Ajker Patrika

চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ

চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ

চীনের বিরুদ্ধে যুদ্ধবিমান নিয়ে আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ করেছে তাইওয়ান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রোববার তাইওয়ানের আকাশসীমায় চীন সামরিক যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ১৯টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে (এডিআইজেড) অনুপ্রবেশ করে। এর মধ্যে পারমাণবিক বোমা বহনে সক্ষম এমন উড়োজাহাজও ছিল। এসব উড়োজাহাজে সামরিক যোদ্ধাদের উপস্থিতিও ছিল। রোববারের মিশনে চীনের বিমানবাহিনীর চারটি এইচ-৬ বোমারু উড়োজাহাজ ছিল। সেই উড়োজাহাজগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এছাড়া রোববারের মিশনে সাবমেরিন-বিধ্বংসী উড়োজাহাজও ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি। 

উল্লেখ্য, চীনের বিরুদ্ধে তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ বেশ পুরোনো। প্রায়ই চীনের বিরুদ্ধে আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ করে থাকে তাইওয়ান। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করলেও তাইওয়ানের দাবি, তাইওয়ান একটি স্বাধীন রাষ্ট্র।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