আজকের পত্রিকা ডেস্ক

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তাঁর প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ সম্পূর্ণ দায় তিনি গ্রহণ করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আইনি লড়াইয়ের প্রস্তুতি হিসেবে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দুতার্তে বলেন, ‘অতীতে যা কিছু ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা ও সেনাবাহিনীর সামনে (ঢাল হয়ে) দাঁড়াব। আমি আগেও বলেছি, আমি তোমাদের রক্ষা করব এবং আমি সবকিছুর জন্য দায়ী থাকব।’ আইসিসির বিমানে ওঠার পর এটিই তাঁর প্রথম প্রতিক্রিয়া।
এর আগে, গত মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গ্রেপ্তার করা হয় দুতার্তেকে। এরপর বুধবার তাঁকে আইসিসির হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি বন্দীশিবিরে আছেন। ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযানে হাজারো সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারী নিহত হওয়ার অভিযোগে হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ কোটি বারের বেশি দেখা হয়েছে। এ সময় তিনি একটি সাধারণ সাদা শার্ট পরে ছিলেন। ভিডিওটি সম্ভবত বিমানের ভেতরে ধারণ করা হয়েছে, কারণ নেপথ্যে বিমানের ইঞ্জিনের হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল।
এদিকে, আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। ফিলিপাইন কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করেছে...মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা মামলায় অভিযুক্ত করে।’ এতে আরও বলা হয়, কয়েক দিনের মধ্যেই তাঁকে দ্য হেগে আদালতের সামনে হাজির করা হবে প্রাথমিক শুনানির জন্য।
দুতার্তে তাঁর ভিডিওতে সমর্থকদের উদ্দেশে আরও বলেন, ‘এটি দীর্ঘ এক আইনি প্রক্রিয়া হবে। কিন্তু আমি তোমাদের বলতে চাই, আমি আমার দেশকে সেবা দিতে থাকব। আর যদি এটাই আমার নিয়তি হয়, তাই হোক। আমি ঠিক আছি, চিন্তা করো না।’
দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ডেথ স্কোয়াড গঠন, অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করেছিলেন। সম্ভবত এশীয় কোনো দেশের প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে আইসিসির বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে দুতার্তে এমন ডেথ স্কোয়াড গঠন, অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করেছিলেন, যারা সন্দেহভাজন মাদক ব্যবহারকারী ও ব্যবসায়ীদের হত্যা করেছিল। ফিলিপাইন পুলিশের হিসাবে, ৬ বছরের শাসনামলে মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ২০০ সন্দেহভাজন নিহত হয়েছে।
দুতার্তের মেয়ে ও ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে বুধবার সন্ধ্যায় দ্য হেগে পৌঁছেছেন বলে তাঁর কার্যালয় জানিয়েছে। আইনজীবী ও গবেষকেরা বলছেন, আইসিসির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এই আদালত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু এবং তাদের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই যে তারা নিজেরাই অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিপাইনের কর্তৃপক্ষ কর্তৃক দুতার্তের গ্রেপ্তারের বিষয়ে অবগত।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তাঁর প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ সম্পূর্ণ দায় তিনি গ্রহণ করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আইনি লড়াইয়ের প্রস্তুতি হিসেবে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দুতার্তে বলেন, ‘অতীতে যা কিছু ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা ও সেনাবাহিনীর সামনে (ঢাল হয়ে) দাঁড়াব। আমি আগেও বলেছি, আমি তোমাদের রক্ষা করব এবং আমি সবকিছুর জন্য দায়ী থাকব।’ আইসিসির বিমানে ওঠার পর এটিই তাঁর প্রথম প্রতিক্রিয়া।
এর আগে, গত মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গ্রেপ্তার করা হয় দুতার্তেকে। এরপর বুধবার তাঁকে আইসিসির হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি বন্দীশিবিরে আছেন। ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযানে হাজারো সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারী নিহত হওয়ার অভিযোগে হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ কোটি বারের বেশি দেখা হয়েছে। এ সময় তিনি একটি সাধারণ সাদা শার্ট পরে ছিলেন। ভিডিওটি সম্ভবত বিমানের ভেতরে ধারণ করা হয়েছে, কারণ নেপথ্যে বিমানের ইঞ্জিনের হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল।
এদিকে, আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। ফিলিপাইন কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করেছে...মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা মামলায় অভিযুক্ত করে।’ এতে আরও বলা হয়, কয়েক দিনের মধ্যেই তাঁকে দ্য হেগে আদালতের সামনে হাজির করা হবে প্রাথমিক শুনানির জন্য।
দুতার্তে তাঁর ভিডিওতে সমর্থকদের উদ্দেশে আরও বলেন, ‘এটি দীর্ঘ এক আইনি প্রক্রিয়া হবে। কিন্তু আমি তোমাদের বলতে চাই, আমি আমার দেশকে সেবা দিতে থাকব। আর যদি এটাই আমার নিয়তি হয়, তাই হোক। আমি ঠিক আছি, চিন্তা করো না।’
দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ডেথ স্কোয়াড গঠন, অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করেছিলেন। সম্ভবত এশীয় কোনো দেশের প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে আইসিসির বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে দুতার্তে এমন ডেথ স্কোয়াড গঠন, অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করেছিলেন, যারা সন্দেহভাজন মাদক ব্যবহারকারী ও ব্যবসায়ীদের হত্যা করেছিল। ফিলিপাইন পুলিশের হিসাবে, ৬ বছরের শাসনামলে মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ২০০ সন্দেহভাজন নিহত হয়েছে।
দুতার্তের মেয়ে ও ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে বুধবার সন্ধ্যায় দ্য হেগে পৌঁছেছেন বলে তাঁর কার্যালয় জানিয়েছে। আইনজীবী ও গবেষকেরা বলছেন, আইসিসির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এই আদালত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু এবং তাদের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই যে তারা নিজেরাই অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিপাইনের কর্তৃপক্ষ কর্তৃক দুতার্তের গ্রেপ্তারের বিষয়ে অবগত।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ মিনিট আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩১ মিনিট আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে