
মিয়ানমারে আবার শিশু, নারীসহ বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে ও নির্বিচারে হত্যা করছে ক্ষমতাসীন জান্তা সরকার। এ ধরনের ঘটনাকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছেন অধিকারকর্মীরা। তবে এত কিছুর পরও এ বিষয়ে জাতিসংঘের কোনো হেলদোল নেই। একপ্রকার নিশ্চুপ অবস্থা বজায় রেখেছে আন্তর্জাতিক এই সংস্থা।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, দেশটিতে জান্তা বাহিনীর বন্দীদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা মানবিক আচরণ করলেও অমানবিক আচরণ অব্যাহত রেখেছে জান্তা ও তাদের মিত্ররা। জান্তা বাহিনীর এসব কর্মকাণ্ড জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং একই সঙ্গে যুদ্ধাপরাধও।
সাম্প্রতিক সময়ে জান্তাবিরোধী অভিযানের সময় আটক জান্তা সেনা ও তাঁদের পরিবারের সদস্যদের জীবন রক্ষার নজির স্থাপন করেছে বিদ্রোহীরা। এমনকি আন্তর্জাতিক আইন মেনে বন্দীদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কিন্তু বন্দী বিদ্রোহীদের প্রতি অত্যন্ত নৃশংস আচরণ করতে দেখা গেছে জান্তা বাহিনী ও তাদের মিত্রদের।
জান্তা বাহিনীর বর্বরতা সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নিতে দেখা যায়নি জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানকে। ফলে বিদ্রোহী বন্দী ও বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে জান্তা। তাদের মধ্যে শিরশ্ছেদের পাশাপাশি জীবন্ত পুড়িয়ে হত্যা এবং অঙ্গচ্ছেদের মতো ঘটনাও ঘটছে।
ইয়াও ডিফেন্স ফোর্সেসের (ওয়াইডিএফ) দুই তরুণ বিদ্রোহীকে ম্যাগওয়ে অঞ্চলের গাঙ্গাও টাউনশিপের একটি গ্রামে জনসমক্ষে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে শাসক বাহিনী ও মিত্র পিউ সাউ হথি মিলিশিয়া। এটি তিন মাস আগে ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে মিয়ানমারের সাধারণ নাগরিকেরা।
আরেকটি ঘটনায় তিন বাস্তুচ্যুত নারী বন্দীকে হত্যা করে ক্ষমতাসীন সরকারের সামরিক ইউনিট। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা এবং অন্য দুজন প্রতিবন্ধী ছিলেন। শুধু তা-ই নয়, গত সোমবার তিন শিশুকে মানবঢাল হিসেবে ব্যবহার করে কারেনি প্রদেশে একটি অঞ্চল দখলের চেষ্টা চালায় জান্তা বাহিনী।
একই দিনে কারেনি রাজ্যের ডেমোসো টাউনশিপের ডাউসিই গ্রামের একটি স্কুলে বোমা ও মেশিনগান হামলায় চার শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে এবং বিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
জেনেভা কনভেনশন অনুসারে, হেফাজতে থাকা যুদ্ধবন্দীদের চিকিৎসার ব্যবস্থা করে মানবিক আচরণ করতে হবে। যেসব যোদ্ধা নিজেদের অস্ত্র জমা দেয় বা প্রতিরক্ষার কোনো উপায় নেই, তাঁদের হতাহত করা সনদ অনুযায়ী যুদ্ধাপরাধ। বেসামরিক নাগরিকদের হত্যা বা জিম্মি করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ইচ্ছাকৃত বোমাবর্ষণও যুদ্ধাপরাধ।
২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসছে জান্তা বাহিনী। তবে জান্তারা এমন বর্বর আচরণ করলেও তাদের সঙ্গে বেশ মানবিক হয়েছেন বিদ্রোহীরা। কারেনি রাজ্যের রাজধানী লোইকাও দখলের সময় গত ১৩ নভেম্বর ৩০ জনের বেশি জান্তা সৈন্যের জীবন বাঁচিয়েছিল কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)। ওই জান্তা সৈন্যরা লোইকাও বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে আটকা পড়েছিল।
কেএনডিএফের এক ভিডিওতে দেখা যায়, আহত জান্তা বাহিনীকে মৃত্যুদণ্ড না দিয়ে শান্তিচুক্তির সুযোগ দেওয়া হচ্ছে। বোমাবর্ষণের স্থান থেকে জান্তা সৈন্যদের সরিয়ে নিয়ে আহতদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে। গত নভেম্বর ইরাবতীর এক সাক্ষাৎকারে মারভি নামের এক বিদ্রোহী কমান্ডার বলেন, ‘আমরা জান্তা সেনাদের উদারতা দেখিয়েছি। তাদেরও জীবনের অধিকার আছে।’

মিয়ানমারে আবার শিশু, নারীসহ বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে ও নির্বিচারে হত্যা করছে ক্ষমতাসীন জান্তা সরকার। এ ধরনের ঘটনাকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছেন অধিকারকর্মীরা। তবে এত কিছুর পরও এ বিষয়ে জাতিসংঘের কোনো হেলদোল নেই। একপ্রকার নিশ্চুপ অবস্থা বজায় রেখেছে আন্তর্জাতিক এই সংস্থা।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, দেশটিতে জান্তা বাহিনীর বন্দীদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা মানবিক আচরণ করলেও অমানবিক আচরণ অব্যাহত রেখেছে জান্তা ও তাদের মিত্ররা। জান্তা বাহিনীর এসব কর্মকাণ্ড জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং একই সঙ্গে যুদ্ধাপরাধও।
সাম্প্রতিক সময়ে জান্তাবিরোধী অভিযানের সময় আটক জান্তা সেনা ও তাঁদের পরিবারের সদস্যদের জীবন রক্ষার নজির স্থাপন করেছে বিদ্রোহীরা। এমনকি আন্তর্জাতিক আইন মেনে বন্দীদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কিন্তু বন্দী বিদ্রোহীদের প্রতি অত্যন্ত নৃশংস আচরণ করতে দেখা গেছে জান্তা বাহিনী ও তাদের মিত্রদের।
জান্তা বাহিনীর বর্বরতা সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নিতে দেখা যায়নি জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানকে। ফলে বিদ্রোহী বন্দী ও বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে জান্তা। তাদের মধ্যে শিরশ্ছেদের পাশাপাশি জীবন্ত পুড়িয়ে হত্যা এবং অঙ্গচ্ছেদের মতো ঘটনাও ঘটছে।
ইয়াও ডিফেন্স ফোর্সেসের (ওয়াইডিএফ) দুই তরুণ বিদ্রোহীকে ম্যাগওয়ে অঞ্চলের গাঙ্গাও টাউনশিপের একটি গ্রামে জনসমক্ষে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে শাসক বাহিনী ও মিত্র পিউ সাউ হথি মিলিশিয়া। এটি তিন মাস আগে ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে মিয়ানমারের সাধারণ নাগরিকেরা।
আরেকটি ঘটনায় তিন বাস্তুচ্যুত নারী বন্দীকে হত্যা করে ক্ষমতাসীন সরকারের সামরিক ইউনিট। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা এবং অন্য দুজন প্রতিবন্ধী ছিলেন। শুধু তা-ই নয়, গত সোমবার তিন শিশুকে মানবঢাল হিসেবে ব্যবহার করে কারেনি প্রদেশে একটি অঞ্চল দখলের চেষ্টা চালায় জান্তা বাহিনী।
একই দিনে কারেনি রাজ্যের ডেমোসো টাউনশিপের ডাউসিই গ্রামের একটি স্কুলে বোমা ও মেশিনগান হামলায় চার শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে এবং বিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
জেনেভা কনভেনশন অনুসারে, হেফাজতে থাকা যুদ্ধবন্দীদের চিকিৎসার ব্যবস্থা করে মানবিক আচরণ করতে হবে। যেসব যোদ্ধা নিজেদের অস্ত্র জমা দেয় বা প্রতিরক্ষার কোনো উপায় নেই, তাঁদের হতাহত করা সনদ অনুযায়ী যুদ্ধাপরাধ। বেসামরিক নাগরিকদের হত্যা বা জিম্মি করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ইচ্ছাকৃত বোমাবর্ষণও যুদ্ধাপরাধ।
২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসছে জান্তা বাহিনী। তবে জান্তারা এমন বর্বর আচরণ করলেও তাদের সঙ্গে বেশ মানবিক হয়েছেন বিদ্রোহীরা। কারেনি রাজ্যের রাজধানী লোইকাও দখলের সময় গত ১৩ নভেম্বর ৩০ জনের বেশি জান্তা সৈন্যের জীবন বাঁচিয়েছিল কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)। ওই জান্তা সৈন্যরা লোইকাও বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে আটকা পড়েছিল।
কেএনডিএফের এক ভিডিওতে দেখা যায়, আহত জান্তা বাহিনীকে মৃত্যুদণ্ড না দিয়ে শান্তিচুক্তির সুযোগ দেওয়া হচ্ছে। বোমাবর্ষণের স্থান থেকে জান্তা সৈন্যদের সরিয়ে নিয়ে আহতদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে। গত নভেম্বর ইরাবতীর এক সাক্ষাৎকারে মারভি নামের এক বিদ্রোহী কমান্ডার বলেন, ‘আমরা জান্তা সেনাদের উদারতা দেখিয়েছি। তাদেরও জীবনের অধিকার আছে।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
২ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৩ ঘণ্টা আগে