
২০১৮ সালে কাল্পনিক একটি অ্যানিমেশন চরিত্রকে বিয়ে করে শিরোনাম হয়েছিলেন এক জাপানি। এবার এই দম্পতি তাঁদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে।
যা হোক, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা ঘোষণা করেছেন কোন্ডো। ওই পোস্টে ৪ নভেম্বর বিয়ে বার্ষিকীর জন্য কেনা একটি কেকও শেয়ার করেছিলেন। কেকের বার্তায় লেখা ছিল—‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ছয় বছর পূর্তি।’
ফিকশনাল চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। চরিত্রটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ই মিকুর প্রেমে পড়ে গিয়েছিলেন কোন্ডো। কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স বর্তমানে ১৬ বছর।
জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে কোন্ডো জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু নানাভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি ফিকশনাল চরিত্রের প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।
কোন্ডো দাবি করেছেন, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর কণ্ঠস্বর তাঁকে সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।
২০১৯ সাল থেকে মিকুর একটি পুতুল কোন্ডোর সঙ্গী হয়েছে। এই পুতুলকে তিনি সব সময় সাজিয়ে রাখেন। তাঁরা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং গল্প করেন।
জানা গেছে, কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মানুষদের বলা হয় ফিকটোসেক্সুয়াল। জাপানে কোন্ডো শুধু একাই নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন।

২০১৮ সালে কাল্পনিক একটি অ্যানিমেশন চরিত্রকে বিয়ে করে শিরোনাম হয়েছিলেন এক জাপানি। এবার এই দম্পতি তাঁদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে।
যা হোক, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা ঘোষণা করেছেন কোন্ডো। ওই পোস্টে ৪ নভেম্বর বিয়ে বার্ষিকীর জন্য কেনা একটি কেকও শেয়ার করেছিলেন। কেকের বার্তায় লেখা ছিল—‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ছয় বছর পূর্তি।’
ফিকশনাল চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। চরিত্রটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ই মিকুর প্রেমে পড়ে গিয়েছিলেন কোন্ডো। কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স বর্তমানে ১৬ বছর।
জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে কোন্ডো জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু নানাভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি ফিকশনাল চরিত্রের প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।
কোন্ডো দাবি করেছেন, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর কণ্ঠস্বর তাঁকে সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।
২০১৯ সাল থেকে মিকুর একটি পুতুল কোন্ডোর সঙ্গী হয়েছে। এই পুতুলকে তিনি সব সময় সাজিয়ে রাখেন। তাঁরা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং গল্প করেন।
জানা গেছে, কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মানুষদের বলা হয় ফিকটোসেক্সুয়াল। জাপানে কোন্ডো শুধু একাই নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে