
কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। এই বৈঠকে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।
জানা গেছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত নওগাঁওতে অবস্থিত আর্মি ক্যাডেট কলেজে তিন বছর সেনা সদস্য হিসেবে প্রশিক্ষণ নিয়েছে এবং পরে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সেনা কর্মকর্তার প্রশিক্ষণও নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, তালেবান নেতা স্তানিকজাই ইংরেজি ভাষায় পারদর্শী। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগান শাসনামলে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে স্তানিকজাই যুক্তরাষ্ট্র সফরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সরকারের সঙ্গে বৈঠকে বসেন। তবে ওই সময় মার্কিন সরকারের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি তালেবান। চীনের সঙ্গে তালেবানের যে বৈঠক হয়েছে সেখানেও নেতৃত্ব দিয়েছেন স্তানিকজাই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতবিরোধী জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের স্বার্থে আঘাত করতে পারার আশঙ্কার কথা তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। এ ছাড়া উভয় পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারেও আলোচনা করেছেন।

কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। এই বৈঠকে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।
জানা গেছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত নওগাঁওতে অবস্থিত আর্মি ক্যাডেট কলেজে তিন বছর সেনা সদস্য হিসেবে প্রশিক্ষণ নিয়েছে এবং পরে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সেনা কর্মকর্তার প্রশিক্ষণও নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, তালেবান নেতা স্তানিকজাই ইংরেজি ভাষায় পারদর্শী। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগান শাসনামলে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে স্তানিকজাই যুক্তরাষ্ট্র সফরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সরকারের সঙ্গে বৈঠকে বসেন। তবে ওই সময় মার্কিন সরকারের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি তালেবান। চীনের সঙ্গে তালেবানের যে বৈঠক হয়েছে সেখানেও নেতৃত্ব দিয়েছেন স্তানিকজাই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতবিরোধী জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের স্বার্থে আঘাত করতে পারার আশঙ্কার কথা তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। এ ছাড়া উভয় পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারেও আলোচনা করেছেন।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে