আজকের পত্রিকা ডেস্ক

প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।

চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।
গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।
২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।

প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।

চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।
গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।
২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
১ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৪ ঘণ্টা আগে