Ajker Patrika

ঘুঁটি সাজাচ্ছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর

প্রতিনিধি, কলকাতা
ঘুঁটি সাজাচ্ছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর

গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। ২০১৪ সাল পর্যন্ত নরেন্দ্র মোদির কাছের লোক ছিলেন তিনি। তিনিই ছিলেন মোদিকে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রাখার অন্যতম কৌশলী। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হতেই বিজেপির সঙ্গ ত্যাগ করে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে সমতা পার্টিতে নাম লেখান। উত্তর প্রদেশের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়েও কাজ করেন তিনি। কিন্তু সাফল্য আসেনি। এরপর পশ্চিমবঙ্গে মমতাকে সাফল্য এনে দেয় তাঁর কৌশল। এবার তাঁর লক্ষ্য দিল্লি।

নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তাঁরই বিরুদ্ধে বিরোধীদের হয়ে ঘুঁটি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর। ২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই বিরোধীদের এক জোট করার চেষ্টা করছেন। জানা গেছে, তাঁর পরামর্শেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করতে আসছেন। এর আগে পিকে নিজেই দফায় দফায় বৈঠক করছেন কংগ্রেস-সহ বিরোধী দলের নেতাদের সঙ্গে। এমনকি, কংগ্রেস মহলে জল্পনা–শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটিতে নাম লেখাতে পারেন পিকে।

পিকের মতে, মোদির অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ বিজেপির। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সামান্য প্রচারক থেকে মুখ্যমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী–এই বিশাল অভিজ্ঞতা তাঁকে এগিয়ে রেখেছে। বেসরকারি একটি টিভি চ্যানেলে ভালো শ্রোতা হিসেবেও মোদির তারিফ করেছেন তিনি। কিন্তু দুর্বলতা হিসেবে মোদির মধ্যে উদারতার অভাব আছে বলে মন্তব্য করেছেন পিকে।

তাঁর মতে, পশ্চিমবঙ্গের ফর্মুলায় রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী ভোটকে এক জোট করলেই হারানো যাবে ক্ষমতাসীন দলটিকে। আর সেটি করতে হবে কংগ্রেসকে সঙ্গে নিয়েই। সেই প্রক্রিয়া শুরুও করে দিয়েছেন তিনি। ভোট কৌশলী হিসেবে নয়, এখন সরাসরি রাজনীতির লোক হিসেবেই কাজ করতে চান পিকে। বিরোধীরাও পিকের ফর্মুলায় দিল্লি জয়ের স্বপ্ন দেখছেন। সিপিএম–সহ একাধিক বামপন্থী দলের নেতারাও জানিয়ে দিয়েছেন, পিকের ফর্মুলা মেনেই তাঁরা বিজেপিকে হারাতে তৃণমূলের সঙ্গে সর্বভারতীয় রাজনীতিতে হাত মেলাতে প্রস্তুত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত