
ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবে দেখবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকার পতনের বিষয়ে মার্কিন কংগ্রেসে শুনানিতে এমনটি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে ব্লিঙ্কেন বলেন, পাকিস্তানের বেশ কিছু স্বার্থ রয়েছে যা কিছু আমাদের সঙ্গে বিরোধপূর্ণ। এর মধ্যে একটি হলো তালেবান সদস্যদের আশ্রয় দেওয়া।
মার্কিন আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়ে প্রশ্ন করলে ব্লিঙ্কেন বলেন, শিগগিরই মার্কিন প্রশাসন এটি করবে।
এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান গত ২০ বছরে যা করেছে ও আমরা আগামী দিনগুলোতে এই দেশটিকে কেমন দেখতে চাই এবং তারা এর জন্য কী নিতে চায় তা নিয়ে আমরা ভবিষ্যতে ভেবে দেখব।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলার ১৩ মার্কিন সেনা নিহত হন। অভিযোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুনানিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ব্লিঙ্কেন বলেন, আফগানিস্তানে সেনারা আরও বেশি দিন থাকলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হতো না।
গত ২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ছয় হাজারের বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া মার্কিন সেনাদের হাতে মৃত্যু হয়েছে এক লাখের বেশি আফগান জনগণের। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে খরচ করেছে দুই ট্রিলিয়নের বেশি মার্কিন ডলার।

ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবে দেখবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকার পতনের বিষয়ে মার্কিন কংগ্রেসে শুনানিতে এমনটি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে ব্লিঙ্কেন বলেন, পাকিস্তানের বেশ কিছু স্বার্থ রয়েছে যা কিছু আমাদের সঙ্গে বিরোধপূর্ণ। এর মধ্যে একটি হলো তালেবান সদস্যদের আশ্রয় দেওয়া।
মার্কিন আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়ে প্রশ্ন করলে ব্লিঙ্কেন বলেন, শিগগিরই মার্কিন প্রশাসন এটি করবে।
এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান গত ২০ বছরে যা করেছে ও আমরা আগামী দিনগুলোতে এই দেশটিকে কেমন দেখতে চাই এবং তারা এর জন্য কী নিতে চায় তা নিয়ে আমরা ভবিষ্যতে ভেবে দেখব।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলার ১৩ মার্কিন সেনা নিহত হন। অভিযোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুনানিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ব্লিঙ্কেন বলেন, আফগানিস্তানে সেনারা আরও বেশি দিন থাকলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হতো না।
গত ২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ছয় হাজারের বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া মার্কিন সেনাদের হাতে মৃত্যু হয়েছে এক লাখের বেশি আফগান জনগণের। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে খরচ করেছে দুই ট্রিলিয়নের বেশি মার্কিন ডলার।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
১ ঘণ্টা আগে
সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
২ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে