
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে। এই নিয়োগের বিষয়টি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, কোম্পানিটি শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। এই নিয়োগের ঘোষণা এল এমন এক সময়, যখন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গতকাল সোমবার লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য।
বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেওয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদের নিয়োগ শুধুমাত্র মুম্বাইয়ের জন্য করা হবে।
টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এত দিন দেশটিতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।
ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখনো চীনের তুলনায় ছোট। তবে এটি টেসলার জন্য একটি সম্ভাব্য ক্ষেত্র হয়ে উঠতে পারে, বিশেষ করে, এমন সময়ে যখন কোম্পানিটি এক দশকের মধ্যে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির বার্ষিক বিক্রিতে পতনের সম্মুখীন হয়েছে। গত বছর ভারতে প্রায় ১ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে, যেখানে চীনে এই সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ।
টেসলার ভারতে প্রবেশের পরিকল্পনা এমন এক সময় সামনে এসেছে, যখন মোদি ওয়াশিংটনে ইলন মাস্ক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর ট্রাম্প জানান, মোদি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা শুরু করতে এবং মার্কিন সামরিক সরঞ্জাম কেনা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতকে ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের সম্ভাব্য পদক্ষেপ।
মাস্ক ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ট্রাম্প স্পষ্ট করেননি যে, মাস্ক মোদির সঙ্গে বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দেখা করেছেন, নাকি সরকারি কর্মকর্তা হিসেবে দেখা করেছেন।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে। এই নিয়োগের বিষয়টি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, কোম্পানিটি শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। এই নিয়োগের ঘোষণা এল এমন এক সময়, যখন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গতকাল সোমবার লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য।
বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেওয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদের নিয়োগ শুধুমাত্র মুম্বাইয়ের জন্য করা হবে।
টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এত দিন দেশটিতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।
ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখনো চীনের তুলনায় ছোট। তবে এটি টেসলার জন্য একটি সম্ভাব্য ক্ষেত্র হয়ে উঠতে পারে, বিশেষ করে, এমন সময়ে যখন কোম্পানিটি এক দশকের মধ্যে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির বার্ষিক বিক্রিতে পতনের সম্মুখীন হয়েছে। গত বছর ভারতে প্রায় ১ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে, যেখানে চীনে এই সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ।
টেসলার ভারতে প্রবেশের পরিকল্পনা এমন এক সময় সামনে এসেছে, যখন মোদি ওয়াশিংটনে ইলন মাস্ক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর ট্রাম্প জানান, মোদি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা শুরু করতে এবং মার্কিন সামরিক সরঞ্জাম কেনা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতকে ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের সম্ভাব্য পদক্ষেপ।
মাস্ক ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ট্রাম্প স্পষ্ট করেননি যে, মাস্ক মোদির সঙ্গে বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দেখা করেছেন, নাকি সরকারি কর্মকর্তা হিসেবে দেখা করেছেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে