
মাঝ আকাশে একটি ফ্লাইটে ভরপুর যাত্রীদের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন এক যাত্রী। তাঁর উদ্দেশ্য ছিল উড়োজাহাজটিকে গন্তব্যের দিকে যেতে না দিয়ে আবারও প্রারম্ভিক স্টেশনে ফিরে যেতে বাধ্য করা। সেটা করতে তিনি অবশ্য সফল হয়েছেন। তবে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে। ফ্লাইটটি দেশটির পার্থ থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক যাত্রী দুই সারি সিটের মাঝে গিয়ে কাপড়চোপড় খুলে নগ্ন হয়ে পড়েন এবং পাইলট কেবিনের দিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দিতে চাইলে সেই যাত্রী তাঁকেও মারধর করে শুইয়ে ফেলেন। পরে অপর এক যাত্রী সেই নগ্ন ব্যক্তিকে পাকড়াও করেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ-৬৯৬ পার্থ থেকে মেলবোর্নের দিকে যাত্রা করেছিল। সাড়ে তিন ঘণ্টার যাত্রায় উড্ডয়নের কিছু সময় পরই সেই যাত্রী উড়োজাহাজটির দুই সারি সিটের মাঝখানে এসে কাপড়চোপড় খুলে ফেলেন এবং পাইলট কেবিনের দিকে যেতে থাকেন এবং এ সময় তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে মারধর করে শুইয়ে ফেলেন।
পরে এক যাত্রী সেই ব্যক্তিকে পাকড়াও করেন। কিন্তু তাতে অবশ্যই ফ্লাইটটি মেলবোর্নে যেতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ভার্জিন অস্ট্রেলিয়ার সেই ফ্লাইট পার্থে ফিরে আসে। সেখানেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে এবং হাসপাতালে নেয় তাঁর মানসিক অবস্থা যাচাই করার জন্য। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন আচরণ করেছেন, তা জানা যায়নি।
ভার্জিন অস্ট্রেলিয়া জানিয়েছে, ফ্লাইট ভিএ-৬৯৬ একজন ঝামেলা সৃষ্টিকারী যাত্রীর কারণে পার্থে ফিরে আসে। সেই যাত্রীকে পাকড়াও করার জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিমানবন্দরে মজুত ছিল। পুলিশ জানিয়েছে, তাঁরা সেই যাত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফ্লাইটে নগ্ন হয়ে অন্য যাত্রীদের জন্য ঝামেলা সৃষ্টি করা এবং ফ্লাইট অ্যাটেনডেন্টকে মেরে শুইয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অফিসাররা একজনকে গ্রেপ্তার করেছে, যিনি কিনা সেই বিমানের মাঝখানে নগ্ন হয়ে দৌড়েছিলেন এবং একজন ক্রুকে মেরে মেঝেতে ফেলে দিয়েছিলেন। ওই ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালেই আছেন।’

মাঝ আকাশে একটি ফ্লাইটে ভরপুর যাত্রীদের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন এক যাত্রী। তাঁর উদ্দেশ্য ছিল উড়োজাহাজটিকে গন্তব্যের দিকে যেতে না দিয়ে আবারও প্রারম্ভিক স্টেশনে ফিরে যেতে বাধ্য করা। সেটা করতে তিনি অবশ্য সফল হয়েছেন। তবে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে। ফ্লাইটটি দেশটির পার্থ থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক যাত্রী দুই সারি সিটের মাঝে গিয়ে কাপড়চোপড় খুলে নগ্ন হয়ে পড়েন এবং পাইলট কেবিনের দিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দিতে চাইলে সেই যাত্রী তাঁকেও মারধর করে শুইয়ে ফেলেন। পরে অপর এক যাত্রী সেই নগ্ন ব্যক্তিকে পাকড়াও করেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ-৬৯৬ পার্থ থেকে মেলবোর্নের দিকে যাত্রা করেছিল। সাড়ে তিন ঘণ্টার যাত্রায় উড্ডয়নের কিছু সময় পরই সেই যাত্রী উড়োজাহাজটির দুই সারি সিটের মাঝখানে এসে কাপড়চোপড় খুলে ফেলেন এবং পাইলট কেবিনের দিকে যেতে থাকেন এবং এ সময় তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে মারধর করে শুইয়ে ফেলেন।
পরে এক যাত্রী সেই ব্যক্তিকে পাকড়াও করেন। কিন্তু তাতে অবশ্যই ফ্লাইটটি মেলবোর্নে যেতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ভার্জিন অস্ট্রেলিয়ার সেই ফ্লাইট পার্থে ফিরে আসে। সেখানেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে এবং হাসপাতালে নেয় তাঁর মানসিক অবস্থা যাচাই করার জন্য। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন আচরণ করেছেন, তা জানা যায়নি।
ভার্জিন অস্ট্রেলিয়া জানিয়েছে, ফ্লাইট ভিএ-৬৯৬ একজন ঝামেলা সৃষ্টিকারী যাত্রীর কারণে পার্থে ফিরে আসে। সেই যাত্রীকে পাকড়াও করার জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিমানবন্দরে মজুত ছিল। পুলিশ জানিয়েছে, তাঁরা সেই যাত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফ্লাইটে নগ্ন হয়ে অন্য যাত্রীদের জন্য ঝামেলা সৃষ্টি করা এবং ফ্লাইট অ্যাটেনডেন্টকে মেরে শুইয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অফিসাররা একজনকে গ্রেপ্তার করেছে, যিনি কিনা সেই বিমানের মাঝখানে নগ্ন হয়ে দৌড়েছিলেন এবং একজন ক্রুকে মেরে মেঝেতে ফেলে দিয়েছিলেন। ওই ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালেই আছেন।’

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৩ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে