
রাশিয়ার কাছ থেকে প্রথম চালানে দুটি সুখোই যুদ্ধবিমান পেয়েছে মিয়ানমার। দেশটি রাশিয়ার কাছ থেকে আরও চারটি সুখোই যুদ্ধবিমান পাবে। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রুশ সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছেন। পরে আরআইএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্টকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে যোগ দিতে যাওয়া মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান বলেন, ‘এরই মধ্যে দুটি যুদ্ধবিমানের চালান মিয়ানমারে পৌঁছেছে।’ রাশিয়া প্রতিবছর মিত্র দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ উৎসাহিত করতে এই ফোরামের আয়োজন করে থাকে।
আরআইএ প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রাশিয়া সফরে গেলে দেশটির সঙ্গে সুখোইয়ের এসইউ-৩০এসএমই যুদ্ধবিমান কেনার চুক্তি করে। সে সময় দেশটি রাশিয়ার কাছ থেকে ৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল।
রুশ রাষ্ট্রায়ত্ত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরনএক্সপোর্টের মতে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এসএমই যুদ্ধবিমানগুলো আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে আকাশে আক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ছাড়া, অন্য কোনো যুদ্ধবিমান থেকে পাইলট পুনরুদ্ধার, পাইলট প্রশিক্ষণসহ বিভিন্ন কাজেও ব্যবহার করা যায়।
এদিকে, চার্লি থান জানিয়েছেন—ইস্টার্ন ইকোনমিক ফোরামে মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে পর্যটন খাতের বিকাশের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার কাছ থেকে প্রথম চালানে দুটি সুখোই যুদ্ধবিমান পেয়েছে মিয়ানমার। দেশটি রাশিয়ার কাছ থেকে আরও চারটি সুখোই যুদ্ধবিমান পাবে। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রুশ সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছেন। পরে আরআইএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্টকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে যোগ দিতে যাওয়া মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান বলেন, ‘এরই মধ্যে দুটি যুদ্ধবিমানের চালান মিয়ানমারে পৌঁছেছে।’ রাশিয়া প্রতিবছর মিত্র দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ উৎসাহিত করতে এই ফোরামের আয়োজন করে থাকে।
আরআইএ প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রাশিয়া সফরে গেলে দেশটির সঙ্গে সুখোইয়ের এসইউ-৩০এসএমই যুদ্ধবিমান কেনার চুক্তি করে। সে সময় দেশটি রাশিয়ার কাছ থেকে ৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল।
রুশ রাষ্ট্রায়ত্ত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরনএক্সপোর্টের মতে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এসএমই যুদ্ধবিমানগুলো আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে আকাশে আক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ছাড়া, অন্য কোনো যুদ্ধবিমান থেকে পাইলট পুনরুদ্ধার, পাইলট প্রশিক্ষণসহ বিভিন্ন কাজেও ব্যবহার করা যায়।
এদিকে, চার্লি থান জানিয়েছেন—ইস্টার্ন ইকোনমিক ফোরামে মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে পর্যটন খাতের বিকাশের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে