
ঢাকা: গাজায় টানা ১১ দিনের মতো চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত। চলমান এই সংঘাত থামাতে আগামী দু-একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে এমনটি জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা মুসা আবু মারজুক।
মুসা আবু মারজুক বলেন, আমি আশা করছি, এক অথবা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবো। পারস্পরিক চুক্তির ভিত্তিতে এই যুদ্ধবিরতি হবে।
কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারও বলেছেন যে, ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার ভোরেও হামাসের অবস্থান লক্ষ্য করে ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসও রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে।
অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনি নাগরিক এবং ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিন ধরে চলা এই সংঘাতে গাজায় এ পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শতাধিক নারী এবং পুরুষ রয়েছে।
ইসরায়লের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় গাজায় এ পর্যন্ত দেড় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

ঢাকা: গাজায় টানা ১১ দিনের মতো চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত। চলমান এই সংঘাত থামাতে আগামী দু-একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে এমনটি জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা মুসা আবু মারজুক।
মুসা আবু মারজুক বলেন, আমি আশা করছি, এক অথবা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবো। পারস্পরিক চুক্তির ভিত্তিতে এই যুদ্ধবিরতি হবে।
কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারও বলেছেন যে, ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার ভোরেও হামাসের অবস্থান লক্ষ্য করে ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসও রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে।
অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনি নাগরিক এবং ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিন ধরে চলা এই সংঘাতে গাজায় এ পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শতাধিক নারী এবং পুরুষ রয়েছে।
ইসরায়লের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় গাজায় এ পর্যন্ত দেড় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৪ ঘণ্টা আগে