
সময়টা আজ থেকে ৪২ বছর আগে। চিলিতে তখন অগস্তো পিনোশের স্বৈরশাসন চলছে। সে সময় দেশটির এক মায়ের বুক খালি করে এক শিশুকে চুরি করে নিয়ে গিয়েছিল কেউ। অবশেষে সেই চুরি যাওয়া শিশু ৪২ বছর পর তাঁর মায়ের কাছে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হারিয়ে যাওয়া সেই শিশু এখন ৪২ বছরের যুবক জিমি লিপার্ট। পেশায় আইনজীবী। বসবাস যুক্তরাষ্ট্রে। সম্প্রতি মায়ের খোঁজ পেয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছেছেন চিলিতে। পথে বিমানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে জিমি বলেন, ‘তিনি (মা) আমার ব্যাপারে ভালো করে কিছু জানতেনও না। কারণ তারা (চোর) আমাকে নিয়ে গিয়েছিল। আমার মাকে বলা হয়েছিল, আমি মরে গেছি।’ জিমি আরও বলেন, ‘তিনি (মা) পরে আমার মরদেহ দেখতে চাইলে হাসপাতালের লোকজন বলেছিল, তারা আমার দেহ ফেলে দিয়েছে।’
জিমি লিপার্ট মায়ের ব্যাপারে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা কখনোই একে অপরকে জড়িয়ে ধরিনি, কখনোই আলিঙ্গন করিনি।’
জিমি লিপার্টের মায়ের নাম মারিয়া অ্যাঞ্জেলিকা গঞ্জালেজ। তিনি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৭৪০ কিলোমিটার দূরের ভালদিভিয়া নামে একটি এলাকায় বসবাস করেন। লিপার্ট মায়ের খোঁজে সেখানেই যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, লিপার্ট এক হাতে ফুলের তোড়া নিয়ে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে মাকে আলিঙ্গন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিপার্ট।
জিমি লিপার্টের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই কন্যাও গিয়েছিলেন ভালদিভিয়ায়।
জিমি লিপার্টকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিতে সবচেয়ে বেশি সহায়তা করেছে মানুষের ডিএনএ ট্রেসিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মাই হেরিটেজ এবং চিলির বেসরকারি প্রতিষ্ঠান নস বোসকামোস। এই প্রতিষ্ঠান পিনোশের ১৭ বছরে স্বৈরশাসনের সময় যেসব শিশু বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করে। উল্লেখ্য, চিলিতে অগস্তো পিনোশের স্বৈরশাসন শেষ হয় ১৯৯০ সালে।
নস বোসকামোসের প্রতিষ্ঠাতা কনস্ত্যাঞ্জা দেল রিও নিজেও পিনোশের শাসনামলে হারিয়ে গিয়েছিলেন। নিজের প্রকৃত বাবা-মাকে ফিরে না পেয়ে তিনি প্রতিষ্ঠানটি শুরু করেন। যাত্রার পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চার শতাধিক মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
দেল রিও জিমি লিপার্টের মায়ের কাছে ফেরার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটি সেই স্বৈরশাসনের সময়ে হাজারো শিশু পাচারের ঘটনার মধ্যে একটি মাত্র। এসব শিশুকে মৃত বলে ঘোষণা করে ১০ থেকে ১৫ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হতো।’

সময়টা আজ থেকে ৪২ বছর আগে। চিলিতে তখন অগস্তো পিনোশের স্বৈরশাসন চলছে। সে সময় দেশটির এক মায়ের বুক খালি করে এক শিশুকে চুরি করে নিয়ে গিয়েছিল কেউ। অবশেষে সেই চুরি যাওয়া শিশু ৪২ বছর পর তাঁর মায়ের কাছে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হারিয়ে যাওয়া সেই শিশু এখন ৪২ বছরের যুবক জিমি লিপার্ট। পেশায় আইনজীবী। বসবাস যুক্তরাষ্ট্রে। সম্প্রতি মায়ের খোঁজ পেয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছেছেন চিলিতে। পথে বিমানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে জিমি বলেন, ‘তিনি (মা) আমার ব্যাপারে ভালো করে কিছু জানতেনও না। কারণ তারা (চোর) আমাকে নিয়ে গিয়েছিল। আমার মাকে বলা হয়েছিল, আমি মরে গেছি।’ জিমি আরও বলেন, ‘তিনি (মা) পরে আমার মরদেহ দেখতে চাইলে হাসপাতালের লোকজন বলেছিল, তারা আমার দেহ ফেলে দিয়েছে।’
জিমি লিপার্ট মায়ের ব্যাপারে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা কখনোই একে অপরকে জড়িয়ে ধরিনি, কখনোই আলিঙ্গন করিনি।’
জিমি লিপার্টের মায়ের নাম মারিয়া অ্যাঞ্জেলিকা গঞ্জালেজ। তিনি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৭৪০ কিলোমিটার দূরের ভালদিভিয়া নামে একটি এলাকায় বসবাস করেন। লিপার্ট মায়ের খোঁজে সেখানেই যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, লিপার্ট এক হাতে ফুলের তোড়া নিয়ে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে মাকে আলিঙ্গন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিপার্ট।
জিমি লিপার্টের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই কন্যাও গিয়েছিলেন ভালদিভিয়ায়।
জিমি লিপার্টকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিতে সবচেয়ে বেশি সহায়তা করেছে মানুষের ডিএনএ ট্রেসিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মাই হেরিটেজ এবং চিলির বেসরকারি প্রতিষ্ঠান নস বোসকামোস। এই প্রতিষ্ঠান পিনোশের ১৭ বছরে স্বৈরশাসনের সময় যেসব শিশু বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করে। উল্লেখ্য, চিলিতে অগস্তো পিনোশের স্বৈরশাসন শেষ হয় ১৯৯০ সালে।
নস বোসকামোসের প্রতিষ্ঠাতা কনস্ত্যাঞ্জা দেল রিও নিজেও পিনোশের শাসনামলে হারিয়ে গিয়েছিলেন। নিজের প্রকৃত বাবা-মাকে ফিরে না পেয়ে তিনি প্রতিষ্ঠানটি শুরু করেন। যাত্রার পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চার শতাধিক মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
দেল রিও জিমি লিপার্টের মায়ের কাছে ফেরার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটি সেই স্বৈরশাসনের সময়ে হাজারো শিশু পাচারের ঘটনার মধ্যে একটি মাত্র। এসব শিশুকে মৃত বলে ঘোষণা করে ১০ থেকে ১৫ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হতো।’

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
২ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৩ ঘণ্টা আগে