
মিয়ানমার উপকূলের কাছে নৌকা ডুবে শিশুসহ ১৭ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৫০ জন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, খারাপ আবহওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে প্রায় ৯০ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর স্রোতে বেশ কিছু মরদেহ মিয়ানমারের রাখাইন রাজ্যের সমুদ্র উপকূলে ভেসে আসে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা আরও জানাচ্ছে, মুসলিম-অধ্যুষিত রাখাইন প্রদেশের রাজধানী সিতওয়ে থেকে ১৯ মে নৌকাটি মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। কয়েক দিন পর বাজে আবহওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুন জানিয়েছেন, রাখাইনের দক্ষিণাঞ্চলের থাপেই মাও দ্বীপ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওই নৌকাটির সন্ধান পাওয়া গেছে। তিনি বলেছেন, ‘নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এরই মধ্যে ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। একই সঙ্গে, মানব পাচারকারী দলের বেশ কয়েকজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।’
জাতিসংঘের শরণার্থী সংস্থা এই ঘটনাকে ‘ভায়বহ এবং দুখঃজনক’ বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত্তে বলেছেন, ‘সর্বশেষ এই ট্র্যাজেডি আমাদের আবারও একবার দেখিয়ে দিল যে—মিয়ানমারের রোহিঙ্গারা এই এলাকায় কী ধরনের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে।’
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কারণে বিগত পাঁচ বছরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। তাদের অধিকাংশই আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

মিয়ানমার উপকূলের কাছে নৌকা ডুবে শিশুসহ ১৭ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৫০ জন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, খারাপ আবহওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে প্রায় ৯০ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর স্রোতে বেশ কিছু মরদেহ মিয়ানমারের রাখাইন রাজ্যের সমুদ্র উপকূলে ভেসে আসে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা আরও জানাচ্ছে, মুসলিম-অধ্যুষিত রাখাইন প্রদেশের রাজধানী সিতওয়ে থেকে ১৯ মে নৌকাটি মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। কয়েক দিন পর বাজে আবহওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুন জানিয়েছেন, রাখাইনের দক্ষিণাঞ্চলের থাপেই মাও দ্বীপ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওই নৌকাটির সন্ধান পাওয়া গেছে। তিনি বলেছেন, ‘নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এরই মধ্যে ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। একই সঙ্গে, মানব পাচারকারী দলের বেশ কয়েকজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।’
জাতিসংঘের শরণার্থী সংস্থা এই ঘটনাকে ‘ভায়বহ এবং দুখঃজনক’ বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত্তে বলেছেন, ‘সর্বশেষ এই ট্র্যাজেডি আমাদের আবারও একবার দেখিয়ে দিল যে—মিয়ানমারের রোহিঙ্গারা এই এলাকায় কী ধরনের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে।’
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কারণে বিগত পাঁচ বছরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। তাদের অধিকাংশই আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

পাকিস্তানের একটি বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) দেশটির আটজন সুপরিচিত সাংবাদিক, ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্লেষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে অনলাইন কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার অভিযোগে আজ শুক্রবার (২ জানুয়ারি) তাঁদের
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সাম্প্রতিক মাসগুলোতে অন্তত পাঁচজন মার্কিন নাগরিককে আটক করেছে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
গত দুই দশক ধরে মার-এ-লাগোতে নববর্ষের এই আয়োজন ট্রাম্পের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। অতীতে মারথা স্টুয়ার্ট, সেরেনা উইলিয়ামস এবং টাইগার উডসের মতো তারকারা এখানে অংশ নিয়েছেন।
৩ ঘণ্টা আগে
ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে টানা আটবার স্বীকৃতি পেয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। তবে এবার এই পরিচ্ছন্ন শহরেই পানীয় জলের ভয়াবহ দূষণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে