নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে, নিহতের পরিবারের প্রতি ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।
জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এই হামলাকে আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন সংস্থাটির মহাসচিব। যেসব অপরাধীরা এই হামলার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এদিকে, বুধবার আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকেও নিহত জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন ও শরীফ হোসেনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছে সংস্থাটি। বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষীরা খুবই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে। যারা ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বিপন্ন করে এভাবে দায়িত্ব পালন করছে এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে জাতিসংঘ সব সময় তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অপারেশন পরিচালনার সময় রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে ওই ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও একজন আহত হন। ২০২১ সালের ৯ নভেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে আসছে। নিহত সেনা সদস্যদের মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে, নিহতের পরিবারের প্রতি ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।
জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এই হামলাকে আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন সংস্থাটির মহাসচিব। যেসব অপরাধীরা এই হামলার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এদিকে, বুধবার আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকেও নিহত জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন ও শরীফ হোসেনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছে সংস্থাটি। বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষীরা খুবই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে। যারা ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বিপন্ন করে এভাবে দায়িত্ব পালন করছে এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে জাতিসংঘ সব সময় তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অপারেশন পরিচালনার সময় রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে ওই ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও একজন আহত হন। ২০২১ সালের ৯ নভেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে আসছে। নিহত সেনা সদস্যদের মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪২ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে