ন দিক থেকে একযোগে পারমাণবিক চাপ এবং সাইবার আক্রমণের মধ্যে রাখা হবে। ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে আজ বৃহস্পতিবার এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। তবে ন্যাটোর সঙ্গে যুদ্ধের মতো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না বলে জানিয়েছে রাশিয়া।
ন্যাটোর অভিযোগ, রাশিয়া নিত্য নতুন অস্ত্র তৈরি করছে। মহাশূন্যকে সামরিক কাজে ব্যবহার করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার আক্রমণের মাধ্যমে ন্যাটো সদস্য এবং আমাদের মিত্রদের উৎপাত করছে। কিন্তু দায়িত্ব-জ্ঞানহীন পদক্ষেপের মাধ্যমে ন্যাটো ইউরোপকে অস্থিতিশীল করছে বলে উল্টো অভিযোগ করেছে মস্কো।
সব দিক থেকে আক্রমণ করা হলেও রাশিয়ার বিরুদ্ধে সহসা পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না বলে মনে করেন অবসরে যাওয়া সাবেক মার্কিন কর্মকর্তা বেন হজেস। তিনি রয়টার্সকে জানান, ন্যাটোর কৌশলগত পরিকল্পনা ঢেলে সাজানো দরকার। অনেকে যে রকম মনে করেন, ততটা শিগগির ন্যাটো রাশিয়া আক্রমণ করবে বলে আমার মনে হয় না। তবে মস্কোকে কাবু করতে হলে কৃষ্ণ সাগর ও বাল্টিক অঞ্চলের দিকে মনোযোগ বাড়াতে হবে।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জোটটি চীনকে কখনো সরাসরি শত্রু বা মাথার ব্যথার করণ বলে মনে করেনি। কিন্তু ব্রাসেলসে অনুষ্ঠিত গত জুনের শীর্ষ সম্মেলনে চীনের সামরিক উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। তাই ইন্দো-প্যাসিফিকেও নিজেদের তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে জোটটি।

কৃষ্ণ সাগর এবং বাল্টিক অঞ্চলে রাশিয়ার প্রভাব ঠেকাতে প্রস্তুত হচ্ছে ন্যাটো। সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালীকে দেশটিকে বিভিন্ন দিক থেকে একযোগে পারমাণবিক চাপ এবং সাইবার আক্রমণের মধ্যে রাখা হবে। ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে আজ বৃহস্পতিবার এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। তবে ন্যাটোর সঙ্গে যুদ্ধের মতো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না বলে জানিয়েছে রাশিয়া।
ন্যাটোর অভিযোগ, রাশিয়া নিত্য নতুন অস্ত্র তৈরি করছে। মহাশূন্যকে সামরিক কাজে ব্যবহার করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার আক্রমণের মাধ্যমে ন্যাটো সদস্য এবং আমাদের মিত্রদের উৎপাত করছে। কিন্তু দায়িত্ব-জ্ঞানহীন পদক্ষেপের মাধ্যমে ন্যাটো ইউরোপকে অস্থিতিশীল করছে বলে উল্টো অভিযোগ করেছে মস্কো।
সব দিক থেকে আক্রমণ করা হলেও রাশিয়ার বিরুদ্ধে সহসা পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না বলে মনে করেন অবসরে যাওয়া সাবেক মার্কিন কর্মকর্তা বেন হজেস। তিনি রয়টার্সকে জানান, ন্যাটোর কৌশলগত পরিকল্পনা ঢেলে সাজানো দরকার। অনেকে যে রকম মনে করেন, ততটা শিগগির ন্যাটো রাশিয়া আক্রমণ করবে বলে আমার মনে হয় না। তবে মস্কোকে কাবু করতে হলে কৃষ্ণ সাগর ও বাল্টিক অঞ্চলের দিকে মনোযোগ বাড়াতে হবে।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জোটটি চীনকে কখনো সরাসরি শত্রু বা মাথার ব্যথার করণ বলে মনে করেনি। কিন্তু ব্রাসেলসে অনুষ্ঠিত গত জুনের শীর্ষ সম্মেলনে চীনের সামরিক উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। তাই ইন্দো-প্যাসিফিকেও নিজেদের তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে জোটটি।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৫ ঘণ্টা আগে