
ঢাকা: প্রকৃতির ডাকে সাড়া দিতে চলতি বুলেট ট্রেনের ককপিট থেকে বেরিয়ে কয়েক মিনিটের জন্য টয়লেটে গিয়েছিলেন জাপানের এক ট্রেন চালক। এই কারণে শাস্তি মুখোমুখি হতে পারেন তিনি। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, টয়লেটে যাওয়ার আগে ওই চালক ট্রেনের কন্ডাক্টরকে ট্রেন চালানোর জন্য বসিয়ে রেখে যান। দ্য হিকারি নামের বুলেট ট্রেনটি ১৬০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে চলছিল। তবে ওই চালক বুলেট ট্রেন চলন্ত অবস্থায় রেখে টয়লেটে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।
তবে এই ঘটনায় রেল কোম্পানিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে । পাশাপাশি কর্তৃপক্ষের কাছেও এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে।
দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, গত রোববার সকালে মধ্য শিজুওকা প্রিফেকচার দিয়ে ভ্রমণের সময় ঘটনাটি ঘটে। বুলেট ট্রেন চালক ওই ব্যক্তির বয়স ৩৬। তবে তাঁর নাম প্রকাশ করেনি জাপানি রেল কোম্পানিটি।
জানা গেছে, ওই ট্রেন চালক পেটের সমস্যায় ভুগছিলেন। তাই তাঁকে দ্রুত টয়লেটে যেতে হয়েছিল।
এ নিয়ে দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তা মাসাহিরো হায়াতসু সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত অনুচিত কাজ ছিল। আমরা ক্ষমা চাইছি। এ জন্য বুলেট ট্রেনের চালক এবং কন্ডাক্টর শাস্তির সম্মুখীন হতে পারেন।
জাপানে ট্রেন দুর্ঘটনা একটি বিরল ঘটনা। দেশটিতে ২০০৫ সালে সবশেষ বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। তখন একটি ট্রেন লাইনচ্যুত হয়ে জাপানে ১০৭ জন নিহত হয়েছিলেন।

ঢাকা: প্রকৃতির ডাকে সাড়া দিতে চলতি বুলেট ট্রেনের ককপিট থেকে বেরিয়ে কয়েক মিনিটের জন্য টয়লেটে গিয়েছিলেন জাপানের এক ট্রেন চালক। এই কারণে শাস্তি মুখোমুখি হতে পারেন তিনি। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, টয়লেটে যাওয়ার আগে ওই চালক ট্রেনের কন্ডাক্টরকে ট্রেন চালানোর জন্য বসিয়ে রেখে যান। দ্য হিকারি নামের বুলেট ট্রেনটি ১৬০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে চলছিল। তবে ওই চালক বুলেট ট্রেন চলন্ত অবস্থায় রেখে টয়লেটে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।
তবে এই ঘটনায় রেল কোম্পানিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে । পাশাপাশি কর্তৃপক্ষের কাছেও এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে।
দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, গত রোববার সকালে মধ্য শিজুওকা প্রিফেকচার দিয়ে ভ্রমণের সময় ঘটনাটি ঘটে। বুলেট ট্রেন চালক ওই ব্যক্তির বয়স ৩৬। তবে তাঁর নাম প্রকাশ করেনি জাপানি রেল কোম্পানিটি।
জানা গেছে, ওই ট্রেন চালক পেটের সমস্যায় ভুগছিলেন। তাই তাঁকে দ্রুত টয়লেটে যেতে হয়েছিল।
এ নিয়ে দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তা মাসাহিরো হায়াতসু সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত অনুচিত কাজ ছিল। আমরা ক্ষমা চাইছি। এ জন্য বুলেট ট্রেনের চালক এবং কন্ডাক্টর শাস্তির সম্মুখীন হতে পারেন।
জাপানে ট্রেন দুর্ঘটনা একটি বিরল ঘটনা। দেশটিতে ২০০৫ সালে সবশেষ বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। তখন একটি ট্রেন লাইনচ্যুত হয়ে জাপানে ১০৭ জন নিহত হয়েছিলেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
২ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৩ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৪ ঘণ্টা আগে