
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০ জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার শত শত বন্দীর আত্মীয়রা কারাগারের সামনে ভিড় করেছেন। তবে যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাঁদের মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা রয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। গত বছর বন্দীদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। গত বছরের তুলনায় এবারের সংখ্যা খুবই কম।
স্থানীয় সাংবাদিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো বন্দী কারাগার থেকে মুক্তি পাননি।
জান্তা সরকারের রাষ্ট্রীয় সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষের মাঝে আনন্দ আনতে এবং মানবিক উদ্বেগ নিরসনের অংশ হিসেবে ৪২ জন বিদেশিসহ এক হাজার ৬১৯ জনকে মুক্তি দেওয়া হবে।
দেশটির বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) তথ্যমতে, জান্তাবিরোধী আন্দোলনে কমপক্ষে ১৩ হাজার ২৮২ জন গ্রেপ্তার হয়েছেন এবং নিহত হয়েছেন এক হাজার ৭৫৬ জন।
কারাগারের বাইরে অপেক্ষমাণ এক বন্দীর মা জানান, জান্তাবিরোধী আন্দোলনের জেরে গত জুনে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তার আশা আজ তার ছেলেকে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে এবং সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করে।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০ জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার শত শত বন্দীর আত্মীয়রা কারাগারের সামনে ভিড় করেছেন। তবে যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাঁদের মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা রয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। গত বছর বন্দীদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। গত বছরের তুলনায় এবারের সংখ্যা খুবই কম।
স্থানীয় সাংবাদিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো বন্দী কারাগার থেকে মুক্তি পাননি।
জান্তা সরকারের রাষ্ট্রীয় সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষের মাঝে আনন্দ আনতে এবং মানবিক উদ্বেগ নিরসনের অংশ হিসেবে ৪২ জন বিদেশিসহ এক হাজার ৬১৯ জনকে মুক্তি দেওয়া হবে।
দেশটির বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) তথ্যমতে, জান্তাবিরোধী আন্দোলনে কমপক্ষে ১৩ হাজার ২৮২ জন গ্রেপ্তার হয়েছেন এবং নিহত হয়েছেন এক হাজার ৭৫৬ জন।
কারাগারের বাইরে অপেক্ষমাণ এক বন্দীর মা জানান, জান্তাবিরোধী আন্দোলনের জেরে গত জুনে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তার আশা আজ তার ছেলেকে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে এবং সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করে।

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁরা এই বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
৩০ মিনিট আগে
ভেনেজুয়েলা সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগ করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তারা এই হামলাকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে।
৩৪ মিনিট আগে
প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে ভারতের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) প্রধান অভয় সিং চৌতালা।
২ ঘণ্টা আগে
আইপিএল ২০২৬ মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় ভারতে বিতর্ক তুঙ্গে। শিবসেনার পর অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
২ ঘণ্টা আগে