Ajker Patrika

ট্রাম্পের আদর্শে অস্ট্রেলিয়ায় নতুন দলের ঘোষণা দিলেন বিলিয়নিয়ার

ট্রাম্পের আদর্শে অস্ট্রেলিয়ায় নতুন দলের ঘোষণা দিলেন বিলিয়নিয়ার
অস্ট্রেলিয়ার খনি ব্যবসায়ী ও বিলিয়নিয়ার ক্লাইভ পামার। ছবি: দ্য ইনডিপেনডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে অনুপ্রাণিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন অস্ট্রেলিয়ার খনি ব্যবসায়ী ও বিলিয়নিয়ার ক্লাইভ পামার। দেশটিতে কিছুদিনের মধ্যেই ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার ‘ট্রাম্পেট অব প্যাট্রিয়টস’ নামের দলটি যাত্রা শুরু করেছে।

নতুন দলের বিষয়ে ক্যানবেরার পার্লামেন্ট হাউসে সাংবাদিকদের উদ্দেশে পামার বলেন, ‘ট্রাম্পেট অব প্যাট্রিয়টস অস্ট্রেলিয়ানদের স্বার্থকে সবার আগে রাখবে এবং অস্ট্রেলিয়াকে আবার মহান করে তুলবে।’

পাশাপাশি তিনি সরকারি ব্যয় কমানো ও রক্ষণশীল নীতির পক্ষে দলের অবস্থান নিশ্চিত করেছেন। পামার জানান, দলটি ‘ড্রেইন দ্য সোয়াম্প’ নীতিতে বিশ্বাসী। এটির সঙ্গে ট্রাম্পের প্রশাসনিক কাঠামো ছোট করার পরিকল্পনার মিল রয়েছে।

পামার বলেন, ‘আমরা মনে করি, ডোনাল্ড ট্রাম্প সরকারি ব্যয় কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন।’

অস্ট্রেলিয়ায় ব্যাপক অভিবাসনের সমালোচনা করেন পামার। পাশাপাশি জানান, তাঁর দল শুধুমাত্র পুরুষ ও নারী—এই দুটি লিঙ্গকে স্বীকৃতি দেবে, যা ট্রাম্পের মতাদর্শের সঙ্গেও সংগতিপূর্ণ।

বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, পামারের দলটি অস্ট্রেলিয়ার নিম্নকক্ষের ১৫০টি আসন এবং উচ্চকক্ষের (সিনেট) জন্যও প্রার্থী মনোনয়ন দেবে। তবে নিজের প্রার্থিতা সম্পর্কে পামার বলেন, ‘আমি নির্বাচনে লড়াইয়ের জন্য অনেক বেশি বুড়ো।’ তবে তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

ফোর্বস-এর তথ্যানুসারে, বর্তমানে ২.১ বিলিয়ন ডলার সম্পদের মালিক পামার অতীতে ডানপন্থী ‘ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টি’ পরিচালনা করতেন এবং ২০১৩ থেকে তিন বছর পার্লামেন্টের নিম্নকক্ষে আইনপ্রণেতা ছিলেন। গত নির্বাচনে ওই পার্টির প্রচারণায় তিনি ১০ কোটি অস্ট্রেলিয়ান ডলার খরচ করেছিলেন। তবে বিপুল খরচের পরও সেই পার্টি থেকে মাত্র একজন সিনেটর জয়ী হয়েছিলেন।

চলতি বছর যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টি পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। এরপরই নতুন দল গঠনের সিদ্ধান্ত নেন পামার।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। তবে এটি মার্চের শুরুতেও হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত