আজকের পত্রিকা ডেস্ক

ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই অর্থাৎ, ১৮ বছর হওয়ার আগেই প্রায় ৩১ শতাংশ কিশোরী যৌন সহিংসতার শিকার হয়, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বাংলাদেশের ক্ষেত্রে এই হার ৯ দশমিক ৩ শতাংশ। ভারতে এই সহিংসতা থেকে রেহাই পায় না কিশোরেরাও। দেশটিতে অপ্রাপ্তবয়স্ক কিশোরের যৌন সহিংসতার শিকার হওয়ার হার ১৩ শতাংশ।
ল্যানসেটে প্রকাশিত ‘শিশুদের ওপর যৌন সহিংসতার প্রকোপ এবং প্রথমবার এ ধরনের সহিংসতার মুখোমুখি হওয়ার বয়স: অঞ্চল, বয়স ও লিঙ্গভিত্তিক বৈশ্বিক বিশ্লেষণ (১৯৯০–২০২৩) ’—শীর্ষক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে ভারতে ১৮ বছরের কম বয়সী ৩০ শতাংশের বেশি মেয়ে এবং ১৩ শতাংশ ছেলে যৌন সহিংসতার শিকার হয়েছে। গবেষণাটি ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বের ২০০ টিরও বেশি দেশে শিশুদের ওপর যৌন সহিংসতার ব্যাপকতা অনুমান করেছে। এতে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় মেয়েদের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ। বাংলাদেশে এই হার ৯ দশমিক ৩ শতাংশ থেকে ভারতে ৩০ দশমিক ৮ শতাংশ পর্যন্ত।
অনুমান করা হয়, বিশ্বব্যাপী প্রতি ৫ জন মেয়ের মধ্যে একজন এবং প্রতি ৭ জন ছেলের মধ্যে একজন ১৮ বছর হওয়ার আগেই যৌন সহিংসতার শিকার হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের গবেষকেরা দেখেছেন, ১৮ বছরের কম বয়সী ছেলেদের মধ্যে যৌন সহিংসতার সর্বোচ্চ হার সাব-সাহারান আফ্রিকায়। জিম্বাবুয়েতে এটি প্রায় ৮ শতাংশ এবং কোৎ দে আইভরিতে ২৮ শতাংশ পর্যন্ত।
শিশুদের ওপর যৌন সহিংসতা একটি গুরুতর জনস্বাস্থ্য ও মানবাধিকার সমস্যা। যৌন নির্যাতনের পরিণতি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে, যা মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। গবেষকেরা বলেছেন, যৌন সহিংসতার সঠিক বৈশ্বিক অনুমান প্রতিরোধ ও সচেতনতামূলক কাজের জন্য অত্যন্ত জরুরি। তবে বিদ্যমান গবেষণাগুলোতে সীমিতসংখ্যক দেশের তথ্য রয়েছে ও ডেটার অভাব ও পরিমাপের চ্যালেঞ্জ থাকায় সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে।
এই গবেষণাটিই প্রথম বৈশ্বিক অনুমানগুলোর মধ্যে অন্যতম। এটি শিশুদের ওপর যৌন সহিংসতার ব্যাপকতা সংক্রান্ত সহজলভ্য ডেটা সংগ্রহস্থলগুলো পর্যালোচনা করেছে। গবেষকেরা লিখেছেন, ‘আমাদের অনুমান, ২০২৩ সালে শিশুদের ওপর যৌন সহিংসতার বৈশ্বিক বয়সভিত্তিক ব্যাপকতা মেয়েদের ক্ষেত্রে ১৮ দশমিক ৯ শতাংশ এবং ছেলেদের জন্য ১৪ দশমিক ৮ শতাংশ ছিল।’
