
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এবার সেই কানজুরুহান স্টেডিয়ামটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ফিফার মানদণ্ড অনুযায়ী কানজুরুহান স্টেডিয়ামটি ভেঙে পুনর্নির্মাণ করা হবে। নতুন নির্মিত স্টেডিয়ামে খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা থাকবে।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দেশের ফুটবলের ‘সংস্কার ও রূপান্তর’ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান জোকো উইদোদো।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার সকল জনগণকে এটি নিশ্চিত করতে চাই, ফিফা আপনাদের সঙ্গে আছে। ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফিফা।’
উল্লেখ্য, আগামী ইন্দোনেশিয়ায় এক বছর পর অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।
স্থানীয় পুলিশ জানায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এবার সেই কানজুরুহান স্টেডিয়ামটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ফিফার মানদণ্ড অনুযায়ী কানজুরুহান স্টেডিয়ামটি ভেঙে পুনর্নির্মাণ করা হবে। নতুন নির্মিত স্টেডিয়ামে খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা থাকবে।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দেশের ফুটবলের ‘সংস্কার ও রূপান্তর’ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান জোকো উইদোদো।
ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার সকল জনগণকে এটি নিশ্চিত করতে চাই, ফিফা আপনাদের সঙ্গে আছে। ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফিফা।’
উল্লেখ্য, আগামী ইন্দোনেশিয়ায় এক বছর পর অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ১৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।
স্থানীয় পুলিশ জানায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
৪ মিনিট আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
২৪ মিনিট আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৫ ঘণ্টা আগে