
ঢাকা: চীনকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় ৭০ বছর ধরে চলমান ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি অবশেষে পেল দেশটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৪০-এর দশকে চীনে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৩ কোটি। এরপর থেকেই ম্যালেরিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক তৎপরতা শুরু করে চীন সরকার এবং এর সাফল্যও আসতে থাকে। ২০১৭ সাল থেকে চীনে আর কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়নি।
চীনের এই অর্জনকে ‘কষ্টার্জিত সাফল্য’ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, দশকের পর দশক ধরে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পদক্ষেপের ফল এই সাফল্য।
চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) জ্যেষ্ঠ সদস্য ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, সিসিপি এবং চীন সরকার সব সময়ই জনগণের স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
স্ত্রী-অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয় ম্যালেরিয়া। ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে, ফলে রোগীর শরীরে রক্তস্বল্পতার লক্ষণ দেখা যায়। অন্যান্য সাধারণ লক্ষণ হলো কাঁপুনি দিয়ে জ্বর, শীত শীত ভাব এবং বমি-বমি ভাব হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করা চীন বর্তমানে বিশ্বের ৪০তম ম্যালেরিয়ামুক্ত দেশ। ২০১৯ সালে আলজেরিয়া ও আর্জেন্টিনাকেও ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ঢাকা: চীনকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় ৭০ বছর ধরে চলমান ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি অবশেষে পেল দেশটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৪০-এর দশকে চীনে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৩ কোটি। এরপর থেকেই ম্যালেরিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক তৎপরতা শুরু করে চীন সরকার এবং এর সাফল্যও আসতে থাকে। ২০১৭ সাল থেকে চীনে আর কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়নি।
চীনের এই অর্জনকে ‘কষ্টার্জিত সাফল্য’ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, দশকের পর দশক ধরে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পদক্ষেপের ফল এই সাফল্য।
চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) জ্যেষ্ঠ সদস্য ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, সিসিপি এবং চীন সরকার সব সময়ই জনগণের স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।
স্ত্রী-অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয় ম্যালেরিয়া। ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে, ফলে রোগীর শরীরে রক্তস্বল্পতার লক্ষণ দেখা যায়। অন্যান্য সাধারণ লক্ষণ হলো কাঁপুনি দিয়ে জ্বর, শীত শীত ভাব এবং বমি-বমি ভাব হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করা চীন বর্তমানে বিশ্বের ৪০তম ম্যালেরিয়ামুক্ত দেশ। ২০১৯ সালে আলজেরিয়া ও আর্জেন্টিনাকেও ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
২ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৩ ঘণ্টা আগে