
ঢাকা: গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তাবাহিনী। দেশ জুড়ে আন্দোলন-সংগ্রাম করেও জান্তা সরকারকে হটানো যায়নি। এরই মধ্যে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।
আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হ্লাইং। সফরের অংশ হিসেবে তিনি ২২ জুন থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন। মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টিভি চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এর আগে গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন মিন অং হ্লাইং।
উল্লেখ্য, গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তা। ৭৫ বছর বয়সী অং সান সু চিসহ মিয়ানমারের প্রভাবশালী গণতন্ত্রকামী নেতাদের আটক করা হয়। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। সেনা-পুলিশের গুলিতে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এদিকে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নিজ দেশের ওপর অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানিয়ে অং সান সু চিসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ।
তবে জাতিসংঘের এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একপক্ষীয় তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ এনেছে জাতিসংঘ।

ঢাকা: গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তাবাহিনী। দেশ জুড়ে আন্দোলন-সংগ্রাম করেও জান্তা সরকারকে হটানো যায়নি। এরই মধ্যে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।
আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হ্লাইং। সফরের অংশ হিসেবে তিনি ২২ জুন থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন। মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টিভি চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এর আগে গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন মিন অং হ্লাইং।
উল্লেখ্য, গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তা। ৭৫ বছর বয়সী অং সান সু চিসহ মিয়ানমারের প্রভাবশালী গণতন্ত্রকামী নেতাদের আটক করা হয়। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। সেনা-পুলিশের গুলিতে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এদিকে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নিজ দেশের ওপর অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানিয়ে অং সান সু চিসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ।
তবে জাতিসংঘের এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একপক্ষীয় তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ এনেছে জাতিসংঘ।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ ঘণ্টা আগে