
রাষ্ট্রীয় সফরে চীনে সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার আলোচিত মাল্টি বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’ নিয়ে বড় ধরনের একটি সম্মেলনের আয়োজন করে চীন। পুতিনসহ বেশ কয়েকজন বিশ্বনেতা এবং সহস্রাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক গ্রেট হলে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। পরে তিনি পুতিনকে নিয়ে সম্মেলনের মূল স্টেজে গিয়ে বসেন। একপর্যায়ে পুতিন ভাষণ শুরু করার আগমুহূর্তে সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যান একদল প্রতিনিধি। এসব প্রতিনিধির একটি বড় অংশ ছিলেন ইউরোপীয়।
আজ বৃহস্পতিবার রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের ভাষণ উপেক্ষা করে গ্রেট হল ছেড়ে যাওয়া ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জ্যঁ পিয়েরে রাফারিনও।
সম্মেলনের একটি ভিডিওতেও দেখা গেছে, সি চিন পিং বক্তব্য দেওয়ার পর পুতিনের বক্তব্য শুরুর আগে রাফারিন ও অন্য প্রতিনিধিরা গ্রেট হল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
আরেকটি ভিডিও ক্লিপে দেখা গেছে, বেশ কয়েকজন সহযোগী বেষ্টিত হয়ে আছেন পুতিন। একজনের হাতে তাঁর তথাকথিত সেই পারমাণবিক ব্রিফকেসও ছিল। বলা হয়ে থাকে, পারমাণবিক হামলার নির্দেশ দিতে এই ব্রিফকেস ব্যবহার করেন রুশ প্রেসিডেন্ট।
চীনে আমন্ত্রণ জানানোর জন্য সি চিন পিংকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন পুতিন। তিনি বলেন, চীনের প্রাচীন সিল্ক রোডের আধুনিক সংস্করণের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া।
গত মঙ্গলবার চীনের বেইজিংয়ে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন থেকে রাশিয়ায় অবৈধভাবে অসংখ্য শিশু নিয়ে যাওয়ার অভিযোগে গত মার্চে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই পরোয়ানার পর থেকে দ্বিতীয় কোনো দেশ হিসেবে চীন সফর করেছেন পুতিন।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় যে গুটি কয়েক দেশে পুতিন নির্বিঘ্নে যেতে পারেন তার মধ্যে চীন একটি। কারণ, আইসিসির চুক্তিতে চীন এখনো স্বাক্ষর করেনি।

রাষ্ট্রীয় সফরে চীনে সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার আলোচিত মাল্টি বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’ নিয়ে বড় ধরনের একটি সম্মেলনের আয়োজন করে চীন। পুতিনসহ বেশ কয়েকজন বিশ্বনেতা এবং সহস্রাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক গ্রেট হলে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। পরে তিনি পুতিনকে নিয়ে সম্মেলনের মূল স্টেজে গিয়ে বসেন। একপর্যায়ে পুতিন ভাষণ শুরু করার আগমুহূর্তে সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যান একদল প্রতিনিধি। এসব প্রতিনিধির একটি বড় অংশ ছিলেন ইউরোপীয়।
আজ বৃহস্পতিবার রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের ভাষণ উপেক্ষা করে গ্রেট হল ছেড়ে যাওয়া ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জ্যঁ পিয়েরে রাফারিনও।
সম্মেলনের একটি ভিডিওতেও দেখা গেছে, সি চিন পিং বক্তব্য দেওয়ার পর পুতিনের বক্তব্য শুরুর আগে রাফারিন ও অন্য প্রতিনিধিরা গ্রেট হল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
আরেকটি ভিডিও ক্লিপে দেখা গেছে, বেশ কয়েকজন সহযোগী বেষ্টিত হয়ে আছেন পুতিন। একজনের হাতে তাঁর তথাকথিত সেই পারমাণবিক ব্রিফকেসও ছিল। বলা হয়ে থাকে, পারমাণবিক হামলার নির্দেশ দিতে এই ব্রিফকেস ব্যবহার করেন রুশ প্রেসিডেন্ট।
চীনে আমন্ত্রণ জানানোর জন্য সি চিন পিংকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন পুতিন। তিনি বলেন, চীনের প্রাচীন সিল্ক রোডের আধুনিক সংস্করণের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া।
গত মঙ্গলবার চীনের বেইজিংয়ে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন থেকে রাশিয়ায় অবৈধভাবে অসংখ্য শিশু নিয়ে যাওয়ার অভিযোগে গত মার্চে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই পরোয়ানার পর থেকে দ্বিতীয় কোনো দেশ হিসেবে চীন সফর করেছেন পুতিন।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় যে গুটি কয়েক দেশে পুতিন নির্বিঘ্নে যেতে পারেন তার মধ্যে চীন একটি। কারণ, আইসিসির চুক্তিতে চীন এখনো স্বাক্ষর করেনি।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে