আজকের পত্রিকা ডেস্ক

গাজা উপত্যকায় দুর্ভিক্ষপীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এখন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। আজ রোববার সকালে ত্রাণ বিতরণের সময় বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। অন্তত ৪০ জন ক্ষুধার্ত মানুষকে গুলি করে মেরেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে ২০০ জনের বেশি, যাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। এর আগে গত ২৮-২৯ মে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয় ১০ জন। আহত হয় অন্তত ৬২ জন।
ইউএনআরডব্লিউএর তথ্যমতে, আন্তর্জাতিক গণমাধ্যম ও কিছু চিকিৎসাকর্মী সরেজমিনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই শহরটি ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউএনআরডব্লিউএ বলছে, সহায়তার নামে এই অপমানজনক ব্যবস্থার ফলে হাজার হাজার ক্ষুধার্ত ও অসহায় মানুষকে বহু মাইল হেঁটে যেতে বাধ্য করা হয়েছে ওই ধ্বংসস্তূপে। আবার সেখানে গিয়ে ত্রাণের পরিবর্তে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটে।
সংস্থাটি আরও বলেছে, গাজায় মানবিক সহায়তা বিতরণ নিরাপদ ও বৃহৎ পরিসরে পরিচালিত না হলে গণদুর্ভিক্ষ অনিবার্য। ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে অবরোধ তুলে নিতে হবে এবং জাতিসংঘকে বাধাহীন ও নিরাপদভাবে ত্রাণ প্রবেশ ও বিতরণের অনুমতি দিতে হবে। এই সংকট মোকাবিলায় একমাত্র ইউএনআরডব্লিউএই সঠিকভাবে কাজ করতে পারে।
ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, গণদুর্ভিক্ষ রোধ করার এখনই সময়, নইলে গাজার অন্তত ১০ লাখ শিশু প্রাণ হারাতে পারে।
ইউএনআরডব্লিউএ অভিযোগ করেছে, গাজার পরিস্থিতি নিয়ে এখন বিভিন্ন পক্ষ থেকে ভুয়া তথ্য ছড়ানোর প্রতিযোগিতা চলছে। ইসরায়েলি কর্তৃপক্ষের উচিত, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া এবং স্বাধীনভাবে চলমান বর্বরতার প্রতিবেদন করার সুযোগ দেওয়া।
প্রসঙ্গত, ইসরায়েল গাজায় ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর থেকে উপত্যকাটিতে ত্রাণ বিতরণের কাজ করছে নতুন মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। তবে, জিএইচএফ আগে থেকেই বিতর্কিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় নিবন্ধিত হয় এটি। তবে সংস্থাটি প্রথমবারের মতো খাবার বিতরণ কার্যক্রম শুরু করে গত ২৬ মে। এর আগের দিন, ২৫ মে জিএইচএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জেক উড পদত্যাগ করেন। সংস্থাটি মানবিক সহায়তায় নিরপেক্ষতা, মানবতা ও স্বাধীনতার নীতিমালা অনুসরণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

গাজা উপত্যকায় দুর্ভিক্ষপীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এখন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। আজ রোববার সকালে ত্রাণ বিতরণের সময় বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। অন্তত ৪০ জন ক্ষুধার্ত মানুষকে গুলি করে মেরেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে ২০০ জনের বেশি, যাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। এর আগে গত ২৮-২৯ মে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয় ১০ জন। আহত হয় অন্তত ৬২ জন।
ইউএনআরডব্লিউএর তথ্যমতে, আন্তর্জাতিক গণমাধ্যম ও কিছু চিকিৎসাকর্মী সরেজমিনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই শহরটি ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউএনআরডব্লিউএ বলছে, সহায়তার নামে এই অপমানজনক ব্যবস্থার ফলে হাজার হাজার ক্ষুধার্ত ও অসহায় মানুষকে বহু মাইল হেঁটে যেতে বাধ্য করা হয়েছে ওই ধ্বংসস্তূপে। আবার সেখানে গিয়ে ত্রাণের পরিবর্তে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটে।
সংস্থাটি আরও বলেছে, গাজায় মানবিক সহায়তা বিতরণ নিরাপদ ও বৃহৎ পরিসরে পরিচালিত না হলে গণদুর্ভিক্ষ অনিবার্য। ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে অবরোধ তুলে নিতে হবে এবং জাতিসংঘকে বাধাহীন ও নিরাপদভাবে ত্রাণ প্রবেশ ও বিতরণের অনুমতি দিতে হবে। এই সংকট মোকাবিলায় একমাত্র ইউএনআরডব্লিউএই সঠিকভাবে কাজ করতে পারে।
ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, গণদুর্ভিক্ষ রোধ করার এখনই সময়, নইলে গাজার অন্তত ১০ লাখ শিশু প্রাণ হারাতে পারে।
ইউএনআরডব্লিউএ অভিযোগ করেছে, গাজার পরিস্থিতি নিয়ে এখন বিভিন্ন পক্ষ থেকে ভুয়া তথ্য ছড়ানোর প্রতিযোগিতা চলছে। ইসরায়েলি কর্তৃপক্ষের উচিত, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া এবং স্বাধীনভাবে চলমান বর্বরতার প্রতিবেদন করার সুযোগ দেওয়া।
প্রসঙ্গত, ইসরায়েল গাজায় ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর থেকে উপত্যকাটিতে ত্রাণ বিতরণের কাজ করছে নতুন মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। তবে, জিএইচএফ আগে থেকেই বিতর্কিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় নিবন্ধিত হয় এটি। তবে সংস্থাটি প্রথমবারের মতো খাবার বিতরণ কার্যক্রম শুরু করে গত ২৬ মে। এর আগের দিন, ২৫ মে জিএইচএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জেক উড পদত্যাগ করেন। সংস্থাটি মানবিক সহায়তায় নিরপেক্ষতা, মানবতা ও স্বাধীনতার নীতিমালা অনুসরণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১২ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১৩ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে