
মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া একটি মুহূর্তের ব্যাপার। ঠিক এই ঘটনাটিই ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির এক ব্যক্তির ক্ষেত্রে। অ্যাক্সেকুয়েল হিনোজোসা নামের ওই ব্যক্তি ছয় দশকের পুরোনো একটি নোটবুকে বাবার রেখে যাওয়া বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেয়েছেন। এতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তিনি।
আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের ৬০ ও ৭০-এর দশকে একটি বাড়ি কেনার জন্য ব্যাংকে অর্থ জমা করছিলেন হিনোজোসার বাবা। পাসওয়ার্ড বইয়ের তথ্য অনুযায়ী, সে সময় হিনোজোসার বাবা ১ লাখ ৪০ হাজার পেসো (চিলির মুদ্রা) সঞ্চয় করতে সক্ষম হন। মার্কিন ডলারে এই অর্থ খুব যৎসামান্যই ছিল, মাত্র ১৬৩ ডলার। কিন্তু অর্ধ শতাব্দীরও বেশি সময়ের ব্যবধানে সুদ এবং মুদ্রাস্ফীতি যুক্ত হয়ে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটি পেসোরও বেশি। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ প্রায় ১২ লাখ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ১৩ কোটি ২২ লাখেরও বেশি।
হিনোজোসার বাবা মারা গেছেন ১০ বছর আগে। বাবার ব্যাংক হিসাব ও জমানো অর্থের কথা জানত না পরিবারের কেউই। বাবার মৃত্যুর পর একটি বাক্সের ভেতরে বহু বছর ধরেই পড়েছিল একটি নোটবুক। সম্প্রতি বাড়ি পরিষ্কার করতে গিয়ে সেই নোটবুকটি নজরে আসে হিনোজোসার।
তবে বাবার গচ্ছিত অর্থ পাওয়ার জন্য বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে হিনোজোসাকে। ওই অর্থের বিষয়ে রাষ্ট্রীয় নিশ্চয়তার শর্ত জুড়ে দেওয়া ছিল। অর্থাৎ কোনো কারণে ব্যাংক অর্থ প্রদানে ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে। কিন্তু এতে বাধ সাধে চিলির বর্তমান সরকার। হিনোজোসাকে বহু বছর আগে রেখে যাওয়া বাবার অর্থ পরিশোধ করতে অস্বীকার করে রাষ্ট্র।
এ অবস্থায় আইনের দ্বারস্থ হন হিনোজোসা। তিনি বলেন, ‘এই অর্থ আমাদের পরিবারের। আমার বাবা কঠোর পরিশ্রম করে এই অর্থ জমা করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমি কখনোই ভাবিনি বিষয়টি রাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলায় পরিণত হবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, চিলির বেশ কয়েকটি আদালত হিনোজোসার পক্ষে রায় দিয়েছেন। তবে প্রতিটি রায়ের বিরুদ্ধেই আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আদালতের লড়াইয়ে অর্থ ফেরত দিতে রাষ্ট্রীয় অঙ্গীকারের বিষয়টি হিনোজোসার পক্ষে কাজ করেছে। অবশেষে দেশটির সর্বোচ্চ আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন হিনোজোসার প্রাপ্য অর্থ সব শর্ত মেনে কড়ায় গন্ডায় ফেরত দেওয়া হয়।

মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া একটি মুহূর্তের ব্যাপার। ঠিক এই ঘটনাটিই ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির এক ব্যক্তির ক্ষেত্রে। অ্যাক্সেকুয়েল হিনোজোসা নামের ওই ব্যক্তি ছয় দশকের পুরোনো একটি নোটবুকে বাবার রেখে যাওয়া বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেয়েছেন। এতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তিনি।
আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের ৬০ ও ৭০-এর দশকে একটি বাড়ি কেনার জন্য ব্যাংকে অর্থ জমা করছিলেন হিনোজোসার বাবা। পাসওয়ার্ড বইয়ের তথ্য অনুযায়ী, সে সময় হিনোজোসার বাবা ১ লাখ ৪০ হাজার পেসো (চিলির মুদ্রা) সঞ্চয় করতে সক্ষম হন। মার্কিন ডলারে এই অর্থ খুব যৎসামান্যই ছিল, মাত্র ১৬৩ ডলার। কিন্তু অর্ধ শতাব্দীরও বেশি সময়ের ব্যবধানে সুদ এবং মুদ্রাস্ফীতি যুক্ত হয়ে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটি পেসোরও বেশি। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ প্রায় ১২ লাখ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ১৩ কোটি ২২ লাখেরও বেশি।
হিনোজোসার বাবা মারা গেছেন ১০ বছর আগে। বাবার ব্যাংক হিসাব ও জমানো অর্থের কথা জানত না পরিবারের কেউই। বাবার মৃত্যুর পর একটি বাক্সের ভেতরে বহু বছর ধরেই পড়েছিল একটি নোটবুক। সম্প্রতি বাড়ি পরিষ্কার করতে গিয়ে সেই নোটবুকটি নজরে আসে হিনোজোসার।
তবে বাবার গচ্ছিত অর্থ পাওয়ার জন্য বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে হিনোজোসাকে। ওই অর্থের বিষয়ে রাষ্ট্রীয় নিশ্চয়তার শর্ত জুড়ে দেওয়া ছিল। অর্থাৎ কোনো কারণে ব্যাংক অর্থ প্রদানে ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে। কিন্তু এতে বাধ সাধে চিলির বর্তমান সরকার। হিনোজোসাকে বহু বছর আগে রেখে যাওয়া বাবার অর্থ পরিশোধ করতে অস্বীকার করে রাষ্ট্র।
এ অবস্থায় আইনের দ্বারস্থ হন হিনোজোসা। তিনি বলেন, ‘এই অর্থ আমাদের পরিবারের। আমার বাবা কঠোর পরিশ্রম করে এই অর্থ জমা করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমি কখনোই ভাবিনি বিষয়টি রাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলায় পরিণত হবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, চিলির বেশ কয়েকটি আদালত হিনোজোসার পক্ষে রায় দিয়েছেন। তবে প্রতিটি রায়ের বিরুদ্ধেই আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আদালতের লড়াইয়ে অর্থ ফেরত দিতে রাষ্ট্রীয় অঙ্গীকারের বিষয়টি হিনোজোসার পক্ষে কাজ করেছে। অবশেষে দেশটির সর্বোচ্চ আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন হিনোজোসার প্রাপ্য অর্থ সব শর্ত মেনে কড়ায় গন্ডায় ফেরত দেওয়া হয়।

ইরানের শাসকদের জন্য চলমান গণবিক্ষোভ এক চরম সংকট তৈরি করেছে। কঠোর দমন-পীড়ন চালাতে গেলে জনগণের সঙ্গে গত বছরের ইসরায়েল ও আমেরিকার ১২ দিনের যুদ্ধের পর যে সমঝোতা গড়ে উঠেছিল, তা তছনছ হয়ে যেতে পারে। আবার এই বিক্ষোভকে বাড়তে দিলে তা উল্টো বিদেশি হস্তক্ষেপকে ডেকে আনতে পারে।
১ ঘণ্টা আগে
ইরানজুড়ে চলা বিক্ষোভ আজ রোববার তৃতীয় সপ্তাহে পা রেখেছে। রাজধানী তেহরান এবং দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদসহ বিভিন্ন প্রান্তের রাজপথ এখন বিক্ষোভকারীদের দখলে। মানবাধিকার কর্মীদের দাবি, এই দুই সপ্তাহের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১১৬ জন প্রাণ হারিয়েছেন।
১ ঘণ্টা আগে
নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন
২ ঘণ্টা আগে
রাজনৈতিক ক্ষেত্রে নমনীয়তা মানেই আদর্শের সঙ্গে আপস নয় বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। তিনি আরও বলেন, মহারাষ্ট্রকে শক্তিশালী রাখার স্বার্থে প্রয়োজন হলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করতে প্রস্তুত।
২ ঘণ্টা আগে