Ajker Patrika

এবার চীনের আকাশে ‘সন্দেহজনক বস্তু’, গুলি করে নামানোর প্রস্তুতি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৫৬
এবার চীনের আকাশে ‘সন্দেহজনক বস্তু’, গুলি করে নামানোর প্রস্তুতি

যুক্তরাষ্ট্র, কানাডা ও লাতিন আমেরিকার পর এবার চীনের জলসীমায় ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা গেছে। চীনা কর্তৃপক্ষ সেটিকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্থানীয় পত্রিকা দ্য পিপলের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

চীনের কিংডাও জিমো জেলার নৌ উন্নয়ন কর্তৃপক্ষের একজন কর্মচারী বলেছেন, কিংডাও বন্দরনগরীর কাছে জলসীমার ওপরে একটি ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটিকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিচ্ছে। এই অঞ্চলের জেলেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। 

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বোহাই সাগরের জলসীমায় কিংডাও বন্দরনগরীর কাছে উড়ন্ত বস্তুটিকে শনাক্ত করা হয়েছে। কিংডাও বন্দর কর্তৃপক্ষ জেলেদের উদ্দেশে এক বার্তায় বলেছে, ‘যদি আপনার নৌকার আশপাশে ধ্বংসাবশেষ পড়ে, তাহলে প্রমাণ হিসেবে ছবি তুলে রাখুন এবং ধ্বংসাবশেষ উদ্ধার করতে সাহায্য করুন।’ 

গতকাল কানাডার আকাশেও একটি সন্দেহজনক বস্তু শনাক্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক বস্তুটি শনাক্ত করার পর সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান এফ-২২ সেটিকে গুলি করে ভূপাতিত করে। 

এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে প্রায় ৪০ হাজার ফুট উঁচুতে একটি সন্দেহজনক বস্তুকে উড়তে দেখা গিয়েছিল। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বস্তুটিকে যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়। এ ছাড়া লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বস্তুকে শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের আকাশে প্রথম সন্দেহজনক বস্তু শনাক্ত হয় ৩ ফেব্রুয়ারি। পরে আটলান্টিক মহাসাগরের ওপরে গুলি করে ভূপাতিত করা হয় বেলুনসদৃশ বস্তুটিকে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল। 

তবে এর কয়েক ঘণ্টা পরে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বেলুনটি বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল এবং এটি ভুল পথে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, চীনের নজরদারি বেলুনের টার্গেটে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অন্তত ৪০টি দেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

সাম্প্রতিক এ বেলুনকাণ্ডে ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছে। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি ব্লিংকেনের চীন সফরের কথা ছিল, কিন্তু তিনি সেই সফর স্থগিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত