
ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চা কেন্দ্রে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামের এক পোস্টে আইএস জানিয়েছে, তাদের সদস্যরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
বিবৃতিতে আইএস বলেছে, মারাওয়ি শহরে খ্রিষ্টানদের বিশাল সমাবেশে একটি ডিভাইসের মাধ্যমে খেলাফতের সৈন্যরা এ বিস্ফোরণ ঘটায়।
ফিলিপাইনের মুসলিম নাগরিকদের বেশির ভাগই বসবাস করেন দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও এবং তার আশপাশের দ্বীপগুলোতে। মিন্দানাও রিজিয়ন নামে পরিচিত অঞ্চলটিতে আইএসের প্রভাব অপেক্ষাকৃত বেশি।
গতকাল রোববার মারাওয়ি শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চাকেন্দ্রে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে বোমা হামলায় চারজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বিদেশি সন্ত্রাসীরা এই হামলার জন্য দায়ী। ফিলিপাইনে এর আগে এমন কাণ্ডজ্ঞানহীন ও ঘৃণ্য হামলার ঘটনা ঘটেনি।’
ফিলিপাইনের প্রতিরক্ষাসচিব গিলবার্তো তেওডোরো এক সংবাদ সম্মেলনে এ বোমা হামলার পেছনে বিদেশি উপাদানের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা করে বলেছে, তারা ফিলিপাইনের অধিবাসীদের পাশে আছে।
মিন্দানাও অঞ্চলের প্রদেশ লানাও দেল সুরের রাজধানী শহরের নাম মারাওয়ি। এই অঞ্চলটিতে গত প্রায় দুই দশক ধরে তৎপরতা চালাচ্ছে আইএস, আল-কায়েদাসহ বিভিন্ন বিদেশি ও অভ্যন্তরীণ জঙ্গিগোষ্ঠী। ২০১৭ সালে শহরটি পাঁচ মাস অবরুদ্ধ করে রেখেছিল আইএসের ফিলিপাইন শাখা দাওলাহ ইসলামিয়া মাউতে। দখলের পর গোটা লানাও দেল সুর প্রদেশকে আইএসের ‘উইলায়াত’ বা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে দাওলাহ ইসলামিয়া মাউতে।
ফিলিপাইনের সামরিক বাহিনী গত শুক্রবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালায়। সেই অভিযানে ইসলামিক স্টেট সমর্থক দাওলাহ ইসলামিয়া ফিলিপাইনের সদস্যসহ ১১ জঙ্গিকে হত্যা করা হয়।
সেদিকে ইঙ্গিত করে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে বিস্ফোরণ সম্পর্কে আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবলেজা বলেছিলেন, ইসলামিক স্টেটপন্থী জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রতিশোধ নিতে তারা এই হামলা করে থাকতে পারে।

ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চা কেন্দ্রে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামের এক পোস্টে আইএস জানিয়েছে, তাদের সদস্যরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
বিবৃতিতে আইএস বলেছে, মারাওয়ি শহরে খ্রিষ্টানদের বিশাল সমাবেশে একটি ডিভাইসের মাধ্যমে খেলাফতের সৈন্যরা এ বিস্ফোরণ ঘটায়।
ফিলিপাইনের মুসলিম নাগরিকদের বেশির ভাগই বসবাস করেন দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও এবং তার আশপাশের দ্বীপগুলোতে। মিন্দানাও রিজিয়ন নামে পরিচিত অঞ্চলটিতে আইএসের প্রভাব অপেক্ষাকৃত বেশি।
গতকাল রোববার মারাওয়ি শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চাকেন্দ্রে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে বোমা হামলায় চারজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বিদেশি সন্ত্রাসীরা এই হামলার জন্য দায়ী। ফিলিপাইনে এর আগে এমন কাণ্ডজ্ঞানহীন ও ঘৃণ্য হামলার ঘটনা ঘটেনি।’
ফিলিপাইনের প্রতিরক্ষাসচিব গিলবার্তো তেওডোরো এক সংবাদ সম্মেলনে এ বোমা হামলার পেছনে বিদেশি উপাদানের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা করে বলেছে, তারা ফিলিপাইনের অধিবাসীদের পাশে আছে।
মিন্দানাও অঞ্চলের প্রদেশ লানাও দেল সুরের রাজধানী শহরের নাম মারাওয়ি। এই অঞ্চলটিতে গত প্রায় দুই দশক ধরে তৎপরতা চালাচ্ছে আইএস, আল-কায়েদাসহ বিভিন্ন বিদেশি ও অভ্যন্তরীণ জঙ্গিগোষ্ঠী। ২০১৭ সালে শহরটি পাঁচ মাস অবরুদ্ধ করে রেখেছিল আইএসের ফিলিপাইন শাখা দাওলাহ ইসলামিয়া মাউতে। দখলের পর গোটা লানাও দেল সুর প্রদেশকে আইএসের ‘উইলায়াত’ বা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে দাওলাহ ইসলামিয়া মাউতে।
ফিলিপাইনের সামরিক বাহিনী গত শুক্রবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালায়। সেই অভিযানে ইসলামিক স্টেট সমর্থক দাওলাহ ইসলামিয়া ফিলিপাইনের সদস্যসহ ১১ জঙ্গিকে হত্যা করা হয়।
সেদিকে ইঙ্গিত করে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে বিস্ফোরণ সম্পর্কে আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবলেজা বলেছিলেন, ইসলামিক স্টেটপন্থী জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রতিশোধ নিতে তারা এই হামলা করে থাকতে পারে।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুত গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।
২২ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে