
আফগানিস্তানে নারীদের ওপর আরও এক ফতোয়া জারি করল তালেবান। হিজাব না পরে ঘুরে বেড়ানোর অভিযোগে নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে শাসকগোষ্ঠী।
আফগানিস্তানে ধর্মীয় ব্যক্তিত্বদের অভিযোগ, হিজাব না পরে ধর্মীয় অনুশাসন মানছে না নারীরা। রাস্তায় অনেক নারীকেই দেখা যাচ্ছে হিজাব ছাড়া। রেস্তোরাঁয়ও হিজাব ছাড়াই অহরহ ঢুকছেন তাঁরা। আর এই অভিযোগের ভিত্তিতেই হিজাব ছাড়া নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ করল তালেবান।
ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, তালেবানের নতুন নিষেধাজ্ঞা আপাতত আফগানিস্তানের হেরাত শহরের রেস্তোরাঁর ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যে সমস্ত রেস্তোরাঁয় খোলামেলা জায়গা রয়েছে, বাগান বা গাছপালা দিয়ে সাজানো, সেখানে হিজাব ছাড়া নারীরা ঢুকতে পারবেন না।
তালেবানের মুখপাত্র জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কেবল খোলামেলা রেস্তোরাঁগুলোর জন্য প্রযোজ্য, যেখানে পুরুষ ও নারী একে অপরের সঙ্গে দেখা করতে পারেন। সাধারণ মানুষ ও দেশের গণ্যমান্য ব্যক্তিত্বের কাছ থেকে বারবার অভিযোগ পেয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দেশের অন্য রেস্তোরাঁ এবং পার্কগুলোর ওপরও নজর রাখছে তালেবান।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখলে নেওয়ার পর দেশটির নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ জারি হচ্ছে। দেশজুড়ে ধর্মের অজুহাতে নানাভাবে নারীদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। শিক্ষা, চাকরি, বিনোদনসহ নানা ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। পুরুষ ছাড়া রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না নারীদের। মোটর-রিকশায় চড়া, পা-খোলা জুতো পরার ‘অপরাধে’ নির্যাতনের ঘটনা ঘটেছে। কেড়ে নেওয়া হয়েছে উচ্চশিক্ষার অধিকার।

আফগানিস্তানে নারীদের ওপর আরও এক ফতোয়া জারি করল তালেবান। হিজাব না পরে ঘুরে বেড়ানোর অভিযোগে নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে শাসকগোষ্ঠী।
আফগানিস্তানে ধর্মীয় ব্যক্তিত্বদের অভিযোগ, হিজাব না পরে ধর্মীয় অনুশাসন মানছে না নারীরা। রাস্তায় অনেক নারীকেই দেখা যাচ্ছে হিজাব ছাড়া। রেস্তোরাঁয়ও হিজাব ছাড়াই অহরহ ঢুকছেন তাঁরা। আর এই অভিযোগের ভিত্তিতেই হিজাব ছাড়া নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ করল তালেবান।
ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, তালেবানের নতুন নিষেধাজ্ঞা আপাতত আফগানিস্তানের হেরাত শহরের রেস্তোরাঁর ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যে সমস্ত রেস্তোরাঁয় খোলামেলা জায়গা রয়েছে, বাগান বা গাছপালা দিয়ে সাজানো, সেখানে হিজাব ছাড়া নারীরা ঢুকতে পারবেন না।
তালেবানের মুখপাত্র জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কেবল খোলামেলা রেস্তোরাঁগুলোর জন্য প্রযোজ্য, যেখানে পুরুষ ও নারী একে অপরের সঙ্গে দেখা করতে পারেন। সাধারণ মানুষ ও দেশের গণ্যমান্য ব্যক্তিত্বের কাছ থেকে বারবার অভিযোগ পেয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দেশের অন্য রেস্তোরাঁ এবং পার্কগুলোর ওপরও নজর রাখছে তালেবান।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখলে নেওয়ার পর দেশটির নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ জারি হচ্ছে। দেশজুড়ে ধর্মের অজুহাতে নানাভাবে নারীদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। শিক্ষা, চাকরি, বিনোদনসহ নানা ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। পুরুষ ছাড়া রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না নারীদের। মোটর-রিকশায় চড়া, পা-খোলা জুতো পরার ‘অপরাধে’ নির্যাতনের ঘটনা ঘটেছে। কেড়ে নেওয়া হয়েছে উচ্চশিক্ষার অধিকার।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৪ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৭ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে