
ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ও অগভীর ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দ্বিতীয় দফার এ ভূমিকম্পে তিনজন নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসন এ অঞ্চলে তাঁবুসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
চীনা গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পে ২০ হাজার ১৯২টি পরিবারের প্রায় ৭২ হাজার ৩১৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য হেরাল্ড বুলেটিনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রথম দফা যে এলাকায় আঘাত হেনেছে তার প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার এ ভূমিকম্প হয়। প্রথম দফা ভূমিকম্পে এলাকাটি খুব কম জনবহুল হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতত্ত্ববিদ জনাথন টাইটেলের মতে, ভূমিকম্প দুটির মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে দ্য হেরাল্ড বুলেটিন জানায়, শুক্রবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ডালি শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৮ কিলোমিটার নিচে এটি আঘাত করে। ভূমিকম্পের ফলে ডালির চারপাশে প্রবল কাঁপুনি অনুভূত হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ এবং তাঁবু পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ইউনানে ৫ মাত্রার একটি ভূমিকম্পে চারজন মারা যায় এবং ২৩ জন আহত হয়। চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ইউনানের উত্তরে সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকার পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।

ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ও অগভীর ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দ্বিতীয় দফার এ ভূমিকম্পে তিনজন নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসন এ অঞ্চলে তাঁবুসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
চীনা গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পে ২০ হাজার ১৯২টি পরিবারের প্রায় ৭২ হাজার ৩১৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য হেরাল্ড বুলেটিনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রথম দফা যে এলাকায় আঘাত হেনেছে তার প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার এ ভূমিকম্প হয়। প্রথম দফা ভূমিকম্পে এলাকাটি খুব কম জনবহুল হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতত্ত্ববিদ জনাথন টাইটেলের মতে, ভূমিকম্প দুটির মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে দ্য হেরাল্ড বুলেটিন জানায়, শুক্রবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ডালি শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৮ কিলোমিটার নিচে এটি আঘাত করে। ভূমিকম্পের ফলে ডালির চারপাশে প্রবল কাঁপুনি অনুভূত হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ এবং তাঁবু পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ইউনানে ৫ মাত্রার একটি ভূমিকম্পে চারজন মারা যায় এবং ২৩ জন আহত হয়। চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ইউনানের উত্তরে সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকার পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৭ মিনিট আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
২৫ মিনিট আগে
চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
১ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৪ ঘণ্টা আগে