আজকের পত্রিকা ডেস্ক

গত বুধবার মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ বছর বয়সী মিস্টার ল’ হঠাৎ করে পড়ে যান। তিনি চীন ভ্রমণ শেষে সিবু শহর থেকে কুচিংয়ে ফিরছিলেন। বিমানের গেট পেরিয়ে বের হওয়ার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারান।
ঠিক তখনই তাঁর পেছনে হাঁটতে থাকা এক তরুণী দ্রুত এগিয়ে আসেন এবং খুব দক্ষ হাতে তাঁকে সিপিআর দেওয়া শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে এভাবে তিনি সিপিআর চালিয়ে যান। এ সময় তাঁর পরামর্শে বিমানবন্দরের কর্মীরাও একটি স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর যন্ত্র ব্যবহার করে ল’কে দুবার শক দেয়।
তাৎক্ষণিক এই ব্যবস্থাই শেষ পর্যন্ত ল’-এর জীবন বাঁচিয়ে দিয়েছে। কিন্তু যার জন্য তাঁর জীবন বেঁচেছে, রহস্যময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্টে মালয়েশিয়ার হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. ট্যাং সি হিং জানিয়েছেন, রোগীর পরিবার ওই সাহসী তরুণীর সঙ্গে দেখা করতে চায়। তিনি আরও জানান—মিস্টার ল’ গত তিন দিন ধরে বুক ও পেট ব্যথায় ভুগছিলেন। একা ভ্রমণ করছিলেন তিনি।
হৃদ্রোগে আক্রান্ত হলে সিপিআর দেওয়ার পর মিস্টার ল’কে দ্রুত ৮ কিলোমিটার দূরের সারাওয়াক জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের অনুরোধে তাঁকে কুচিংয়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডা. ট্যাং-এর তথ্যমতে, এটি ছিল একটি ‘প্রায়-মরণঘাতী’ হৃদ্রোগ। করোনারি অ্যাঞ্জিওগ্রামে দেখা যায়, ল’-এর দুটি রক্তনালি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেই রক্তপ্রবাহ পুনঃস্থাপন করা হয়েছে।
সৌভাগ্যক্রমে, ওই তরুণীর চেষ্টায় মিস্টার ল’ পুরোপুরি জ্ঞান ফিরে পেয়েছেন এবং তাঁর কোনো স্নায়বিক ক্ষতি হয়নি। তাঁর হৃৎস্পন্দন ও হার্টের কার্যকারিতা এখন স্বাভাবিক।
ডা. ট্যাং বলেন, ‘পরিবার ও বন্ধুরা ওই তরুণীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সময়মতো তিনি এগিয়ে না এলে ফলাফল ভয়াবহ হতে পারত। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো—ওই তরুণীর হস্তক্ষেপে তাঁর কোনো মস্তিষ্কগত ক্ষতি বা পক্ষাঘাত হয়নি।’

গত বুধবার মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ বছর বয়সী মিস্টার ল’ হঠাৎ করে পড়ে যান। তিনি চীন ভ্রমণ শেষে সিবু শহর থেকে কুচিংয়ে ফিরছিলেন। বিমানের গেট পেরিয়ে বের হওয়ার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারান।
ঠিক তখনই তাঁর পেছনে হাঁটতে থাকা এক তরুণী দ্রুত এগিয়ে আসেন এবং খুব দক্ষ হাতে তাঁকে সিপিআর দেওয়া শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে এভাবে তিনি সিপিআর চালিয়ে যান। এ সময় তাঁর পরামর্শে বিমানবন্দরের কর্মীরাও একটি স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর যন্ত্র ব্যবহার করে ল’কে দুবার শক দেয়।
তাৎক্ষণিক এই ব্যবস্থাই শেষ পর্যন্ত ল’-এর জীবন বাঁচিয়ে দিয়েছে। কিন্তু যার জন্য তাঁর জীবন বেঁচেছে, রহস্যময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্টে মালয়েশিয়ার হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. ট্যাং সি হিং জানিয়েছেন, রোগীর পরিবার ওই সাহসী তরুণীর সঙ্গে দেখা করতে চায়। তিনি আরও জানান—মিস্টার ল’ গত তিন দিন ধরে বুক ও পেট ব্যথায় ভুগছিলেন। একা ভ্রমণ করছিলেন তিনি।
হৃদ্রোগে আক্রান্ত হলে সিপিআর দেওয়ার পর মিস্টার ল’কে দ্রুত ৮ কিলোমিটার দূরের সারাওয়াক জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের অনুরোধে তাঁকে কুচিংয়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডা. ট্যাং-এর তথ্যমতে, এটি ছিল একটি ‘প্রায়-মরণঘাতী’ হৃদ্রোগ। করোনারি অ্যাঞ্জিওগ্রামে দেখা যায়, ল’-এর দুটি রক্তনালি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেই রক্তপ্রবাহ পুনঃস্থাপন করা হয়েছে।
সৌভাগ্যক্রমে, ওই তরুণীর চেষ্টায় মিস্টার ল’ পুরোপুরি জ্ঞান ফিরে পেয়েছেন এবং তাঁর কোনো স্নায়বিক ক্ষতি হয়নি। তাঁর হৃৎস্পন্দন ও হার্টের কার্যকারিতা এখন স্বাভাবিক।
ডা. ট্যাং বলেন, ‘পরিবার ও বন্ধুরা ওই তরুণীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সময়মতো তিনি এগিয়ে না এলে ফলাফল ভয়াবহ হতে পারত। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো—ওই তরুণীর হস্তক্ষেপে তাঁর কোনো মস্তিষ্কগত ক্ষতি বা পক্ষাঘাত হয়নি।’

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
২ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৩ ঘণ্টা আগে