আজকের পত্রিকা ডেস্ক

ফিলিপাইনের পুলিশ দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই পদক্ষেপ নেওয়া হলো। স্থানীয় সময় আজ মঙ্গলবার তাঁকে ম্যানিলা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হংকং থেকে ফিলিপাইনে ফেরার পরপরই ম্যানিলা বন্দরে তাঁকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। আইসিসি দুতার্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট থাকাকালীন মাদকবিরোধী অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে।
দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি দায়িত্বে থাকাকালে তাঁর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়। ৭৯ বছর বয়সী দুতার্তে এর আগে সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, তিনি কারাগারে যেতে প্রস্তুত।
দুতার্তের সাবেক মুখপাত্র সালভাদর প্যানেলো এই গ্রেপ্তারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ফিলিপাইন এরই মধ্যে নিজেদের আইসিসি থেকে প্রত্যাহার করেছে নিয়েছে। তাই এই গ্রেপ্তার বৈধ নয়। তবে আইসিসি জানিয়েছে, দেশটি সদস্যপদ বাতিলের আগে সংঘটিত অপরাধের ক্ষেত্রে আদালতের এখতিয়ার বহাল আছে।
দুতার্তে হংকংয়ে গিয়েছিলেন আসন্ন ১২ মে মধ্যবর্তী নির্বাচনের জন্য তাঁর পক্ষের সিনেট সদস্য প্রার্থীদের প্রচারণার উদ্দেশ্যে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন এবং হাঁটার জন্য একটি লাঠির সাহায্য নিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ‘সুস্থ’ আছেন এবং সরকারি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
ফিলিপাইনের অন্যতম বৃহৎ শহরের সাবেক এই মেয়র অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তবে সমালোচকদের অভিযোগ, তাঁর মাদকবিরোধী অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করেছে এবং বহু মাদক সন্দেহভাজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। দুতার্তে এই অভিযোগ অস্বীকার করেছেন।
দুতার্তে নিজেকে সাধারণ মানুষের পক্ষে শক্তিশালী ও বিদ্রোহী মনোভাবাপন্ন নেতা হিসেবে উপস্থাপন করেন, যা তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং মিন্দানাও দ্বীপ থেকে নির্বাচিত ফিলিপাইনের প্রথম প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম করে। তাঁর কন্যা সারা দুতার্তে বর্তমানে ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে পালন করছেন।

ফিলিপাইনের পুলিশ দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই পদক্ষেপ নেওয়া হলো। স্থানীয় সময় আজ মঙ্গলবার তাঁকে ম্যানিলা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হংকং থেকে ফিলিপাইনে ফেরার পরপরই ম্যানিলা বন্দরে তাঁকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। আইসিসি দুতার্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট থাকাকালীন মাদকবিরোধী অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে।
দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি দায়িত্বে থাকাকালে তাঁর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়। ৭৯ বছর বয়সী দুতার্তে এর আগে সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, তিনি কারাগারে যেতে প্রস্তুত।
দুতার্তের সাবেক মুখপাত্র সালভাদর প্যানেলো এই গ্রেপ্তারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ফিলিপাইন এরই মধ্যে নিজেদের আইসিসি থেকে প্রত্যাহার করেছে নিয়েছে। তাই এই গ্রেপ্তার বৈধ নয়। তবে আইসিসি জানিয়েছে, দেশটি সদস্যপদ বাতিলের আগে সংঘটিত অপরাধের ক্ষেত্রে আদালতের এখতিয়ার বহাল আছে।
দুতার্তে হংকংয়ে গিয়েছিলেন আসন্ন ১২ মে মধ্যবর্তী নির্বাচনের জন্য তাঁর পক্ষের সিনেট সদস্য প্রার্থীদের প্রচারণার উদ্দেশ্যে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন এবং হাঁটার জন্য একটি লাঠির সাহায্য নিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ‘সুস্থ’ আছেন এবং সরকারি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
ফিলিপাইনের অন্যতম বৃহৎ শহরের সাবেক এই মেয়র অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তবে সমালোচকদের অভিযোগ, তাঁর মাদকবিরোধী অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করেছে এবং বহু মাদক সন্দেহভাজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। দুতার্তে এই অভিযোগ অস্বীকার করেছেন।
দুতার্তে নিজেকে সাধারণ মানুষের পক্ষে শক্তিশালী ও বিদ্রোহী মনোভাবাপন্ন নেতা হিসেবে উপস্থাপন করেন, যা তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং মিন্দানাও দ্বীপ থেকে নির্বাচিত ফিলিপাইনের প্রথম প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম করে। তাঁর কন্যা সারা দুতার্তে বর্তমানে ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে পালন করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৩ ঘণ্টা আগে