
থাইল্যান্ড পুলিশের অপরাধ দমন বিভাগ (সিএসডি) দেশটির ১৪টি প্রদেশে শতাধিক জুয়ার ফ্র্যাঞ্চাইজি ও ৫০০টি ওয়েবসাইট বন্ধ করতে একযোগে ৬৩টি জায়গায় অভিযান শুরু করেছে। আজ সোমবার পুলিশের তরফ থেকে এ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে বলে ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
খোন কায়েনের প্রাদেশিক পুলিশ ব্যুরোর প্রশিক্ষণ কেন্দ্র থেকে সিএসডি কমান্ডার মেজর জেনারেল মন্ট্রি থেসখুনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হনুমান’। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ৩৫০ জনেরও বেশি কর্মকর্তা রয়েছেন।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, ব্যাংকক, চিয়াং মাই, খোন কায়েন, ফিটসানুলক, মহাসারখাম, সারাবুরি এবং সা কাউ প্রদেশকে কেন্দ্র করে অভিযান পরিচালিত হচ্ছে।
মন্ট্রি থেসখুন বলেছেন, ‘এর আগে গত ২২ সেপ্টেম্বর ফ্যাট ফাস্ট অনলাইন জুয়া নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি প্রদেশ থেকে অন্তত ৩০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল সিএসডি। এ ছাড়া ৪৬০ মিলিয়ন বাইট মূল্যের ৪০০টি সম্পদ জব্দ করা হয়েছিল। এরপর আজ থেকে আবার অভিযান শুরু হলো।’
অভিযানটি খোন কায়েনে অনলাইন জুয়া মাফিয়াদের সন্দেহভাজন সহ-প্রধান সুওয়াতের মালিকানাধীন একটি বাড়ি থেকে শুরু হয়েছে। পুলিশ সেখান থেকে মূল্যবান জিনিসপত্র জব্দ করেছে। তবে সেখানে সুয়াতকে পাওয়া যায়নি। পুলিশ পরে সুওয়াতের শাশুড়ির বাড়িতেও অভিযান চালিয়েছে। ওই বাড়ি থেকেও বন্দুকসহ মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া খোন কায়েনে সন্দেহভাজন আরও একজনের বাড়িতে অভিযান চালিয়েছে, তাঁর নাম প্রফুট। তবে প্রফুট বাড়িতে ছিলেন না। সেই বাড়ি থেকেও শতাধিক বিয়ারব্রিক পুতুল জব্দ করা হয়েছে।
মন্ট্রি থেসখুন আরও জানিয়েছেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য পুলিশের হাতে ২৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ব্যাংকের কর্মকর্তা, প্রোগ্রামার, এটিএম মেশিনের দায়িত্বে থাকা ব্যক্তিরা রয়েছেন। পুলিশ এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাননি মন্ট্রি থেসখুন।

থাইল্যান্ড পুলিশের অপরাধ দমন বিভাগ (সিএসডি) দেশটির ১৪টি প্রদেশে শতাধিক জুয়ার ফ্র্যাঞ্চাইজি ও ৫০০টি ওয়েবসাইট বন্ধ করতে একযোগে ৬৩টি জায়গায় অভিযান শুরু করেছে। আজ সোমবার পুলিশের তরফ থেকে এ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে বলে ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
খোন কায়েনের প্রাদেশিক পুলিশ ব্যুরোর প্রশিক্ষণ কেন্দ্র থেকে সিএসডি কমান্ডার মেজর জেনারেল মন্ট্রি থেসখুনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হনুমান’। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ৩৫০ জনেরও বেশি কর্মকর্তা রয়েছেন।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, ব্যাংকক, চিয়াং মাই, খোন কায়েন, ফিটসানুলক, মহাসারখাম, সারাবুরি এবং সা কাউ প্রদেশকে কেন্দ্র করে অভিযান পরিচালিত হচ্ছে।
মন্ট্রি থেসখুন বলেছেন, ‘এর আগে গত ২২ সেপ্টেম্বর ফ্যাট ফাস্ট অনলাইন জুয়া নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি প্রদেশ থেকে অন্তত ৩০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল সিএসডি। এ ছাড়া ৪৬০ মিলিয়ন বাইট মূল্যের ৪০০টি সম্পদ জব্দ করা হয়েছিল। এরপর আজ থেকে আবার অভিযান শুরু হলো।’
অভিযানটি খোন কায়েনে অনলাইন জুয়া মাফিয়াদের সন্দেহভাজন সহ-প্রধান সুওয়াতের মালিকানাধীন একটি বাড়ি থেকে শুরু হয়েছে। পুলিশ সেখান থেকে মূল্যবান জিনিসপত্র জব্দ করেছে। তবে সেখানে সুয়াতকে পাওয়া যায়নি। পুলিশ পরে সুওয়াতের শাশুড়ির বাড়িতেও অভিযান চালিয়েছে। ওই বাড়ি থেকেও বন্দুকসহ মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া খোন কায়েনে সন্দেহভাজন আরও একজনের বাড়িতে অভিযান চালিয়েছে, তাঁর নাম প্রফুট। তবে প্রফুট বাড়িতে ছিলেন না। সেই বাড়ি থেকেও শতাধিক বিয়ারব্রিক পুতুল জব্দ করা হয়েছে।
মন্ট্রি থেসখুন আরও জানিয়েছেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য পুলিশের হাতে ২৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ব্যাংকের কর্মকর্তা, প্রোগ্রামার, এটিএম মেশিনের দায়িত্বে থাকা ব্যক্তিরা রয়েছেন। পুলিশ এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাননি মন্ট্রি থেসখুন।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৫ ঘণ্টা আগে