
‘মননশীলতার পিতা’ হিসেবে পরিচিত প্রভাবশালী ভিয়েতনামের বৌদ্ধ সন্ন্যাসী থিচ নাট হ্যন মারা গেছেন। আজ শনিবার ভিয়েতনামের হিউয়ের তু হিউ মন্দিরে ৯৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আজ তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়ে পাঁচ দিনে শেষ হবে।
থিচ নাট হ্যনের জেন (ধ্যান) শিক্ষাদানকারী সংস্থা প্লাম ভিলেজের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ভিয়েতনামের হিউয়ের তু হিউ মন্দিরে সন্ন্যাসী ‘শান্তিপূর্ণভাবে মারা গেছেন’। এক টুইটে হ্যনকে সবার হৃদয়ে ধারণের আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হ্যন একজন বিশিষ্ট লেখক ও শান্তিকর্মী। তাঁকে প্রায়ই ‘মননশীলতার পিতা’ হিসেবে উল্লেখ করা হয়। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি মার্টিন লুথার কিংয়ের সঙ্গে দেখা করেন, নাগরিক অধিকার আন্দোলনকারী এই নেতাকে সংঘাতের বিরুদ্ধে কথা বলতে রাজি করান। যুদ্ধের বিরোধিতা করায় ১৯৬০ সালে তিনি ভিয়েতনাম থেকে নির্বাসিত হন। তবে লুথার কিং তাঁকে নাম দেন ‘শান্তি ও অহিংসার প্রেরিত’।
নির্বাসিত হওয়ার পর এই সন্ন্যাসী কয়েক দশক ফ্রান্সে কাটিয়েছিলেন এবং বিশ্বজুড়ে মঠ ও ধ্যান কেন্দ্র স্থাপন করেছেন, যা প্লাম ভিলেজ ট্র্যাডিশন নামে পরিচিত। তিনি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত স্পিকিং ট্যুরে ভ্রমণ করেছেন, মননশীলতার অনুশীলন সম্পর্কে কথা বলেছেন। জীবদ্দশায় তিনি ১০০টিরও বেশি বই লিখেছেন, যা ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার শেষ বইটি প্রকাশিত হয় ২০২১ সালের অক্টোবরে। হ্যন নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন।
তবে ভিয়েতনামের কমিউনিস্ট সরকার দ্বারা ২০০৯ সালে তাঁর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। বাধ্য হয়ে লাম ডংয়ের জেন কেন্দ্র বন্ধ করে দিতে হয়। পরে ২০১৮ সালে তিনি ভিয়েতনামে ফিরে আসেন এবং কর্তৃপক্ষ তাঁকে জীবনের শেষ দিনগুলো তু হিউ মন্দিরে কাটানোর অনুমতি দেয়। এই মন্দিরেই তাঁর মৃত্যু হলো।

‘মননশীলতার পিতা’ হিসেবে পরিচিত প্রভাবশালী ভিয়েতনামের বৌদ্ধ সন্ন্যাসী থিচ নাট হ্যন মারা গেছেন। আজ শনিবার ভিয়েতনামের হিউয়ের তু হিউ মন্দিরে ৯৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আজ তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়ে পাঁচ দিনে শেষ হবে।
থিচ নাট হ্যনের জেন (ধ্যান) শিক্ষাদানকারী সংস্থা প্লাম ভিলেজের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ভিয়েতনামের হিউয়ের তু হিউ মন্দিরে সন্ন্যাসী ‘শান্তিপূর্ণভাবে মারা গেছেন’। এক টুইটে হ্যনকে সবার হৃদয়ে ধারণের আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হ্যন একজন বিশিষ্ট লেখক ও শান্তিকর্মী। তাঁকে প্রায়ই ‘মননশীলতার পিতা’ হিসেবে উল্লেখ করা হয়। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি মার্টিন লুথার কিংয়ের সঙ্গে দেখা করেন, নাগরিক অধিকার আন্দোলনকারী এই নেতাকে সংঘাতের বিরুদ্ধে কথা বলতে রাজি করান। যুদ্ধের বিরোধিতা করায় ১৯৬০ সালে তিনি ভিয়েতনাম থেকে নির্বাসিত হন। তবে লুথার কিং তাঁকে নাম দেন ‘শান্তি ও অহিংসার প্রেরিত’।
নির্বাসিত হওয়ার পর এই সন্ন্যাসী কয়েক দশক ফ্রান্সে কাটিয়েছিলেন এবং বিশ্বজুড়ে মঠ ও ধ্যান কেন্দ্র স্থাপন করেছেন, যা প্লাম ভিলেজ ট্র্যাডিশন নামে পরিচিত। তিনি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত স্পিকিং ট্যুরে ভ্রমণ করেছেন, মননশীলতার অনুশীলন সম্পর্কে কথা বলেছেন। জীবদ্দশায় তিনি ১০০টিরও বেশি বই লিখেছেন, যা ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার শেষ বইটি প্রকাশিত হয় ২০২১ সালের অক্টোবরে। হ্যন নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন।
তবে ভিয়েতনামের কমিউনিস্ট সরকার দ্বারা ২০০৯ সালে তাঁর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। বাধ্য হয়ে লাম ডংয়ের জেন কেন্দ্র বন্ধ করে দিতে হয়। পরে ২০১৮ সালে তিনি ভিয়েতনামে ফিরে আসেন এবং কর্তৃপক্ষ তাঁকে জীবনের শেষ দিনগুলো তু হিউ মন্দিরে কাটানোর অনুমতি দেয়। এই মন্দিরেই তাঁর মৃত্যু হলো।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
১৯ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
১ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে