
বিশ্বজুড়ে জমকালো আয়োজনে উদ্যাপিত হচ্ছে ইংরেজি নতুন বছর, ২০২৩। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই শুরু হয় বর্ণিল আতশবাজি, ফানুশসহ নানা আয়োজন। সবার আগে নতুন বছরকে বরণ করে নেয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা, কিরিবাতি ও সামোয়া। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল আলোকচ্ছটা।
এরপর ২০২৩ সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ড শহরে স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে মাতে নিউজিল্যান্ডবাসী। বর্ষবরণের এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয় সেখানে।
প্রতিবছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনি হারবারে জমকালো আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। হাজার হাজার মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে সিডনি। পর্যটনকেন্দ্র অপেরা হাউসের চারপাশের আতশবাজির ঝলকানি মুগ্ধ করে সবাইকে।

যুক্তরাজ্যে উৎসাহ-উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই লন্ডনের ওয়েস্টমিনস্টারে ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টা বেজে ওঠে। এ সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে গান ফায়ার করা হয়।

চীনে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেও নতুন বছরকে জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নেওয়া হয়েছে। গত তিন বছর ধরে করোনার কঠোর বিধিনিষেধ পালনের পর সম্প্রতি কড়াকড়ি তুলে নেওয়া হয়। ফলে ইংরেজি বর্ষবরণের আয়োজনে ছিল উপচে পড়া ভিড়।

যুক্তরাষ্ট্রে করোনার কারণে দুই বছর উদ্যাপন সীমিত থাকলে এবার আয়োজন ছিল চোখধাঁধানো। ঐতিহ্য অনুযায়ী নিউইয়র্কের টাইমস স্কয়ারে কাউন্টডাউন ও বল ড্রপ অনুষ্ঠিত হয়। বলতে গেলে নতুন বছর উদ্যাপনের সবচেয়ে বড় আয়োজন হয় এখানে। উপস্থিত থাকেন দেশ-বিদেশের হাজার হাজার মানুষ।
এ ছাড়া ব্রাজিল, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের আরও অনেক দেশে নানা আয়োজনে বরণ করা হয় ২০২৩ সালকে।

বিশ্বজুড়ে জমকালো আয়োজনে উদ্যাপিত হচ্ছে ইংরেজি নতুন বছর, ২০২৩। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই শুরু হয় বর্ণিল আতশবাজি, ফানুশসহ নানা আয়োজন। সবার আগে নতুন বছরকে বরণ করে নেয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা, কিরিবাতি ও সামোয়া। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল আলোকচ্ছটা।
এরপর ২০২৩ সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ড শহরে স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে মাতে নিউজিল্যান্ডবাসী। বর্ষবরণের এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয় সেখানে।
প্রতিবছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনি হারবারে জমকালো আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। হাজার হাজার মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে সিডনি। পর্যটনকেন্দ্র অপেরা হাউসের চারপাশের আতশবাজির ঝলকানি মুগ্ধ করে সবাইকে।

যুক্তরাজ্যে উৎসাহ-উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই লন্ডনের ওয়েস্টমিনস্টারে ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টা বেজে ওঠে। এ সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে গান ফায়ার করা হয়।

চীনে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেও নতুন বছরকে জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নেওয়া হয়েছে। গত তিন বছর ধরে করোনার কঠোর বিধিনিষেধ পালনের পর সম্প্রতি কড়াকড়ি তুলে নেওয়া হয়। ফলে ইংরেজি বর্ষবরণের আয়োজনে ছিল উপচে পড়া ভিড়।

যুক্তরাষ্ট্রে করোনার কারণে দুই বছর উদ্যাপন সীমিত থাকলে এবার আয়োজন ছিল চোখধাঁধানো। ঐতিহ্য অনুযায়ী নিউইয়র্কের টাইমস স্কয়ারে কাউন্টডাউন ও বল ড্রপ অনুষ্ঠিত হয়। বলতে গেলে নতুন বছর উদ্যাপনের সবচেয়ে বড় আয়োজন হয় এখানে। উপস্থিত থাকেন দেশ-বিদেশের হাজার হাজার মানুষ।
এ ছাড়া ব্রাজিল, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের আরও অনেক দেশে নানা আয়োজনে বরণ করা হয় ২০২৩ সালকে।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৪ ঘণ্টা আগে