গবেষকেরা যৌন সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের সারা জীবন সহায়তার জন্য আরও বেশি পরিষেবা ও ব্যবস্থা গড়ে তোলার এবং শিশুদের যৌন সহিংসতামুক্ত শৈশব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই অর্থাৎ, ১৮ বছর হওয়ার আগেই প্রায় ৩১ শতাংশ কিশোরী যৌন সহিংসতার শিকার হয়, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বাংলাদেশের ক্ষেত্রে এই হার ৯ দশমিক ৩ শতাংশ। ভারতে এই সহিংসতা থেকে রেহাই পায় না কিশোরেরাও। দেশটিতে অপ্রাপ্তবয়স্ক কিশোরের যৌন সহিংসতার শিকার হওয়ার হার ১৩ শতাংশ।
ল্যানসেটে প্রকাশিত ‘শিশুদের ওপর যৌন সহিংসতার প্রকোপ এবং প্রথমবার এ ধরনের সহিংসতার মুখোমুখি হওয়ার বয়স: অঞ্চল, বয়স ও লিঙ্গভিত্তিক বৈশ্বিক বিশ্লেষণ (১৯৯০–২০২৩) ’—শীর্ষক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে ভারতে ১৮ বছরের কম বয়সী ৩০ শতাংশের বেশি মেয়ে এবং ১৩ শতাংশ ছেলে যৌন সহিংসতার শিকার হয়েছে। গবেষণাটি ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বের ২০০ টিরও বেশি দেশে শিশুদের ওপর যৌন সহিংসতার ব্যাপকতা অনুমান করেছে। এতে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় মেয়েদের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ। বাংলাদেশে এই হার ৯ দশমিক ৩ শতাংশ থেকে ভারতে ৩০ দশমিক ৮ শতাংশ পর্যন্ত।
অনুমান করা হয়, বিশ্বব্যাপী প্রতি ৫ জন মেয়ের মধ্যে একজন এবং প্রতি ৭ জন ছেলের মধ্যে একজন ১৮ বছর হওয়ার আগেই যৌন সহিংসতার শিকার হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের গবেষকেরা দেখেছেন, ১৮ বছরের কম বয়সী ছেলেদের মধ্যে যৌন সহিংসতার সর্বোচ্চ হার সাব-সাহারান আফ্রিকায়। জিম্বাবুয়েতে এটি প্রায় ৮ শতাংশ এবং কোৎ দে আইভরিতে ২৮ শতাংশ পর্যন্ত।
শিশুদের ওপর যৌন সহিংসতা একটি গুরুতর জনস্বাস্থ্য ও মানবাধিকার সমস্যা। যৌন নির্যাতনের পরিণতি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে, যা মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। গবেষকেরা বলেছেন, যৌন সহিংসতার সঠিক বৈশ্বিক অনুমান প্রতিরোধ ও সচেতনতামূলক কাজের জন্য অত্যন্ত জরুরি। তবে বিদ্যমান গবেষণাগুলোতে সীমিতসংখ্যক দেশের তথ্য রয়েছে ও ডেটার অভাব ও পরিমাপের চ্যালেঞ্জ থাকায় সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে।
এই গবেষণাটিই প্রথম বৈশ্বিক অনুমানগুলোর মধ্যে অন্যতম। এটি শিশুদের ওপর যৌন সহিংসতার ব্যাপকতা সংক্রান্ত সহজলভ্য ডেটা সংগ্রহস্থলগুলো পর্যালোচনা করেছে। গবেষকেরা লিখেছেন, ‘আমাদের অনুমান, ২০২৩ সালে শিশুদের ওপর যৌন সহিংসতার বৈশ্বিক বয়সভিত্তিক ব্যাপকতা মেয়েদের ক্ষেত্রে ১৮ দশমিক ৯ শতাংশ এবং ছেলেদের জন্য ১৪ দশমিক ৮ শতাংশ ছিল।’
গবেষকেরা যৌন সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের সারা জীবন সহায়তার জন্য আরও বেশি পরিষেবা ও ব্যবস্থা গড়ে তোলার এবং শিশুদের যৌন সহিংসতামুক্ত শৈশব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩৪ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে