
সরকারের সমালোচনা করায় তুরস্কে নৌবাহিনীর ১০ সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ সোমবার তুরস্ক সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
তুরস্কের সংবাদমাধ্যম এনটিভি জানায়, আটক হওয়া কর্মকর্তারা সংঘাত তৈরি করে সংবিধান লঙ্ঘন করতে চেয়েছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তাদের একটি খোলা চিঠি নিয়ে তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় আরও চার সেনা কর্মকর্তাকে তিনদিনের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট করার জন্য বলেছেন কৌঁসুলিরা। বয়স বিবেচনায় তাদের আটক করা হয়নি বলেও আনাদোলুর খবরে বলা হয়েছে ।
গতকাল রোববার তুরস্কের নৌবাহিনীর ১০৪ জন সাবেক কর্মকর্তা সরকারের সমালোচনা করে খোলা চিঠি দেন। সেখানে তারা বলেন, ক্যানাল ইস্তাম্বুল নামের এই প্রকল্পের ফলে মন্ট্রিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে। বসফরাস ও দার্দানেলেস প্রণালীতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
এই ঘটনা অভ্যুত্থানের সময়ের কথা মনে করিয়ে দেয় বলে তুরস্কের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তুরস্ক গত মাসে ইস্তাম্বুলে মিশরের সুয়েজ খালের মতো একটি প্রণালী খননের অনুমোদন দেয়। এ নিয়ে মনট্রিক্স কনভেনশন নিয়ে আবার বিতর্ক তৈরি হয়।
১৯৩৬ সালে মনট্রিক্স কনভেনশন স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, বসফরাস প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলেও তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণসাগর অঞ্চলের দেশ ছাড়া অন্য দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে ওই অঞ্চলে যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হয়েছে।
ইস্তাম্বুল খাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি উচ্চভিলাসী প্রকল্প। এটিকে কেন্দ্র করে নতুন বিমানবন্দর, ব্রিজ এবং সড়ক এবং টানেল নির্মাণ করছে তুরস্ক।

সরকারের সমালোচনা করায় তুরস্কে নৌবাহিনীর ১০ সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ সোমবার তুরস্ক সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
তুরস্কের সংবাদমাধ্যম এনটিভি জানায়, আটক হওয়া কর্মকর্তারা সংঘাত তৈরি করে সংবিধান লঙ্ঘন করতে চেয়েছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তাদের একটি খোলা চিঠি নিয়ে তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় আরও চার সেনা কর্মকর্তাকে তিনদিনের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট করার জন্য বলেছেন কৌঁসুলিরা। বয়স বিবেচনায় তাদের আটক করা হয়নি বলেও আনাদোলুর খবরে বলা হয়েছে ।
গতকাল রোববার তুরস্কের নৌবাহিনীর ১০৪ জন সাবেক কর্মকর্তা সরকারের সমালোচনা করে খোলা চিঠি দেন। সেখানে তারা বলেন, ক্যানাল ইস্তাম্বুল নামের এই প্রকল্পের ফলে মন্ট্রিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে। বসফরাস ও দার্দানেলেস প্রণালীতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
এই ঘটনা অভ্যুত্থানের সময়ের কথা মনে করিয়ে দেয় বলে তুরস্কের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তুরস্ক গত মাসে ইস্তাম্বুলে মিশরের সুয়েজ খালের মতো একটি প্রণালী খননের অনুমোদন দেয়। এ নিয়ে মনট্রিক্স কনভেনশন নিয়ে আবার বিতর্ক তৈরি হয়।
১৯৩৬ সালে মনট্রিক্স কনভেনশন স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, বসফরাস প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলেও তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণসাগর অঞ্চলের দেশ ছাড়া অন্য দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে ওই অঞ্চলে যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হয়েছে।
ইস্তাম্বুল খাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি উচ্চভিলাসী প্রকল্প। এটিকে কেন্দ্র করে নতুন বিমানবন্দর, ব্রিজ এবং সড়ক এবং টানেল নির্মাণ করছে তুরস্ক।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৪ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে