আজকের পত্রিকা ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আজ বৃহস্পতিবার একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ঘটে যাওয়া একটি গুরুতর দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি এমন একটি কাণ্ড, যা সহ্য করা যায় না।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর শহর চংজিনের এক জাহাজ কারখানায় ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের তলা নষ্ট হয়ে গেছে এবং জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলেছে। কিম জং উন স্বয়ং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ঘটনাটি এক মুহূর্তের মধ্যেই জাতির মর্যাদা ও গৌরবকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।
দুর্ঘটনার জন্য কিম নির্মাণ প্রকল্পে নিয়োজিতদের চরম অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা ও অজ্ঞানতাকে দায়ী করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী মাসে (জুন) অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ পার্টি সম্মেলনের আগেই যুদ্ধজাহাজটি পুনরায় সংস্কার করে প্রস্তুত করতে হবে এবং জাহাজের নকশার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির তথ্য দেয়নি।
উত্তর কোরিয়ার মতো নিয়ন্ত্রিত রাষ্ট্রে এ ধরনের স্থানীয় দুর্ঘটনার খবর প্রকাশ করা অত্যন্ত বিরল। তবে এর আগেও কিছু ঘটনার তথ্য সীমিতভাবে প্রকাশ পেয়েছে। যেমন—গত বছরের নভেম্বরে একটি সামরিক স্যাটেলাইটের মাঝআকাশে বিস্ফোরণকে ‘গভীর ব্যর্থতা’ বলে স্বীকার করেছিল তারা। ২০২৩ সালের আগস্টে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থতার কারণ হিসেবে জরুরি উৎক্ষেপণ ব্যবস্থার ত্রুটিকে দায়ী করা হয়েছিল।
সর্বশেষ দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলে একটি ৫ হাজার টন ওজনের নতুন যুদ্ধজাহাজটি প্রদর্শন করেছিল। দেশটির দাবি, এই জাহাজে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। কিম এই যুদ্ধজাহাজকে নৌবাহিনীর আধুনিকায়নে ‘অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং জানিয়েছিলেন, এটি আগামী বছরের প্রথম দিকে মোতায়েন করা হবে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ায় মানুষের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বহু আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। অনেক সময় সাধারণ কাজের জন্যই কাউকে জেল খাটতে হয়। এখন দেখার বিষয়, এই যুদ্ধজাহাজের ব্যর্থতায় জড়িত ব্যক্তিদের কী ধরনের শাস্তির মুখোমুখি করা হয়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আজ বৃহস্পতিবার একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ঘটে যাওয়া একটি গুরুতর দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি এমন একটি কাণ্ড, যা সহ্য করা যায় না।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর শহর চংজিনের এক জাহাজ কারখানায় ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের তলা নষ্ট হয়ে গেছে এবং জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলেছে। কিম জং উন স্বয়ং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ঘটনাটি এক মুহূর্তের মধ্যেই জাতির মর্যাদা ও গৌরবকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।
দুর্ঘটনার জন্য কিম নির্মাণ প্রকল্পে নিয়োজিতদের চরম অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা ও অজ্ঞানতাকে দায়ী করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী মাসে (জুন) অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ পার্টি সম্মেলনের আগেই যুদ্ধজাহাজটি পুনরায় সংস্কার করে প্রস্তুত করতে হবে এবং জাহাজের নকশার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির তথ্য দেয়নি।
উত্তর কোরিয়ার মতো নিয়ন্ত্রিত রাষ্ট্রে এ ধরনের স্থানীয় দুর্ঘটনার খবর প্রকাশ করা অত্যন্ত বিরল। তবে এর আগেও কিছু ঘটনার তথ্য সীমিতভাবে প্রকাশ পেয়েছে। যেমন—গত বছরের নভেম্বরে একটি সামরিক স্যাটেলাইটের মাঝআকাশে বিস্ফোরণকে ‘গভীর ব্যর্থতা’ বলে স্বীকার করেছিল তারা। ২০২৩ সালের আগস্টে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থতার কারণ হিসেবে জরুরি উৎক্ষেপণ ব্যবস্থার ত্রুটিকে দায়ী করা হয়েছিল।
সর্বশেষ দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলে একটি ৫ হাজার টন ওজনের নতুন যুদ্ধজাহাজটি প্রদর্শন করেছিল। দেশটির দাবি, এই জাহাজে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। কিম এই যুদ্ধজাহাজকে নৌবাহিনীর আধুনিকায়নে ‘অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং জানিয়েছিলেন, এটি আগামী বছরের প্রথম দিকে মোতায়েন করা হবে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ায় মানুষের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বহু আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। অনেক সময় সাধারণ কাজের জন্যই কাউকে জেল খাটতে হয়। এখন দেখার বিষয়, এই যুদ্ধজাহাজের ব্যর্থতায় জড়িত ব্যক্তিদের কী ধরনের শাস্তির মুখোমুখি করা হয়।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৪ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৫ ঘণ্টা আগে