
নতুন বছরকে স্বাগত জানাতে রোববার নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বিখ্যাত স্কাই টাওয়ারকে ঘিরে জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় অনুযায়ী, ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে পৌঁছাতেই স্কাই টাওয়ার থেকে আতশবাজির ছটায় উজ্জ্বল আলোয় ভরে উঠল অকল্যান্ডের আকাশ। সমস্বরে চিৎকার করে উঠল উপস্থিত মানুষেরাও।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রধান শহরগুলোর মাঝে নিউজিল্যান্ডের অকল্যান্ডেই সবার আগে নববর্ষ উদ্যাপন করা হয়। রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকেই নববর্ষ উদ্যাপন শুরু হয়ে যায় সেখানে।
এদিকে, নিউজিল্যান্ডের পরই নববর্ষকে উদ্যাপনের প্রস্তুতি চলছিল অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনি শহরের হারবার ব্রিজ ও অপেরা হাউসকে ঘিরে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি।
জানা গেছে, নতুন বছর উপলক্ষে এবার হারবার ব্রিজ ও অপেরা হাউস থেকে ৮ টন সমপরিমাণ আতশবাজি করা হবে। বলা যায়, নববর্ষ উপলক্ষে সিডনিতেই প্রতিবছর বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজন করা হয়। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে নববর্ষ উদ্যাপন করতে যান পর্যটকেরা।
অপেরা হাউস এলাকায় জড়ো হওয়া পর্যটকদের একজন বিবিসিকে জানিয়েছেন, নববর্ষের আতশবাজিকে ভালো করে দেখার জন্য একটি সুবিধাজনক স্থান বেছে নিতে রোববার ভোর ৩টা থেকেই পরিবার নিয়ে তিনি সেখানে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা হারবার ব্রিজের ঠিক সামনেই। আমাদের জন্য এটাই সবচেয়ে কাঙ্ক্ষিত স্থান। আমরা ফ্রান্স থেকে এসেছি। এই মুহূর্তটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি।
নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পর এশিয়ার দেশ জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়ায় নববর্ষকে সাড়ম্বরে উদ্যাপন করা হবে। এভাবে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও ফিলিপাইনও অগ্রবর্তী দেশ হিসেবে নতুন বছরে পা রাখবে।

নতুন বছরকে স্বাগত জানাতে রোববার নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বিখ্যাত স্কাই টাওয়ারকে ঘিরে জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় অনুযায়ী, ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে পৌঁছাতেই স্কাই টাওয়ার থেকে আতশবাজির ছটায় উজ্জ্বল আলোয় ভরে উঠল অকল্যান্ডের আকাশ। সমস্বরে চিৎকার করে উঠল উপস্থিত মানুষেরাও।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রধান শহরগুলোর মাঝে নিউজিল্যান্ডের অকল্যান্ডেই সবার আগে নববর্ষ উদ্যাপন করা হয়। রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকেই নববর্ষ উদ্যাপন শুরু হয়ে যায় সেখানে।
এদিকে, নিউজিল্যান্ডের পরই নববর্ষকে উদ্যাপনের প্রস্তুতি চলছিল অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনি শহরের হারবার ব্রিজ ও অপেরা হাউসকে ঘিরে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি।
জানা গেছে, নতুন বছর উপলক্ষে এবার হারবার ব্রিজ ও অপেরা হাউস থেকে ৮ টন সমপরিমাণ আতশবাজি করা হবে। বলা যায়, নববর্ষ উপলক্ষে সিডনিতেই প্রতিবছর বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজন করা হয়। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে নববর্ষ উদ্যাপন করতে যান পর্যটকেরা।
অপেরা হাউস এলাকায় জড়ো হওয়া পর্যটকদের একজন বিবিসিকে জানিয়েছেন, নববর্ষের আতশবাজিকে ভালো করে দেখার জন্য একটি সুবিধাজনক স্থান বেছে নিতে রোববার ভোর ৩টা থেকেই পরিবার নিয়ে তিনি সেখানে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা হারবার ব্রিজের ঠিক সামনেই। আমাদের জন্য এটাই সবচেয়ে কাঙ্ক্ষিত স্থান। আমরা ফ্রান্স থেকে এসেছি। এই মুহূর্তটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি।
নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পর এশিয়ার দেশ জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়ায় নববর্ষকে সাড়ম্বরে উদ্যাপন করা হবে। এভাবে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও ফিলিপাইনও অগ্রবর্তী দেশ হিসেবে নতুন বছরে পা রাখবে।

যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
২০ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
১০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
১০ ঘণ্টা আগে