Ajker Patrika

রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

রাশিয়ার অ্যামাজন খ্যাত ওয়াইল্ডবেরিজ-এর মস্কো অফিসে গোলাগুলিতে দুজন নিহত এবং পুলিশ সহ ৭ জন আহত হয়েছেন। এই ঘটনায় ওয়াইল্ডবেরিজের মালকিন ও রাশিয়ার সবচেয়ে ধনী নারী তাতায়ানা বাকালচুকের স্বামী ভ্লাদিস্লাভ বাকালচুকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি ৪৮ বছর বয়সী তাতায়ানা এবং ৪৭ বছর বয়সী ভ্লাদিস্লাভ একটি তিক্ত বিবাহ বিচ্ছেদের মুখোমুখি হয়েছেন। 

তাতায়ানা হলেন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের (Wildberries) প্রতিষ্ঠাতা এবং সিইও। প্রতিষ্ঠানটির মস্কো অফিসে গোলাগুলির পর ইতিমধ্যে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। 

ব্লুমবার্গের ২০২১ সালের বিলিয়নিয়ার সূচকে তাতায়ানা ছিলেন বিশ্বের ৪০ তম ধনী নারী। সিবিএস নিউজের তথ্য বলছে, তিনিই রাশিয়ার প্রথম স্ব-নির্মিত নারী বিলিয়নিয়ার। লে মন্ডের মতে, তাতায়ানার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮ বিলিয়ন ডলার। 

ওয়াইল্ডবেরি মার্কেট প্লেসের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে। তাতায়ানা এবং তাঁর স্বামী ভ্লাদিস্লাভ অনলাইনে পোশাকের একটি খুচরা বিক্রেতা হিসাবে প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন। তাতায়ানা ছিলেন একজন শিক্ষক, পরে তিনি ব্যবসায়ী নারীতে পরিণত হন। আর ভ্লাদিস্লাভ ছিলেন একজন আইটি প্রযুক্তিবিদ। 

বর্তমানে ওয়াইল্ডবেরি মার্কেট প্লেসের বেশির ভাগ অংশের মালিক তাতায়ানা। অন্যদিকে এই কোম্পানিতে ভ্লাদিস্লাভের মাত্র ১ শতাংশ শেয়ার রয়েছে। তাতায়ানাই এই প্রতিষ্ঠানটিকে একটি সাধারণ দোকান থেকে একটি বিশাল বাজারে পরিণত করেছিলেন। রাশিয়ায় বিপুল জনপ্রিয় ওয়াইল্ডবেরি প্রতিদিন প্রায় ১ কোটি অর্ডার পায় বলে জানিয়েছে লে মন্ডে। 

সবকিছু ঠিকঠাক চললেও ভ্লাদিস্লাভ এবং তাতায়ানা সম্প্রতি একটি তিক্ত বিবাহবিচ্ছেদের মধ্যে রয়েছেন। গত জুনে রাস গ্রুপ নামে একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে ওয়াইল্ডবেরিজ একীভূত হওয়ার পরিকল্পনা ঘোষণা দিলে একে অপরের শত্রুতে পরিণত হন তাঁরা। 

ফোর্বস জানিয়েছে, ওই চুক্তিটি তাতায়ানার মোট সম্পদের পরিমাণ ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার হ্রাস করেছে। চুক্তির বিষয়ে ভ্লাদিস্লাভ সেই সময় বলেছিলেন, তাঁর স্ত্রীকে প্রভাবিত করা হয়েছে। ফরচুনের মতে, ওই একীভূতকরণকে একটি ‘বিশাল ভুল’ বলে আখ্যা দিয়েছিলেন ভ্লাদিস্লাভ। তিনি নিজেকে তাতায়ানার অর্ধেক সম্পত্তির মালিক বলেও দাবি করেন। 

বিপুল সম্পদের এই টানাপোড়েনের মাঝে মাথা ঢুকিয়েছেন, চেচেন নেতা রমজান কাদিরভও। যিনি ভ্লাদিস্লাভকে সমর্থন করে ওয়াইল্ডবেরিজের একীভূতকরণকে ‘সম্পদ দখল’ বলে অভিহিত করেন। এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও দেখা করেছিলেন কাদিরভ। তবে ক্রেমলিন বলেছে, পুতিন এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তিনি কোম্পানিটির একীভূতকরণকেই সমর্থন করেছেন। 

সর্বশেষ গত বুধবার ওয়াইল্ডবেরিজের মস্কো অফিসে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। ভ্লাদিস্লাভের আইনজীবীরা জানিয়েছেন, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে হত্যাচেষ্টায় অভিযুক্ত করা হয়েছে। ভ্লাদিস্লাভকে নিষ্পাপ বলেও দাবি করেন তাঁর আইনজীবীরা। 

ভ্লাদিস্লাভ দাবি করেছেন, তিনি একটি পূর্ব-পরিকল্পিত বৈঠকের জন্য মস্কোর অফিসে গিয়েছিলেন এবং অফিসের কর্মীরাই প্রথম গুলি চালায়। 

তাতায়ানা বলেছেন, ভ্লাদিস্লাভ এবং তার সহকর্মীরা অফিসটি দখল করার চেষ্টা করেছিল এবং সেখানে কোনো মিটিং নির্ধারিত ছিল না। ফরচুন ম্যাগাজিনকে তাতায়ানা বলেন, ‘আজ ভ্লাদিস্লাভ বাকালচুক, সের্গেই আনুফ্রেভ এবং ভ্লাদিমির বাকিনের নেতৃত্বে একদল লোক মস্কোতে ওয়াইল্ডবেরির অফিস দখল করার চেষ্টা করেছিল। সশস্ত্র এই হামলার ফলে আমাদের অফিসের একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।’ 

গত বৃহস্পতিবার ভোরে টেলিগ্রামে পোস্ট করা একটি অশ্রুসিক্ত ভিডিও বার্তায় তাতায়ানা বলেন, ‘ভ্লাদিস্লাভ, আপনি কী করছেন? আপনি আপনার পিতামাতা এবং আমাদের সন্তানদের চোখের দিকে তাকাবেন কীভাবে? আপনি কীভাবে পরিস্থিতিকে এমন অযৌক্তিকতার দিকে নিয়ে যেতে পারেন?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

নারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমি

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

চোখের সামনে খামেনির অন্তরঙ্গ মহল ফাঁকা করে দিচ্ছে ইসরায়েল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত