আজকের পত্রিকা ডেস্ক

গত বুধবার মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ বছর বয়সী মিস্টার ল’ হঠাৎ করে পড়ে যান। তিনি চীন ভ্রমণ শেষে সিবু শহর থেকে কুচিংয়ে ফিরছিলেন। বিমানের গেট পেরিয়ে বের হওয়ার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারান।
ঠিক তখনই তাঁর পেছনে হাঁটতে থাকা এক তরুণী দ্রুত এগিয়ে আসেন এবং খুব দক্ষ হাতে তাঁকে সিপিআর দেওয়া শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে এভাবে তিনি সিপিআর চালিয়ে যান। এ সময় তাঁর পরামর্শে বিমানবন্দরের কর্মীরাও একটি স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর যন্ত্র ব্যবহার করে ল’কে দুবার শক দেয়।
তাৎক্ষণিক এই ব্যবস্থাই শেষ পর্যন্ত ল’-এর জীবন বাঁচিয়ে দিয়েছে। কিন্তু যার জন্য তাঁর জীবন বেঁচেছে, রহস্যময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্টে মালয়েশিয়ার হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. ট্যাং সি হিং জানিয়েছেন, রোগীর পরিবার ওই সাহসী তরুণীর সঙ্গে দেখা করতে চায়। তিনি আরও জানান—মিস্টার ল’ গত তিন দিন ধরে বুক ও পেট ব্যথায় ভুগছিলেন। একা ভ্রমণ করছিলেন তিনি।
হৃদ্রোগে আক্রান্ত হলে সিপিআর দেওয়ার পর মিস্টার ল’কে দ্রুত ৮ কিলোমিটার দূরের সারাওয়াক জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের অনুরোধে তাঁকে কুচিংয়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডা. ট্যাং-এর তথ্যমতে, এটি ছিল একটি ‘প্রায়-মরণঘাতী’ হৃদ্রোগ। করোনারি অ্যাঞ্জিওগ্রামে দেখা যায়, ল’-এর দুটি রক্তনালি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেই রক্তপ্রবাহ পুনঃস্থাপন করা হয়েছে।
সৌভাগ্যক্রমে, ওই তরুণীর চেষ্টায় মিস্টার ল’ পুরোপুরি জ্ঞান ফিরে পেয়েছেন এবং তাঁর কোনো স্নায়বিক ক্ষতি হয়নি। তাঁর হৃৎস্পন্দন ও হার্টের কার্যকারিতা এখন স্বাভাবিক।
ডা. ট্যাং বলেন, ‘পরিবার ও বন্ধুরা ওই তরুণীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সময়মতো তিনি এগিয়ে না এলে ফলাফল ভয়াবহ হতে পারত। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো—ওই তরুণীর হস্তক্ষেপে তাঁর কোনো মস্তিষ্কগত ক্ষতি বা পক্ষাঘাত হয়নি।’

গত বুধবার মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ বছর বয়সী মিস্টার ল’ হঠাৎ করে পড়ে যান। তিনি চীন ভ্রমণ শেষে সিবু শহর থেকে কুচিংয়ে ফিরছিলেন। বিমানের গেট পেরিয়ে বের হওয়ার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারান।
ঠিক তখনই তাঁর পেছনে হাঁটতে থাকা এক তরুণী দ্রুত এগিয়ে আসেন এবং খুব দক্ষ হাতে তাঁকে সিপিআর দেওয়া শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে এভাবে তিনি সিপিআর চালিয়ে যান। এ সময় তাঁর পরামর্শে বিমানবন্দরের কর্মীরাও একটি স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর যন্ত্র ব্যবহার করে ল’কে দুবার শক দেয়।
তাৎক্ষণিক এই ব্যবস্থাই শেষ পর্যন্ত ল’-এর জীবন বাঁচিয়ে দিয়েছে। কিন্তু যার জন্য তাঁর জীবন বেঁচেছে, রহস্যময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্টে মালয়েশিয়ার হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. ট্যাং সি হিং জানিয়েছেন, রোগীর পরিবার ওই সাহসী তরুণীর সঙ্গে দেখা করতে চায়। তিনি আরও জানান—মিস্টার ল’ গত তিন দিন ধরে বুক ও পেট ব্যথায় ভুগছিলেন। একা ভ্রমণ করছিলেন তিনি।
হৃদ্রোগে আক্রান্ত হলে সিপিআর দেওয়ার পর মিস্টার ল’কে দ্রুত ৮ কিলোমিটার দূরের সারাওয়াক জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের অনুরোধে তাঁকে কুচিংয়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডা. ট্যাং-এর তথ্যমতে, এটি ছিল একটি ‘প্রায়-মরণঘাতী’ হৃদ্রোগ। করোনারি অ্যাঞ্জিওগ্রামে দেখা যায়, ল’-এর দুটি রক্তনালি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেই রক্তপ্রবাহ পুনঃস্থাপন করা হয়েছে।
সৌভাগ্যক্রমে, ওই তরুণীর চেষ্টায় মিস্টার ল’ পুরোপুরি জ্ঞান ফিরে পেয়েছেন এবং তাঁর কোনো স্নায়বিক ক্ষতি হয়নি। তাঁর হৃৎস্পন্দন ও হার্টের কার্যকারিতা এখন স্বাভাবিক।
ডা. ট্যাং বলেন, ‘পরিবার ও বন্ধুরা ওই তরুণীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সময়মতো তিনি এগিয়ে না এলে ফলাফল ভয়াবহ হতে পারত। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো—ওই তরুণীর হস্তক্ষেপে তাঁর কোনো মস্তিষ্কগত ক্ষতি বা পক্ষাঘাত হয়নি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৩ মিনিট আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
২৬ মিনিট আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৩ ঘণ্টা আগে
সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
৪ ঘণ্টা আগে