
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এবার সেই কানজুরুহান স্টেডিয়ামটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ফিফার মানদণ্ড অনুযায়ী কানজুরুহান স্টেডিয়ামটি ভেঙে পুনর্নির্মাণ করা হবে। নতুন নির্মিত স্টেডিয়ামে খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা থাকবে।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দেশের ফুটবলের ‘সংস্কার ও রূপান্তর’ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান জোকো উইদোদো।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার সকল জনগণকে এটি নিশ্চিত করতে চাই, ফিফা আপনাদের সঙ্গে আছে। ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফিফা।’
উল্লেখ্য, আগামী ইন্দোনেশিয়ায় এক বছর পর অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।
স্থানীয় পুলিশ জানায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এবার সেই কানজুরুহান স্টেডিয়ামটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ফিফার মানদণ্ড অনুযায়ী কানজুরুহান স্টেডিয়ামটি ভেঙে পুনর্নির্মাণ করা হবে। নতুন নির্মিত স্টেডিয়ামে খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা থাকবে।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দেশের ফুটবলের ‘সংস্কার ও রূপান্তর’ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান জোকো উইদোদো।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার সকল জনগণকে এটি নিশ্চিত করতে চাই, ফিফা আপনাদের সঙ্গে আছে। ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফিফা।’
উল্লেখ্য, আগামী ইন্দোনেশিয়ায় এক বছর পর অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।
স্থানীয় পুলিশ জানায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
১ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
১ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে