
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় ধরনের বন্যার পর এবার তীব্র দাবদাহের মুখে পড়েছে চীন। একই অবস্থা ইউরোপ ও আমেরিকার একাধিক দেশে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পার হতে পারে এমন আশঙ্কায় দেশটির ৮৪টি শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
চীনের অন্যতম সমুদ্রবন্দর সাংহাইয়ে ১৮৭৩ সালের পর এবার টানা ১৫ দিন ধরে ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরটির চিড়িয়াখানার প্রাণীদের জন্য দিনে প্রায় ৮ টন করে আইসক্রিম সরবরাহ করছে কর্তৃপক্ষ। চীনের চংকিং শহরে তীব্র গরমের কারণে একটি জাদুঘরের ছাদ ধসে পড়ার খবর পাওয়া গেছে। হিট স্ট্রোক এড়াতে বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে শহরগুলোর প্রশাসন।
এদিকে, তীব্র তাপমাত্রায় যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টেক্সাস, কলোরাডো, ওকলাহোমা, আরকানসাসসহ কয়েকটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। টেক্সাসে গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত শুক্রবার অ্যারিজোনার প্রাদেশিক রাজধানী ফনিক্সে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের পাশাপাশি স্পেন ও পর্তুগালের বনাঞ্চলে দাবানল শুরু হয়েছে। পর্তুগালের সীমান্তবর্তী ওরেম এলাকায় শুরু হওয়া দাবানলের মেঘ ও ছাই রাজধানী লিসবন থেকে দেখা গেছে।
পশ্চিম স্পেনের লা হার্দেসে দাবানলে প্রায় ১৫ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে যাওয়ার কথা জানিয়েছে ইউরো নিউজ। ইতিমধ্যে এলাকাটি থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় ধরনের বন্যার পর এবার তীব্র দাবদাহের মুখে পড়েছে চীন। একই অবস্থা ইউরোপ ও আমেরিকার একাধিক দেশে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পার হতে পারে এমন আশঙ্কায় দেশটির ৮৪টি শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
চীনের অন্যতম সমুদ্রবন্দর সাংহাইয়ে ১৮৭৩ সালের পর এবার টানা ১৫ দিন ধরে ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরটির চিড়িয়াখানার প্রাণীদের জন্য দিনে প্রায় ৮ টন করে আইসক্রিম সরবরাহ করছে কর্তৃপক্ষ। চীনের চংকিং শহরে তীব্র গরমের কারণে একটি জাদুঘরের ছাদ ধসে পড়ার খবর পাওয়া গেছে। হিট স্ট্রোক এড়াতে বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে শহরগুলোর প্রশাসন।
এদিকে, তীব্র তাপমাত্রায় যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টেক্সাস, কলোরাডো, ওকলাহোমা, আরকানসাসসহ কয়েকটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। টেক্সাসে গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত শুক্রবার অ্যারিজোনার প্রাদেশিক রাজধানী ফনিক্সে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের পাশাপাশি স্পেন ও পর্তুগালের বনাঞ্চলে দাবানল শুরু হয়েছে। পর্তুগালের সীমান্তবর্তী ওরেম এলাকায় শুরু হওয়া দাবানলের মেঘ ও ছাই রাজধানী লিসবন থেকে দেখা গেছে।
পশ্চিম স্পেনের লা হার্দেসে দাবানলে প্রায় ১৫ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে যাওয়ার কথা জানিয়েছে ইউরো নিউজ। ইতিমধ্যে এলাকাটি থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে।

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
২ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে