
কর্মীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সুস্বাস্থ্যের দিক থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে জাপান তলানিতে স্থান পেয়েছে। এই র্যাঙ্কিংয়ে শীর্ষে স্থান পেয়েছে তুরস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাককিনসে হেলথ ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় এমনটি উঠে এসেছে। খবর এনডিটিভির।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই সমীক্ষা অনুসারে, বিশ্বের ৩০টি দেশের ৩০ হাজারেরও বেশি শ্রমিকের জরিপে ২৫ শতাংশ স্কোর পেয়ে সবার তলানিতে স্থান পায় দ্বীপ দেশ জাপান। ৭৮ শতাংশ স্কোর নিয়ে সবার ওপরে স্থান পেয়েছে তুরস্ক। এরপরেই ৭৬ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে ভারত এবং ৭৫ শতাংশ নিয়ে তৃতীয় চীন। বিশ্বব্যাপী গড় স্কোর ছিল ৫৭ শতাংশ।
যদিও জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আজীবন কর্মসংস্থান এবং চাকরির নিরাপত্তা প্রদানের জন্য খ্যাতি তৈরি করেছে, তবে একই কারণে চাকরি পরিবর্তন করাও জাপানে বেশ কঠিন।
আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং ব্যবসায়িক অনুশীলনের বিষয়ে বিভিন্ন কোম্পানির পরামর্শক রোচেল কপের মতে, আন্তর্জাতিক সমীক্ষায় জাপান ধারাবাহিকভাবে কম রেটিং পেয়ে আসছে এবং ফলাফলগুলো জাপানের কর্ম পরিবেশের প্রতিফলন।
এমএস অ্যান্ড এডি ইন্স্যুরেন্স গ্রুপ হোল্ডিংস ইনকর্পোরেটেডের বোর্ড সদস্য কপ আরও বলেন, ‘জাপানের কর্মীদের নিজেকে কম রেটিং দেওয়ার প্রবণতা রয়েছে। এসব আমাদের নথিভুক্ত। জাপানে কর্মক্ষেত্রে সন্তুষ্টির অভাব রয়েছে। এ ছাড়া অতিরিক্ত চাপসহ নানা সমস্যা রয়েছে।’
একই সময়ে জাপানি শ্রমিকদের বড় একটি অংশ স্বল্পমেয়াদি চুক্তিতে রয়েছে। এদের সংখ্যা ক্রমবর্ধমান। এই বিষয়টিও অনিশ্চয়তার উদ্রেক করছে বলে তিনি জানান।
ম্যাককিনসির জরিপ অনুসারে, যে সমস্ত কর্মচারীদের ইতিবাচক কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা সামগ্রিক স্বাস্থ্যের বিষয়েও ইতিবাচক রিপোর্ট করেছে। তাঁরা কর্মক্ষেত্রেও আরও উদ্ভাবনী এবং উচ্চ কর্মক্ষমতা দেখিয়েছে।
প্রতিবেদনের লেখক লিখেছেন, ‘অধিকাংশ প্রাপ্তবয়স্করা প্রতিদিন জাগ্রত সময়ের বেশির ভাগই কাজে ব্যয় করেন। এটি নিয়োগকারীদের কর্মীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যকে প্রভাবিত করার সুযোগ দেয়।’

কর্মীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সুস্বাস্থ্যের দিক থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে জাপান তলানিতে স্থান পেয়েছে। এই র্যাঙ্কিংয়ে শীর্ষে স্থান পেয়েছে তুরস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাককিনসে হেলথ ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় এমনটি উঠে এসেছে। খবর এনডিটিভির।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই সমীক্ষা অনুসারে, বিশ্বের ৩০টি দেশের ৩০ হাজারেরও বেশি শ্রমিকের জরিপে ২৫ শতাংশ স্কোর পেয়ে সবার তলানিতে স্থান পায় দ্বীপ দেশ জাপান। ৭৮ শতাংশ স্কোর নিয়ে সবার ওপরে স্থান পেয়েছে তুরস্ক। এরপরেই ৭৬ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে ভারত এবং ৭৫ শতাংশ নিয়ে তৃতীয় চীন। বিশ্বব্যাপী গড় স্কোর ছিল ৫৭ শতাংশ।
যদিও জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আজীবন কর্মসংস্থান এবং চাকরির নিরাপত্তা প্রদানের জন্য খ্যাতি তৈরি করেছে, তবে একই কারণে চাকরি পরিবর্তন করাও জাপানে বেশ কঠিন।
আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং ব্যবসায়িক অনুশীলনের বিষয়ে বিভিন্ন কোম্পানির পরামর্শক রোচেল কপের মতে, আন্তর্জাতিক সমীক্ষায় জাপান ধারাবাহিকভাবে কম রেটিং পেয়ে আসছে এবং ফলাফলগুলো জাপানের কর্ম পরিবেশের প্রতিফলন।
এমএস অ্যান্ড এডি ইন্স্যুরেন্স গ্রুপ হোল্ডিংস ইনকর্পোরেটেডের বোর্ড সদস্য কপ আরও বলেন, ‘জাপানের কর্মীদের নিজেকে কম রেটিং দেওয়ার প্রবণতা রয়েছে। এসব আমাদের নথিভুক্ত। জাপানে কর্মক্ষেত্রে সন্তুষ্টির অভাব রয়েছে। এ ছাড়া অতিরিক্ত চাপসহ নানা সমস্যা রয়েছে।’
একই সময়ে জাপানি শ্রমিকদের বড় একটি অংশ স্বল্পমেয়াদি চুক্তিতে রয়েছে। এদের সংখ্যা ক্রমবর্ধমান। এই বিষয়টিও অনিশ্চয়তার উদ্রেক করছে বলে তিনি জানান।
ম্যাককিনসির জরিপ অনুসারে, যে সমস্ত কর্মচারীদের ইতিবাচক কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা সামগ্রিক স্বাস্থ্যের বিষয়েও ইতিবাচক রিপোর্ট করেছে। তাঁরা কর্মক্ষেত্রেও আরও উদ্ভাবনী এবং উচ্চ কর্মক্ষমতা দেখিয়েছে।
প্রতিবেদনের লেখক লিখেছেন, ‘অধিকাংশ প্রাপ্তবয়স্করা প্রতিদিন জাগ্রত সময়ের বেশির ভাগই কাজে ব্যয় করেন। এটি নিয়োগকারীদের কর্মীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যকে প্রভাবিত করার সুযোগ দেয়।’

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৪ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৬ ঘণ্টা আগে