
মিয়ানমারে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ও তাঁর স্বামীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত আদালত। ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তাঁর স্বামী তেইন লিনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভিকি বোম্যান ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর স্বামী প্রখ্যাত চিত্রকর তিয়েন লিন মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। গত সপ্তাহেই তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয় মিয়ানমারের অভিবাসন আইন ভঙ্গ করার অভিযোগে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাঁদের এক বছরের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক মিং য়ু হাহ এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, বিষয়টি আশঙ্কাজনক। তিনি আরও বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনীর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে লোকদের গ্রেপ্তার করে জেলে পাঠানোর জঘন্য ইতিহাস রয়েছে।’
বার্মিজ ভাষায় সুদক্ষ ভিকি বোম্যান ১৯৯০ সালে মিয়ানমারের ব্রিটিশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। সর্বশেষ দেশটিতে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষ করার পর থেকেই তিনি সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অন্যদিকে তাঁর স্বামী তিয়েন লিন মিয়ানমারের অন্যতম বিখ্যাত চিত্রকর। এর আগেও তিনি ১৯৯৮ সালে সামরিক শাসনের সময় ছয় বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
এর আগে জান্তা সরকার জানিয়েছিল, ওই দম্পতি তাদের নতুন ঠিকানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে দেশটির অভিবাসন আইন ভঙ্গ করেছেন এবং এই অপরাধেই তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে এমন এক সময়ে এই দণ্ডাদেশ এল, যখন দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোর অধিকাংশই মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট।

মিয়ানমারে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ও তাঁর স্বামীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত আদালত। ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তাঁর স্বামী তেইন লিনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভিকি বোম্যান ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর স্বামী প্রখ্যাত চিত্রকর তিয়েন লিন মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। গত সপ্তাহেই তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয় মিয়ানমারের অভিবাসন আইন ভঙ্গ করার অভিযোগে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাঁদের এক বছরের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক মিং য়ু হাহ এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, বিষয়টি আশঙ্কাজনক। তিনি আরও বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনীর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে লোকদের গ্রেপ্তার করে জেলে পাঠানোর জঘন্য ইতিহাস রয়েছে।’
বার্মিজ ভাষায় সুদক্ষ ভিকি বোম্যান ১৯৯০ সালে মিয়ানমারের ব্রিটিশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। সর্বশেষ দেশটিতে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষ করার পর থেকেই তিনি সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অন্যদিকে তাঁর স্বামী তিয়েন লিন মিয়ানমারের অন্যতম বিখ্যাত চিত্রকর। এর আগেও তিনি ১৯৯৮ সালে সামরিক শাসনের সময় ছয় বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
এর আগে জান্তা সরকার জানিয়েছিল, ওই দম্পতি তাদের নতুন ঠিকানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে দেশটির অভিবাসন আইন ভঙ্গ করেছেন এবং এই অপরাধেই তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে এমন এক সময়ে এই দণ্ডাদেশ এল, যখন দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোর অধিকাংশই মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট।

বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
১৮ মিনিট আগে
তলানিতে নামা জন্মহার টেনে তুলতে এবার এক বিচিত্র কৌশল নিয়েছে চীনা সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর বা ভ্যাট কার্যকর করা হয়েছে। বিপরীতে, শিশুর যত্ন, বিবাহসংক্রান্ত ও বয়স্কদের সেবাকে ভ্যাটমুক্ত ঘোষণা করেছে বেইজিং।
৩০ মিনিট আগে
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে