
পুরস্কার বিজয়ী শেফ ও মাস্টারশেফ অস্ট্রেলিয়ার উপস্থাপক জক জোনফ্রিলো মারা গেছেন। মাত্র ৪৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু হলো।
স্কটল্যান্ডের এই নাগরিক অস্ট্রেলিয়ায় নিজের রেস্তোঁরা খোলার আগে বিশ্বের বিখ্যাত রেস্তোঁরাগুলোতে কাজ করেছেন।
মাস্টারশেফের ২০২৩ সিজনের প্রিমিয়ার সম্প্রচার করার দিনই অনুষ্ঠান সম্প্রচারমাধ্যম নেটওয়ার্ক ১০ এই বিখ্যাত শেফের মৃত্যুর সংবাদ দেয়।
জোনফ্রিলো স্ত্রী লরেন ফ্রাইড ও চার সন্তান রেখে গেছেন।
সোমবার (১ মে) ভোরে জোনফ্রিলোকে মেলবোর্নের একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যু সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
তার মৃত্যু রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত এবং বিনোদন জগতের মানুষদের শোকাহত করেছে। সেলিব্রিটি শেফ জেমি অলিভার ও গর্ডন রামসের পাশাপাশি সাবেক মাস্টারশেফ প্রতিযোগীরা শোক জানিয়েছেন।
জেমি অলিভারের এবারের সিজন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল। সম্প্রতি জোনফ্রিলো অন্য দুই বিচারক মেলিসা লিওং ও অ্যান্ডি অ্যালেনের সঙ্গে একটি গ্রুপ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
১৯৭৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে জোনফ্রিলোর জন্ম। মাত্র ১২ বছর বয়সে তাঁর রান্নাঘরে হাতেখড়ি। ১৫ বছর বয়সে বিলাসবহুল স্কটিশ রিসোর্ট টার্নবেরি হোটেলে কাজ করার জন্য সর্বকনিষ্ঠ শিক্ষানবিশ হিসেবে যুক্ত হন।
এর দুই বছর পর বিখ্যাত হাইড পার্ক হোটেলে ব্রিটিশ শেফ মার্কো পিয়ের হোয়াইটের সঙ্গে কাজ শুরু করেন।
কম বয়সে এত সাফল্যের পরও জোনফ্রিলো সাক্ষাৎকারে বলেছিলেন, কিশোর বয়সে ভেঙে পড়েছিলেন। ঘর থেকে বেরিয়ে হেরোইন আসক্তির খপ্পরে পড়েছিলেন। ২০২১ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘লাস্ট শট’-এ মাদকাসক্তির সঙ্গে তাঁর সংগ্রামের কথা লিখেছেন।
২০০০ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার পরই জীবনের নতুন অধ্যায় শুরু করেন জোনফ্রিলো। বেশ কয়েকটি রেস্তোরাঁ খুলেছিলেন। তবে সবচেয়ে সফলটি অ্যাডিলেডে অবস্থিত, পুরস্কার বিজয়ী রেস্তোরাঁ ওরানা। এটি ২০১৩ সালে শুরু করেন জোনফ্রিলো।
২০১৯ সালে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার জন্য উপস্থাপক হিসেবে জোনফ্রিলোর নাম ঘোষণা করা হয়।
অবশ্য জোনফ্রিলোর ক্যারিয়ারে বিতর্কও ছিল। তাঁর রেস্তোরাঁ ওরানা ২০২০ সালে বন্ধ হয়ে যায়। মিলিয়ন ডলারের ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে বন্ধ করে দিতে হয়। স্মৃতিকথা ‘লাস্ট শট’–এ বর্ণিত তথ্যগুলো সঠিক নয় বলে সমালোচনা করেছেন মার্কো পিয়ের হোয়াইটসহ তাঁর সাবেক সহকর্মীরা।

পুরস্কার বিজয়ী শেফ ও মাস্টারশেফ অস্ট্রেলিয়ার উপস্থাপক জক জোনফ্রিলো মারা গেছেন। মাত্র ৪৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু হলো।
স্কটল্যান্ডের এই নাগরিক অস্ট্রেলিয়ায় নিজের রেস্তোঁরা খোলার আগে বিশ্বের বিখ্যাত রেস্তোঁরাগুলোতে কাজ করেছেন।
মাস্টারশেফের ২০২৩ সিজনের প্রিমিয়ার সম্প্রচার করার দিনই অনুষ্ঠান সম্প্রচারমাধ্যম নেটওয়ার্ক ১০ এই বিখ্যাত শেফের মৃত্যুর সংবাদ দেয়।
জোনফ্রিলো স্ত্রী লরেন ফ্রাইড ও চার সন্তান রেখে গেছেন।
সোমবার (১ মে) ভোরে জোনফ্রিলোকে মেলবোর্নের একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যু সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
তার মৃত্যু রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত এবং বিনোদন জগতের মানুষদের শোকাহত করেছে। সেলিব্রিটি শেফ জেমি অলিভার ও গর্ডন রামসের পাশাপাশি সাবেক মাস্টারশেফ প্রতিযোগীরা শোক জানিয়েছেন।
জেমি অলিভারের এবারের সিজন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল। সম্প্রতি জোনফ্রিলো অন্য দুই বিচারক মেলিসা লিওং ও অ্যান্ডি অ্যালেনের সঙ্গে একটি গ্রুপ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
১৯৭৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে জোনফ্রিলোর জন্ম। মাত্র ১২ বছর বয়সে তাঁর রান্নাঘরে হাতেখড়ি। ১৫ বছর বয়সে বিলাসবহুল স্কটিশ রিসোর্ট টার্নবেরি হোটেলে কাজ করার জন্য সর্বকনিষ্ঠ শিক্ষানবিশ হিসেবে যুক্ত হন।
এর দুই বছর পর বিখ্যাত হাইড পার্ক হোটেলে ব্রিটিশ শেফ মার্কো পিয়ের হোয়াইটের সঙ্গে কাজ শুরু করেন।
কম বয়সে এত সাফল্যের পরও জোনফ্রিলো সাক্ষাৎকারে বলেছিলেন, কিশোর বয়সে ভেঙে পড়েছিলেন। ঘর থেকে বেরিয়ে হেরোইন আসক্তির খপ্পরে পড়েছিলেন। ২০২১ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘লাস্ট শট’-এ মাদকাসক্তির সঙ্গে তাঁর সংগ্রামের কথা লিখেছেন।
২০০০ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার পরই জীবনের নতুন অধ্যায় শুরু করেন জোনফ্রিলো। বেশ কয়েকটি রেস্তোরাঁ খুলেছিলেন। তবে সবচেয়ে সফলটি অ্যাডিলেডে অবস্থিত, পুরস্কার বিজয়ী রেস্তোরাঁ ওরানা। এটি ২০১৩ সালে শুরু করেন জোনফ্রিলো।
২০১৯ সালে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার জন্য উপস্থাপক হিসেবে জোনফ্রিলোর নাম ঘোষণা করা হয়।
অবশ্য জোনফ্রিলোর ক্যারিয়ারে বিতর্কও ছিল। তাঁর রেস্তোরাঁ ওরানা ২০২০ সালে বন্ধ হয়ে যায়। মিলিয়ন ডলারের ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে বন্ধ করে দিতে হয়। স্মৃতিকথা ‘লাস্ট শট’–এ বর্ণিত তথ্যগুলো সঠিক নয় বলে সমালোচনা করেছেন মার্কো পিয়ের হোয়াইটসহ তাঁর সাবেক সহকর্মীরা।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৫ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে