আজকের পত্রিকা ডেস্ক

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে আজ সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছেছে এবং বর্তমানে তা ‘চরম উত্তপ্ত অবস্থায়’ রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের উদ্দেশে গুতেরেস বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক ‘উত্তপ্ত অবস্থায় রয়েছে’। তিনি ২২ এপ্রিলের পেহেলগাম হামলার নিন্দা করেন এবং দোষীদের ‘আইনসম্মত উপায়ে’ বিচারের আওতায় আনার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ‘এই সংকটপূর্ণ সময়ে সংঘাত যেকোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই যেভাবেই হোক এই সংঘাত এড়াতে হবে।’ তিনি দুটি দেশের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় যুদ্ধের পথ থেকে সরে এসে সর্বোচ্চ সংযমী হওয়া।’
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের সমাপ্তি হলে উপমহাদেশ থেকে বিভক্ত হওয়া দুই দেশ পাকিস্তান ও ভারত একাধিক যুদ্ধে জড়িয়েছে। এসব যুদ্ধ প্রতিবেশী দুই দেশকে চরম শত্রুতে পরিণত করেছে। তবে উত্তেজনা কমাতে নয়াদিল্লি ও ইসলামাবাদ—উভয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো হয়েছে। ১৯৮৯ সাল থেকে বিদ্রোহীরা কাশ্মীরে বিদ্রোহ করছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগ ছিলেন পর্যটক। ২০০০ সালের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ভারত এ হামলার জন্য কোনো প্রমাণ ছাড়া পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এ ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রীও সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের ‘তাৎক্ষণিক জবাব দিতে তারা প্রস্তুত’। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে দেশটি। গত পরশুর পর আজ পরীক্ষামূলকভাবে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পাকিস্তান।

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে আজ সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছেছে এবং বর্তমানে তা ‘চরম উত্তপ্ত অবস্থায়’ রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের উদ্দেশে গুতেরেস বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক ‘উত্তপ্ত অবস্থায় রয়েছে’। তিনি ২২ এপ্রিলের পেহেলগাম হামলার নিন্দা করেন এবং দোষীদের ‘আইনসম্মত উপায়ে’ বিচারের আওতায় আনার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ‘এই সংকটপূর্ণ সময়ে সংঘাত যেকোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই যেভাবেই হোক এই সংঘাত এড়াতে হবে।’ তিনি দুটি দেশের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় যুদ্ধের পথ থেকে সরে এসে সর্বোচ্চ সংযমী হওয়া।’
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের সমাপ্তি হলে উপমহাদেশ থেকে বিভক্ত হওয়া দুই দেশ পাকিস্তান ও ভারত একাধিক যুদ্ধে জড়িয়েছে। এসব যুদ্ধ প্রতিবেশী দুই দেশকে চরম শত্রুতে পরিণত করেছে। তবে উত্তেজনা কমাতে নয়াদিল্লি ও ইসলামাবাদ—উভয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো হয়েছে। ১৯৮৯ সাল থেকে বিদ্রোহীরা কাশ্মীরে বিদ্রোহ করছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগ ছিলেন পর্যটক। ২০০০ সালের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ভারত এ হামলার জন্য কোনো প্রমাণ ছাড়া পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এ ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রীও সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের ‘তাৎক্ষণিক জবাব দিতে তারা প্রস্তুত’। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে দেশটি। গত পরশুর পর আজ পরীক্ষামূলকভাবে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পাকিস্তান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৬ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
৩ ঘণ্টা আগে