
ঢাকা: গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তাবাহিনী। দেশ জুড়ে আন্দোলন-সংগ্রাম করেও জান্তা সরকারকে হটানো যায়নি। এরই মধ্যে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।
আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হ্লাইং। সফরের অংশ হিসেবে তিনি ২২ জুন থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন। মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টিভি চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এর আগে গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন মিন অং হ্লাইং।
উল্লেখ্য, গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তা। ৭৫ বছর বয়সী অং সান সু চিসহ মিয়ানমারের প্রভাবশালী গণতন্ত্রকামী নেতাদের আটক করা হয়। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। সেনা-পুলিশের গুলিতে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এদিকে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নিজ দেশের ওপর অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানিয়ে অং সান সু চিসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ।
তবে জাতিসংঘের এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একপক্ষীয় তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ এনেছে জাতিসংঘ।

ঢাকা: গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তাবাহিনী। দেশ জুড়ে আন্দোলন-সংগ্রাম করেও জান্তা সরকারকে হটানো যায়নি। এরই মধ্যে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।
আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হ্লাইং। সফরের অংশ হিসেবে তিনি ২২ জুন থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন। মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টিভি চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এর আগে গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন মিন অং হ্লাইং।
উল্লেখ্য, গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তা। ৭৫ বছর বয়সী অং সান সু চিসহ মিয়ানমারের প্রভাবশালী গণতন্ত্রকামী নেতাদের আটক করা হয়। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। সেনা-পুলিশের গুলিতে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এদিকে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নিজ দেশের ওপর অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানিয়ে অং সান সু চিসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ।
তবে জাতিসংঘের এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একপক্ষীয় তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ এনেছে জাতিসংঘ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
১ ঘণ্টা আগে
সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
২ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে