আজকের পত্রিকা ডেস্ক

বোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। ভিডিওতে দেখা যায়, সহকর্মী ক্রিস্টিনকে বাহুডোরে আগলে রেখে কোল্ডপ্লের সুরে দুলছেন অ্যান্ডি।
স্টেডিয়ামের ক্যামেরা যখন এই দুজনের দিকে ফোকাস করে, তখন হঠাৎ অস্বস্তিতে ভেঙে পড়েন তাঁরা। ক্রিস্টিন মুখ ঢাকেন, আর অ্যান্ডি সরে যান পাশে, আড়াল করেন নিজেকে। বলা বাহুল্য, তাঁদের এই অস্বস্তির কারণেই পুরো বিষয়টি ভাইরাল হয়ে যায়।
ভাইরাল এই ভিডিও নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বহু নেটিজেন অ্যান্ডির স্ত্রীর জন্য সহানুভূতি জানান। কেউ কেউ বলেন, ‘ভালোই হয়েছে, পরকীয়া তো ফাঁস হলো!’ আবার অনেকে কটাক্ষ করে বলেছেন, ‘যেখানে হাজারো দর্শক, সেখানে এমন অন্তরঙ্গতা! একেবারে বোকামি!’
মজার বিষয় হলো, ক্রিস্টিন আর অ্যান্ডির অপ্রস্তুত অবস্থা দেখে কনসার্টের মাঝখানেই কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন হাস্যরসের ভঙ্গিতে বলেন বসেন, ‘ওদের মধ্যে নিশ্চয় কিছু চলছে!’ তাঁর এই মন্তব্য পরিস্থিতিকে আরও বিব্রতকর করে তোলে।
ঘটনাটির পর আরও এক বিস্ফোরক পদক্ষেপ নেন অ্যান্ডির স্ত্রী মেগান কেরিগান বায়রন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তিনি স্বামীর পদবি সরিয়ে ফেলেন এবং নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে দেন। যে অ্যাকাউন্টে ছিল তাঁদের দুই সন্তানসহ সুখী মুহূর্তের ছবি। মেগানের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দেয়—ঘটনাটির পর স্বামীর সঙ্গে সম্পর্কে থাকার আর কোনো সুযোগ নেই।
এদিকে ভাইরাল হওয়া একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, স্ত্রী ও সন্তানের কাছে ক্ষমা চেয়েছেন অ্যান্ডি। তবে অ্যাস্ট্রোনমারের পক্ষ থেকে জানানো হয়, বিবৃতিটি ভুয়া।
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ক্রিস্টিন ক্যাবট এখনো কোনো মন্তব্য করেননি। অ্যান্ডিও নীরব।
সামাজিক মাধ্যমে ঘুরছে একটি বাক্য—‘লাইটস ডিড নট গাইড অ্যান্ডি হোম’ অর্থাৎ ‘আলো বাড়ি ফিরিয়ে আনতে পারেনি অ্যান্ডিকে’। এটি মূলত কোল্ডপ্লেরই একটি বিখ্যাত গানের বিপরীত বাক্য। সেই বাক্যটি হলো এমন—আলো তোমাকে বাড়ি নিয়ে যাবে!
এ ঘটনায় একদিকে যেমন করপোরেট জগতে ব্যক্তিগত সম্পর্কের সীমা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি আরেকটি প্রশ্ন আরও তীব্রভাবে সামনে এসেছে—ক্যামেরাবন্দী এই পৃথিবীতে ব্যক্তিগত বলে কি আদৌ কিছু অবশিষ্ট রয়েছে?

বোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। ভিডিওতে দেখা যায়, সহকর্মী ক্রিস্টিনকে বাহুডোরে আগলে রেখে কোল্ডপ্লের সুরে দুলছেন অ্যান্ডি।
স্টেডিয়ামের ক্যামেরা যখন এই দুজনের দিকে ফোকাস করে, তখন হঠাৎ অস্বস্তিতে ভেঙে পড়েন তাঁরা। ক্রিস্টিন মুখ ঢাকেন, আর অ্যান্ডি সরে যান পাশে, আড়াল করেন নিজেকে। বলা বাহুল্য, তাঁদের এই অস্বস্তির কারণেই পুরো বিষয়টি ভাইরাল হয়ে যায়।
ভাইরাল এই ভিডিও নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বহু নেটিজেন অ্যান্ডির স্ত্রীর জন্য সহানুভূতি জানান। কেউ কেউ বলেন, ‘ভালোই হয়েছে, পরকীয়া তো ফাঁস হলো!’ আবার অনেকে কটাক্ষ করে বলেছেন, ‘যেখানে হাজারো দর্শক, সেখানে এমন অন্তরঙ্গতা! একেবারে বোকামি!’
মজার বিষয় হলো, ক্রিস্টিন আর অ্যান্ডির অপ্রস্তুত অবস্থা দেখে কনসার্টের মাঝখানেই কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন হাস্যরসের ভঙ্গিতে বলেন বসেন, ‘ওদের মধ্যে নিশ্চয় কিছু চলছে!’ তাঁর এই মন্তব্য পরিস্থিতিকে আরও বিব্রতকর করে তোলে।
ঘটনাটির পর আরও এক বিস্ফোরক পদক্ষেপ নেন অ্যান্ডির স্ত্রী মেগান কেরিগান বায়রন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তিনি স্বামীর পদবি সরিয়ে ফেলেন এবং নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে দেন। যে অ্যাকাউন্টে ছিল তাঁদের দুই সন্তানসহ সুখী মুহূর্তের ছবি। মেগানের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দেয়—ঘটনাটির পর স্বামীর সঙ্গে সম্পর্কে থাকার আর কোনো সুযোগ নেই।
এদিকে ভাইরাল হওয়া একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, স্ত্রী ও সন্তানের কাছে ক্ষমা চেয়েছেন অ্যান্ডি। তবে অ্যাস্ট্রোনমারের পক্ষ থেকে জানানো হয়, বিবৃতিটি ভুয়া।
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ক্রিস্টিন ক্যাবট এখনো কোনো মন্তব্য করেননি। অ্যান্ডিও নীরব।
সামাজিক মাধ্যমে ঘুরছে একটি বাক্য—‘লাইটস ডিড নট গাইড অ্যান্ডি হোম’ অর্থাৎ ‘আলো বাড়ি ফিরিয়ে আনতে পারেনি অ্যান্ডিকে’। এটি মূলত কোল্ডপ্লেরই একটি বিখ্যাত গানের বিপরীত বাক্য। সেই বাক্যটি হলো এমন—আলো তোমাকে বাড়ি নিয়ে যাবে!
এ ঘটনায় একদিকে যেমন করপোরেট জগতে ব্যক্তিগত সম্পর্কের সীমা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি আরেকটি প্রশ্ন আরও তীব্রভাবে সামনে এসেছে—ক্যামেরাবন্দী এই পৃথিবীতে ব্যক্তিগত বলে কি আদৌ কিছু অবশিষ্ট রয়েছে?

ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
২০ মিনিট আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
৪০ মিনিট আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে