আজকের পত্রিকা ডেস্ক

প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।

চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।
গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।
২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।

প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।

চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।
গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।
২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে