আজকের পত্রিকা ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগের তুলনায় হামলার মাত্রাও কয়েক গুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের ৬৪ জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। বাকি ১৬ জনকে হত্যা করা হয়েছে নেতজারিম করিডরে ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, খাবারের আশায় রাতেই বিতরণকেন্দ্রে এসে অপেক্ষা করছিলেন গাজার বাসিন্দারা।
তিনি বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে ওরা (ইসরায়েলি সেনা) আমাদের দিকে গুলি করা শুরু করে। ট্যাংক, যুদ্ধবিমান আর কোয়াডকপ্টার থেকে গোলা ও বোমা ছোড়া হয় আমাদের দিকে। পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না।’ তিনি আরও জানান, ভিড় এত বেশি ছিল যে পালানোরও পথ ছিল না।
অন্যদিকে, গাজার আল শাতি শরণার্থী শিবিরে একটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার উত্তরের জাবালিয়ায় কয়েকটি বাড়ি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল।
হাসপাতাল ও চিকিৎসক সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৯টি মৃতদেহ ও ২২১ জন আহতকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৫ হাজার ৭০৬ জন নিহত এবং ১ লাখ ৩০ হাজার ১০১ জন আহত হয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা কয়েক গুণ বেড়েছে। তবে, বরাবরের মতোই ইসরায়েলি বাহিনীর সাফাই—বেসামরিক নয়, তাদের হামলার লক্ষ্যবস্তু কেবলই সশস্ত্র গোষ্ঠীগুলো। গতকালের হত্যাযজ্ঞের ব্যাপারেও তারা বলেছে, নেতজারিম করিডরের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের দিকেই গুলি ছুড়েছে তারা। তারা দাবি করে, করিডরের দিকে সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়েছে তারা। এ ঘটনায় হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তারা অবগত নয় বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগের তুলনায় হামলার মাত্রাও কয়েক গুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের ৬৪ জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। বাকি ১৬ জনকে হত্যা করা হয়েছে নেতজারিম করিডরে ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, খাবারের আশায় রাতেই বিতরণকেন্দ্রে এসে অপেক্ষা করছিলেন গাজার বাসিন্দারা।
তিনি বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে ওরা (ইসরায়েলি সেনা) আমাদের দিকে গুলি করা শুরু করে। ট্যাংক, যুদ্ধবিমান আর কোয়াডকপ্টার থেকে গোলা ও বোমা ছোড়া হয় আমাদের দিকে। পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না।’ তিনি আরও জানান, ভিড় এত বেশি ছিল যে পালানোরও পথ ছিল না।
অন্যদিকে, গাজার আল শাতি শরণার্থী শিবিরে একটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার উত্তরের জাবালিয়ায় কয়েকটি বাড়ি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল।
হাসপাতাল ও চিকিৎসক সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৯টি মৃতদেহ ও ২২১ জন আহতকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৫ হাজার ৭০৬ জন নিহত এবং ১ লাখ ৩০ হাজার ১০১ জন আহত হয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা কয়েক গুণ বেড়েছে। তবে, বরাবরের মতোই ইসরায়েলি বাহিনীর সাফাই—বেসামরিক নয়, তাদের হামলার লক্ষ্যবস্তু কেবলই সশস্ত্র গোষ্ঠীগুলো। গতকালের হত্যাযজ্ঞের ব্যাপারেও তারা বলেছে, নেতজারিম করিডরের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের দিকেই গুলি ছুড়েছে তারা। তারা দাবি করে, করিডরের দিকে সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়েছে তারা। এ ঘটনায় হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তারা অবগত নয় বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৩ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৬ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৬ ঘণ্টা আগে