
সমকামিতা অপরাধ নয় বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। সমকামিতাকে অপরাধ গণ্য করে যেসব আইন তৈরি করা হয়েছে, সেসব আইনের সমালোচনাও করেছেন তিনি। পোপ বলেছেন, ‘ঈশ্বর তাঁর সব সন্তানকেই ভালোবাসেন।’ বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
গত মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পোপ ফ্রান্সিস। সেই সাক্ষাৎকারে পোপ বলেছেন, ‘কোনো কোনো দেশে সমকামী সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক কিছু আইন রয়েছে। সেই সব আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের অনেক ক্যাথলিক বিশপ এসব সমর্থন করেন। কিন্তু সমকামিতা কোনো পাপ নয়।’
পোপ ফ্রান্সিস বলেন, ‘বিশপদের উচিত প্রত্যেক মানুষকে মর্যাদা দেওয়া। এর জন্য তাঁদের পরিবর্তন মেনে নিতে হবে। ঈশ্বরের মতো আমাদেরও কোমলতা ও দয়ার চর্চা করতে হবে।’
বিশ্বের বিভিন্ন প্রান্তের যেসব ক্যাথলিক বিশপ সমকামীদের বিরুদ্ধে প্রণীত বিভিন্ন আইন সমর্থন করেন, তাঁদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেছেন, ‘আপনারা এলজিবিটিকিউদেরও চার্চে স্বাগত জানান।’
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হিউম্যান ডিগনিটি ট্রাস্ট জানিয়েছে, বিশ্বের ৬৭টি দেশে সমকামিতাকে অপরাধ বিবেচনা করে আইন রয়েছে। অন্তত ১১টি দেশে সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে এখনো সমকামিতাবিরোধী আইন রয়েছে, যদিও ২০০৩ সালে দেশটির সুপ্রিম কোর্ট সমকামিতাবিরোধী আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছে।
এ ধরনের আইনকে ‘অন্যায়’ বলেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, এসব আইনের অবসান ঘটাতে ক্যাথলিক চার্চরা কাজ করতে পারে এবং এটা অবশ্যই করা উচিত।
এর আগে ২০১৯ সালে পোপ ফ্রান্সিস মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে সমকামিতার অপরাধীকরণের বিরোধিতা করেছিলেন। এরপর গত মঙ্গলবার তিনি আবার বিরোধিতা করলেন। পোপ ফ্রান্সিস বলেছেন, সমকামী হওয়া কোনো অপরাধ নয়। তবে হ্যাঁ, এটি একটি পাপ। আমাদের অপরাধ ও পাপের পার্থক্য বুঝতে হবে।

সমকামিতা অপরাধ নয় বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। সমকামিতাকে অপরাধ গণ্য করে যেসব আইন তৈরি করা হয়েছে, সেসব আইনের সমালোচনাও করেছেন তিনি। পোপ বলেছেন, ‘ঈশ্বর তাঁর সব সন্তানকেই ভালোবাসেন।’ বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
গত মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পোপ ফ্রান্সিস। সেই সাক্ষাৎকারে পোপ বলেছেন, ‘কোনো কোনো দেশে সমকামী সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক কিছু আইন রয়েছে। সেই সব আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের অনেক ক্যাথলিক বিশপ এসব সমর্থন করেন। কিন্তু সমকামিতা কোনো পাপ নয়।’
পোপ ফ্রান্সিস বলেন, ‘বিশপদের উচিত প্রত্যেক মানুষকে মর্যাদা দেওয়া। এর জন্য তাঁদের পরিবর্তন মেনে নিতে হবে। ঈশ্বরের মতো আমাদেরও কোমলতা ও দয়ার চর্চা করতে হবে।’
বিশ্বের বিভিন্ন প্রান্তের যেসব ক্যাথলিক বিশপ সমকামীদের বিরুদ্ধে প্রণীত বিভিন্ন আইন সমর্থন করেন, তাঁদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেছেন, ‘আপনারা এলজিবিটিকিউদেরও চার্চে স্বাগত জানান।’
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হিউম্যান ডিগনিটি ট্রাস্ট জানিয়েছে, বিশ্বের ৬৭টি দেশে সমকামিতাকে অপরাধ বিবেচনা করে আইন রয়েছে। অন্তত ১১টি দেশে সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে এখনো সমকামিতাবিরোধী আইন রয়েছে, যদিও ২০০৩ সালে দেশটির সুপ্রিম কোর্ট সমকামিতাবিরোধী আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছে।
এ ধরনের আইনকে ‘অন্যায়’ বলেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, এসব আইনের অবসান ঘটাতে ক্যাথলিক চার্চরা কাজ করতে পারে এবং এটা অবশ্যই করা উচিত।
এর আগে ২০১৯ সালে পোপ ফ্রান্সিস মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে সমকামিতার অপরাধীকরণের বিরোধিতা করেছিলেন। এরপর গত মঙ্গলবার তিনি আবার বিরোধিতা করলেন। পোপ ফ্রান্সিস বলেছেন, সমকামী হওয়া কোনো অপরাধ নয়। তবে হ্যাঁ, এটি একটি পাপ। আমাদের অপরাধ ও পাপের পার্থক্য বুঝতে হবে।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
১১ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
৩ ঘণ্টা আগে