আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ জাদুঘরসমূহ থেকে ঐতিহাসিক প্রত্নসম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ারের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রোববার প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রধান জাদুঘরসমূহের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনসমূহ দেশজুড়ে বিভিন্ন নিরাপদ ভান্ডারে স্থানান্তর করেছে।’
তবে এখন পর্যন্ত এসব প্রত্নসম্পদ কী কী, কোথায় সংরক্ষিত হচ্ছে এবং স্থানান্তরের সময়সূচি কী—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের সংস্কৃতি, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ফলে ভবিষ্যতে আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা-ও অনিশ্চিত।
ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বিশেষ করে, তেহরানে অবস্থিত ইরানের জাতীয় জাদুঘর ও রেজা আব্বাসি জাদুঘরে সংরক্ষিত রয়েছে আকাশেমেনিদ ও সাসানীয় যুগের পুরাকীর্তি, সেই সঙ্গে ইসলামি যুগের টেক্সটাইল, মৃৎশিল্প ও অলংকৃত পাণ্ডুলিপি।
সম্প্রতি ইসরায়েল একাধিক দিক থেকে ইরানে হামলা চালিয়েছে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র করেছে। রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে চালানো এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে।
রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বৈঠকে বলেছেন, ‘আমাদের এই প্রতিরক্ষা সম্পূর্ণ বৈধ। ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলে আমরাও প্রতিক্রিয়া বন্ধ করব।’ তিনি আরও বলেন, ‘আমরা আত্মরক্ষা করছি, এটি কোনো আগ্রাসন নয়।’
সামগ্রিকভাবে, ঐতিহ্য রক্ষায় নেওয়া এই পদক্ষেপ ইরানের সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি এক দৃঢ় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ জাদুঘরসমূহ থেকে ঐতিহাসিক প্রত্নসম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ারের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রোববার প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রধান জাদুঘরসমূহের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনসমূহ দেশজুড়ে বিভিন্ন নিরাপদ ভান্ডারে স্থানান্তর করেছে।’
তবে এখন পর্যন্ত এসব প্রত্নসম্পদ কী কী, কোথায় সংরক্ষিত হচ্ছে এবং স্থানান্তরের সময়সূচি কী—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের সংস্কৃতি, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ফলে ভবিষ্যতে আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা-ও অনিশ্চিত।
ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বিশেষ করে, তেহরানে অবস্থিত ইরানের জাতীয় জাদুঘর ও রেজা আব্বাসি জাদুঘরে সংরক্ষিত রয়েছে আকাশেমেনিদ ও সাসানীয় যুগের পুরাকীর্তি, সেই সঙ্গে ইসলামি যুগের টেক্সটাইল, মৃৎশিল্প ও অলংকৃত পাণ্ডুলিপি।
সম্প্রতি ইসরায়েল একাধিক দিক থেকে ইরানে হামলা চালিয়েছে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র করেছে। রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে চালানো এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে।
রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বৈঠকে বলেছেন, ‘আমাদের এই প্রতিরক্ষা সম্পূর্ণ বৈধ। ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলে আমরাও প্রতিক্রিয়া বন্ধ করব।’ তিনি আরও বলেন, ‘আমরা আত্মরক্ষা করছি, এটি কোনো আগ্রাসন নয়।’
সামগ্রিকভাবে, ঐতিহ্য রক্ষায় নেওয়া এই পদক্ষেপ ইরানের সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি এক দৃঢ় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১০ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১২ ঘণ্টা আগে