Ajker Patrika

হাইতিতে গ্যাংগুলোর সংঘর্ষে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু

হাইতিতে গ্যাংগুলোর সংঘর্ষে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু

হাইতিতে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর যুদ্ধে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশুও ছিল। এই যুদ্ধের ফলে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে নারী–শিশুসহ কয়েক হাজার মানুষকে। গত রোববার থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সি (ডিপিএ) জানিয়েছে, দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে চারটি এলাকায় গত রোববার সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত এক ডজন বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়াদের অনেকেই স্থানীয় মেয়রের কার্যালয়ের প্রাঙ্গণে আশ্রয় নিয়েছিল। 

গত বছরের ৭ জুলাই দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যাকাণ্ডের পর দেশটিতে দীর্ঘদিন রাজনৈতিক শূন্যতার মধ্যে দেশটির সশস্ত্র গ্যাংগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। এবং দেশটির বিভিন্ন অঞ্চল সরকারের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে সশস্ত্র সহিংসতা বৃদ্ধি করেছে। এমন পরিস্থিতি দেশটির নাগরিকদের ক্ষুব্ধ ও হতাশ করেছে। তাঁরা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে এই পরিস্থিতি নিরসনে তড়িৎ পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন। 

এদিকে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ গত ৭ ফেব্রুয়ারি শেষ হয়ে গেলেও আগামী নির্বাচন কখন এবং কীভাবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। এই নিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত