
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এবার সেই কানজুরুহান স্টেডিয়ামটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ফিফার মানদণ্ড অনুযায়ী কানজুরুহান স্টেডিয়ামটি ভেঙে পুনর্নির্মাণ করা হবে। নতুন নির্মিত স্টেডিয়ামে খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা থাকবে।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দেশের ফুটবলের ‘সংস্কার ও রূপান্তর’ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান জোকো উইদোদো।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার সকল জনগণকে এটি নিশ্চিত করতে চাই, ফিফা আপনাদের সঙ্গে আছে। ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফিফা।’
উল্লেখ্য, আগামী ইন্দোনেশিয়ায় এক বছর পর অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।
স্থানীয় পুলিশ জানায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এবার সেই কানজুরুহান স্টেডিয়ামটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ফিফার মানদণ্ড অনুযায়ী কানজুরুহান স্টেডিয়ামটি ভেঙে পুনর্নির্মাণ করা হবে। নতুন নির্মিত স্টেডিয়ামে খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা থাকবে।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দেশের ফুটবলের ‘সংস্কার ও রূপান্তর’ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান জোকো উইদোদো।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার সকল জনগণকে এটি নিশ্চিত করতে চাই, ফিফা আপনাদের সঙ্গে আছে। ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফিফা।’
উল্লেখ্য, আগামী ইন্দোনেশিয়ায় এক বছর পর অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।
স্থানীয় পুলিশ জানায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪২ মিনিট আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
১ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে