
অভাবের তাড়নায় খাদ্য বস্ত্রের ন্যূনতম চাহিদা মেটাতে নিজেদের সন্তান, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করছেন আফগানরা। জাতিসংঘে নিযুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ডেভিড ব্যাসলি জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।
২০ বছরের টানা যুদ্ধের ফলে দেশটির অর্থনীতি এবং অবকাঠামো বিধ্বস্ত। তার ওপর যুক্ত হয়েছে খরা এবং করোনা মহামারির মতো বিষয়। ফলে দেশটিতে খাদ্য এবং অন্যান্য মৌলিক উপকরণের অভাবে বিপর্যস্ত মানবজীবন। এই বিপর্যয় মোকাবিলায় আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন ডেভিড ব্যাসলি।
আফগানিস্তানের অন্তত ২ কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাদ্যাভাবের মধ্য দিয়ে যাচ্ছেন। মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি দুর্ভিক্ষের শিকার হবেন এই বছর এবং অন্তত ৯৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন।
আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি বলেন, ‘বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে দেশটি তীব্র বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে। দেশটির প্রায় ৪ কোটি মানুষের মধ্যে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।’
ওই সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি জানান তিনি এক আফগান নারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যে কিনা ক্ষুধার তাড়নায় তাঁর নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। ওই নারীর আশা, তিনি যেখানে তার কন্যাকে বিক্রি করেছেন তাঁরা হয়তো তার কন্যাকে ভালো খাদ্য বস্ত্র দিতে পারবে।
বিশ্বের বিত্তশালী ব্যক্তিদের কাছে দেশটির অবস্থা উত্তরণের আহ্বান জানিয়ে ডেভিড ব্যাসলি জানান, প্রতিদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ ৫.২ বিলিয়ন ডলার করে বাড়ছে অথচ আফগানিস্তানের মানুষ খাবার পাচ্ছেন না।

অভাবের তাড়নায় খাদ্য বস্ত্রের ন্যূনতম চাহিদা মেটাতে নিজেদের সন্তান, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করছেন আফগানরা। জাতিসংঘে নিযুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ডেভিড ব্যাসলি জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।
২০ বছরের টানা যুদ্ধের ফলে দেশটির অর্থনীতি এবং অবকাঠামো বিধ্বস্ত। তার ওপর যুক্ত হয়েছে খরা এবং করোনা মহামারির মতো বিষয়। ফলে দেশটিতে খাদ্য এবং অন্যান্য মৌলিক উপকরণের অভাবে বিপর্যস্ত মানবজীবন। এই বিপর্যয় মোকাবিলায় আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন ডেভিড ব্যাসলি।
আফগানিস্তানের অন্তত ২ কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাদ্যাভাবের মধ্য দিয়ে যাচ্ছেন। মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি দুর্ভিক্ষের শিকার হবেন এই বছর এবং অন্তত ৯৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন।
আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি বলেন, ‘বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে দেশটি তীব্র বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে। দেশটির প্রায় ৪ কোটি মানুষের মধ্যে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।’
ওই সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি জানান তিনি এক আফগান নারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যে কিনা ক্ষুধার তাড়নায় তাঁর নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। ওই নারীর আশা, তিনি যেখানে তার কন্যাকে বিক্রি করেছেন তাঁরা হয়তো তার কন্যাকে ভালো খাদ্য বস্ত্র দিতে পারবে।
বিশ্বের বিত্তশালী ব্যক্তিদের কাছে দেশটির অবস্থা উত্তরণের আহ্বান জানিয়ে ডেভিড ব্যাসলি জানান, প্রতিদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ ৫.২ বিলিয়ন ডলার করে বাড়ছে অথচ আফগানিস্তানের মানুষ খাবার পাচ্ছেন না।

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৩৮ মিনিট আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
২ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৪ ঘণ্টা আগে